একক পর্দা, দ্বিপদ নামকরণ, ট্রান্সমিশন, জেনেটিক কোড, পলিরাইবােজোম, জিন কী/কি

একক পর্দা, দ্বিপদ নামকরণ, ট্রান্সমিশন, জেনেটিক কোড, পলিরাইবােজোম, জিন কী/কি

 একক পর্দা কী/কি

উত্তর: কোষের যেসব পর্দা প্রােটিন লিপিড প্রােটিন ( PL - P ) নামক তিনটি স্তর নিয়ে গঠিত তাদেরকে একক পর্দা বলে । 

দ্বিপদ নামকরণ কী/কি

উত্তর : ICBN এর নীতিমালা অনুসারে কোনাে গণ নামের শেষে একটি প্রজাতিক পদ যুক্ত করে দুটি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ ।  

 ট্রান্সমিশন কী/কি

 উত্তর : উদ্ভিদ ও প্রাণিদেহ বিভিন্ন মাধ্যমের ( যেমন- বায়ু , পানি , হাঁচি - কাশি , বীজ , কীটপতঙ্গ ইত্যাদি ) সহায়তায় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াকে ট্রান্সমিশন বলে ।  

জেনেটিক কোড কী/কি


 উত্তর : DNA অণুর নাইট্রোজেন বেস সিকুয়েন্স ও পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামিনাে এসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক তাকেই জেনেটিক কোড বলে ।

পলিরাইবােজোম কী/কি

উত্তর : প্রােটিন সংশ্লেষণের সময় mRNA- এর সঙ্গে বহু রাইবােজোম যুক্ত হয়ে যে রাইবােজোম শৃঙ্খল তৈরি হয় , তাই পলিরাইবােজোম । রাইবােজোমগুলাে Ng ++ দ্বারা পরস্পর যুক্ত হয় । 

জিন কী/কি

 উত্তর : জিন হলাে ক্রোমােসােমের লােকাসে অবস্থিত DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রােটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় ।

টাগ: একক পর্দা, দ্বিপদ নামকরণ, ট্রান্সমিশন, জেনেটিক কোড, পলিরাইবােজোম, জিন কী/কি