ভেক্টর, ক্যালকুলাস, একটি ভেক্টরের ঘূর্ণনশীল ও সলিনয়েড হওয়ার শর্ত কি/কী | দুটি ভেক্টর কখন সমান্তরাল হয় - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ভেক্টর, ক্যালকুলাস, একটি ভেক্টরের ঘূর্ণনশীল ও সলিনয়েড হওয়ার শর্ত কি/কী | দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়

ভেক্টর, ক্যালকুলাস, একটি ভেক্টরের ঘূর্ণনশীল ও সলিনয়েড হওয়ার শর্ত কি/কী| দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়

ভেক্টর কি/কী

উত্তরঃ ভেক্টর একধরনের বিশেষ অপারেটর, যা দিক নির্দেশ করে।কোন চলককে মোটা হরফে লিখে অথবা,চলকের ওপর তীর চিহ্ন বা টুপি বসিয়ে ভেক্টর প্রকাশ করা হয়। 

ক্যালকুলাস কি/কী

উত্তরঃ বিজ্ঞানের ভাষায় ক্যালকুলাস হলো অবিরত পরিবর্তনশীল ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ গণনার একটি শাস্ত্র যা আধুনিক গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা।

একটি ভেক্টরের ঘূর্ণনশীল ও সলিনয়েড হওয়ার শর্ত কি/কী

উত্তরঃ কোন ভেক্টরের কার্ল অশূণ্য হলে ভেক্টরটি ঘূর্ণনশীল হবে এবং কোন ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স শূণ্য হলে ঐ ভেক্টর ক্ষেত্রটি সলিনয়ডাল হবে।

দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়

উত্তরঃ দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হয়।
টাগঃভেক্টর, ক্যালকুলাস, একটি ভেক্টরের ঘূর্ণনশীল ও সলিনয়েড হওয়ার শর্ত কি/কী| দুটি ভেক্টর কখন সমান্তরাল হয়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com