প্রাসের পাল্লা, স্প্রিং ধ্রুবক, মুক্তিবেগ, নিট বল কি/কী | বৃত্তীয় গতি, প্রক্ষেপক কাকে বলে - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

প্রাসের পাল্লা, স্প্রিং ধ্রুবক, মুক্তিবেগ, নিট বল কি/কী | বৃত্তীয় গতি, প্রক্ষেপক কাকে বলে

প্রাসের পাল্লা, স্প্রিং ধ্রুবক, মুক্তিবেগ, নিট বল কি/কী |  বৃত্তীয় গতি, প্রক্ষেপক কাকে বলে
Physics Chapter 3 এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর 
প্রাসের পাল্লা কি/কী

উত্তরঃ নিক্ষেপণ বিন্ধু ও বিচরণ পথের শেষ প্রান্তবিন্দুর মধ্যবর্তী রৈখিক দূতত্বই হলো প্রাসের পাল্লা।

স্প্রিং ধ্রুবক কি/কী

উত্তরঃ কোন স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ঐ স্প্রিং এর ধ্রুবক বলে।

বৃত্তীয় গতি কাকে বলে

উত্তরঃ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর গতিকে বৃত্তীয় গতি বলে।

মুক্তিবেগ কি/কী

উত্তরঃ ভুপৃষ্ঠ হতে নূন্যতম যে বেগে কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসেনা,সেই বেগই পৃথিবীপৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগ।

প্রক্ষেপক কাকে বলে

উত্তরঃকোন একটি বস্তুকে অনুভূমিকের সাথে তীর্যকভাবে উলম্বতলে শূণ্যে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বলে।

নিট বল কি

উত্তরঃ বস্তুর উপর প্রযুক্ত সব গুলো ভরের মান ও দিক বিবেচনা করে যে লদ্ধি বল পাওয়া যায় তাই নিট বল।

টাগঃপ্রাসের পাল্লা, স্প্রিং ধ্রুবক, মুক্তিবেগ, নিট বল কি/কী|  বৃত্তীয় গতি, প্রক্ষেপক কাকে বলে 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url