পদ্ধতিগত ত্রুটি, পরিমাপের একক, ভার্নিয়ার স্কেল, পরিমাপ, ভার্নিয়ার ধ্রুবক কি/কী|পদার্থ বিজ্ঞান কাকে বলে

 

পদ্ধতিগত ত্রুটি, পরিমাপের একক, ভার্নিয়ার স্কেল, পরিমাপ, ভার্নিয়ার ধ্রুবক কি/কী|পদার্থ বিজ্ঞান কাকে বলে

Chapter 1 এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর

পদ্ধতিগত ত্রুটি কি/কী

উত্তরঃ যে সকল ত্রুটি নির্দিষ্ট নিয়ম মেনে বা যানা কারণে উদ্ভূত হয় তাই পদ্ধতিগত ত্রুটি।

পরিমাপের একক কি

উত্তরঃ সময় পরিমাপের ক্ষেত্রে যেকোন পরিমাপের জন্য একটি আদর্শ পরিমাণ,যার সাথে তুলনা করে সকল ভৌত রাশির পরিমাপ করা হয়।পরিমাপের এ আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক।

ভার্নিয়ার স্কেল কি/কী

উত্তরঃ মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাইশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে আর একটি সচল স্কেল ব্যবহার করা হয়।এটিই ভার্নিয়ার স্কেল।

পদার্থ বিজ্ঞান কাকে বলে

উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচন করা হয় তাকে পদার্থ বিজ্ঞান বলে।

পরিমাপ কি/কী

উত্তরঃ কোন কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ।

ভার্নিয়ার ধ্রুবক কি/কী

উত্তরঃপ্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক।

টাগঃপদ্ধতিগত ত্রুটি, পরিমাপের একক, ভার্নিয়ার স্কেল, পরিমাপ, ভার্নিয়ার ধ্রুবক কি/কী|পদার্থ বিজ্ঞান কাকে বলে