অন্যায় যে করে আর অন্যায় যে সহে ভাবসম্প্রসারণ | অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

অন্যায় যে করে আর অন্যায় যে সহে ভাবসম্প্রসারণ | অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ভাবসম্প্রসারণ

অন্যায় যে করে আর অন্যায় যে সহে
 তব ঘৃণা যেন তারে তৃণসম দহে 

 ভাব - সম্প্রসারণ : অন্যায়কারী ও অন্যায়ের সাহায্যকারী বা সহ্যকারী উভয়েই সমান দোষী । মানুষের যেমন মানুষ হিসেবে কতকগুলাে অধিকার আছে তেমনি মানুষ হিসেবে তার কতকগুলাে দায়িত্বও রয়েছে । প্রকৃতপক্ষে দায়িত্ব পালনের মধ্যদিয়েই অধিকার অর্জিত হয় । দুই - ই মনুষ্যত্বের অপরিহার্য অঙ্গ । অন্যায় না করা ও অন্যায় না সহ , এ দুটিই মনুষ্যত্বের দায়িত্ব । আমার অধিকার ততক্ষণ , যতক্ষণ অন্যেরও ঠিক সেই অধিকারে আমি হস্তক্ষেপ না করি , করলে তা অন্যায় হবে । অন্যায় কাজের দ্বারা মানুষের ক্ষতি সাধিত হয় । তাই অন্যায়কারী শাস্তির যােগ্য অপরাধী । ক্ষমা মহৎ গুণ হলেও সবধরনের অন্যায়ের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন সমীচীন নয় । কারণ অন্যায়কারী

অন্যায় যে করে আর অন্যায় যে সহে  তব ঘৃণা যেন তারে তৃণসম দহে

র উপযুক্ত বিচার না হলে সমাজে অন্যায় কাজের প্রভাব বেড়ে গিয়ে সমাজকে অপরাধের আখড়ায় পরিণত করবে । ফলে সমাজ হয়ে উঠবে অন্যায় , অপরাধের লীলাক্ষেত্র এবং মানুষ বসবাসের অনুপযােগী । তাই সর্বজনীন কল্যাণ নিশ্চিত করার স্বার্থে অন্যায়কারীকে সাজা দেওয়া উচিত । কোনাে অবস্থাতেই বিনা বিচারে তাকে ক্ষমা করা উচিত নয় । যে ক্ষমা দুর্বলতার পরিচায়ক , অন্যায়ের শামিল , অনুরূপ ক্ষমা বাঞ্ছনীয় নয় । তাই যে অন্যায় করে এবং যে সহ্য করে উভয়েই ঘৃণাযােগ্য । প্রতিবাদ , প্রতিরােধের মাধ্যমে অন্যায়কে রুখতে হবে । তবেই সমাজে সুস্থ পরিবেশ ফিরে আসবে । অন্যায়কারী ও অন্যায় সহ্যকারী উভয়কে তাই শাস্তি দেওয়া প্রয়ােজন । অন্যায়ের প্রতিকার করতে শুধু অন্যায়কারীকে শাস্তি দিলেই হবে না । তাকে প্ররােচনাকারী ও অন্যায় সহ্যকারী সকলকেই একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়ােজন ।

টাগঃ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ভাবসম্প্রসারণ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে  তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com