প্রতিসাম্য, সম্ভাব্য ত্রুটি, জড় কাঠামো,স্থান কি/কী | মহাকর্ষ প্রাবল্য কাকে বলে

প্রতিসাম্য, সম্ভাব্য ত্রুটি, জড় কাঠামো,স্থান কি/কী | মহাকর্ষ প্রাবল্য কাকে বলে

প্রতিসাম্য কি/কী

উত্তরঃ কোন রেখা বা তল বরাবর কোন বস্তুকে কোন একটি নির্দিষ্ট পদ্ধতিতে বা যেকোন পদ্ধতিতে স্থাপন করলে ঐ রেখা বা তলের একপাশে অবস্থিত বস্তুর আকার-আকৃতি অপরপাশে অবস্থিত বস্তুর আকার-আকৃতির অনুরূপ হত,বস্তুর এরূপ ধর্মকে প্রতিসাম্য বলে।

 সম্ভাব্য ত্রুটি কি/কী

উত্তরঃ কোন ধ্রুব রাশির সঠিক মান যে সীমার মধ্যে অবস্থান করতে পারে তাকে সম্ভাব্য ত্রুটি বলে

জড় কাঠামো কি/কী

উত্তরঃ কোন বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক যে সুনির্দিষ্ট স্থানাংক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং জড় কাঠামোর সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয় তাকে জড় কাঠামো বলে।

মহাকর্ষ প্রাবল্য কাকে বলে

উত্তরঃ মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে তার উপর যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় তাকে ঐ বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে।

 স্থান কি/কী

উত্তরঃ স্থান হলো বস্তু কর্তৃক অধিকৃত অঞ্চল।

টাগঃপ্রতিসাম্য, সম্ভাব্য ত্রুটি,জড় কাঠামো,স্থান কি/কী | মহাকর্ষ প্রাবল্য কাকে বলে