মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
মনেরে আজ কহ যে  ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে    ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে | ভাবসম্প্রসারণ

মনেরে আজ কহ যে 
 ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে 

ভাব - সম্প্রসারণ : মানবজীবন ভালাে - মন্দ , সুখ - দুঃখ ও আপদ - বিপদের মিশ্রণে গঠিত । ভালাে এবং মন্দ উভয় সময়েই যে সত্যকে আঁকড়ে থাকতে পারে সে - ই প্রকৃত মানুষ । বড়ই বিচিত্র এ জগৎ এবং বড়ই বিচিত্র এ মানবজীবন । বিধাতার সৃষ্টি এবং লীলাখেলাও বড়ই বিচিত্র । এই সংসার সাগরে সুখ এবং দুঃখ উভয়ের মাঝেই মানুষকে বেঁচে থাকতে হয় । ভালাে - মন্দ মানুষের জীবনে আসবেই , বিপদের সম্মুখীন মানুষকে হতেই হবে । একজন মানুষ সারাজীবন সুখেই কাটাবে এটি হতেই পারে না । সুখের বিপরীত পিঠেই রয়েছে দুঃখ অর্থাৎ যে সুখ ভােগ করবে তাকে দুঃখও ভােগ করতে হবে । ভালাে - মন্দ দুটোই যদি না থাকত তাহলে মানুষ তার জন্মকে সার্থক করতে পারত না । শুধু সুখের জীবনও যেমন নীরস তেমনি শুধু দুঃখের জীবনও অত্যন্ত বেদনাদায়ক । যদিও মানুষ সারাজীবন সুখ সুখ করেই মরে কিন্তু দুঃখ না থাকলে কি মানুষ সুখকে উপলব্ধি করতে পারত ? যে ব্যক্তি মূল সত্যকে চেনে এবং উপলব্ধি করতে জানে তার কাছে সত্য যে রূপেই আসুক না কেন সে তা গ্রহণ করবে এবং এতে তার কোনাে দ্বিধা থাকবে না । কিন্তু যে প্রকৃত সত্যসন্ধানী নয় , সে মন্দকে দেখলেই পিছিয়ে যাবে এবং তা সে গ্রহণ করবে না । তাই যারা সত্যকে ব্রত হিসেবে গ্রহণ করতে চায় তাদের মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়ােজন যাতে সত্য যে রূপেই আসুক না কেন তা যেন নির্দ্বিধায় গ্রহণ করতে পারে , খুব সহজেই যেন তাকে মেনে নিতে পারে ।

টাগঃ মনেরে আজ কহ যে  ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ, মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ, মনেরে আজ কহ যে    ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)