মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে | ভাবসম্প্রসারণ

 
মনেরে আজ কহ যে  ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ | মনেরে আজ কহ যে    ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে | ভাবসম্প্রসারণ

মনেরে আজ কহ যে 
 ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে 

ভাব - সম্প্রসারণ : মানবজীবন ভালাে - মন্দ , সুখ - দুঃখ ও আপদ - বিপদের মিশ্রণে গঠিত । ভালাে এবং মন্দ উভয় সময়েই যে সত্যকে আঁকড়ে থাকতে পারে সে - ই প্রকৃত মানুষ । বড়ই বিচিত্র এ জগৎ এবং বড়ই বিচিত্র এ মানবজীবন । বিধাতার সৃষ্টি এবং লীলাখেলাও বড়ই বিচিত্র । এই সংসার সাগরে সুখ এবং দুঃখ উভয়ের মাঝেই মানুষকে বেঁচে থাকতে হয় । ভালাে - মন্দ মানুষের জীবনে আসবেই , বিপদের সম্মুখীন মানুষকে হতেই হবে । একজন মানুষ সারাজীবন সুখেই কাটাবে এটি হতেই পারে না । সুখের বিপরীত পিঠেই রয়েছে দুঃখ অর্থাৎ যে সুখ ভােগ করবে তাকে দুঃখও ভােগ করতে হবে । ভালাে - মন্দ দুটোই যদি না থাকত তাহলে মানুষ তার জন্মকে সার্থক করতে পারত না । শুধু সুখের জীবনও যেমন নীরস তেমনি শুধু দুঃখের জীবনও অত্যন্ত বেদনাদায়ক । যদিও মানুষ সারাজীবন সুখ সুখ করেই মরে কিন্তু দুঃখ না থাকলে কি মানুষ সুখকে উপলব্ধি করতে পারত ? যে ব্যক্তি মূল সত্যকে চেনে এবং উপলব্ধি করতে জানে তার কাছে সত্য যে রূপেই আসুক না কেন সে তা গ্রহণ করবে এবং এতে তার কোনাে দ্বিধা থাকবে না । কিন্তু যে প্রকৃত সত্যসন্ধানী নয় , সে মন্দকে দেখলেই পিছিয়ে যাবে এবং তা সে গ্রহণ করবে না । তাই যারা সত্যকে ব্রত হিসেবে গ্রহণ করতে চায় তাদের মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়ােজন যাতে সত্য যে রূপেই আসুক না কেন তা যেন নির্দ্বিধায় গ্রহণ করতে পারে , খুব সহজেই যেন তাকে মেনে নিতে পারে ।

টাগঃ মনেরে আজ কহ যে  ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে ভাবসম্প্রসারণ, মনেরে আজ কহ যে ভাবসম্প্রসারণ, মনেরে আজ কহ যে    ভালােমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com