তাৎক্ষণিক বেগ, একক ভেক্টর, স্বাধীন ভেক্টর , অবস্থান ভেক্টর , স্পর্শ কোন, টর্ক কাকে বলে

Safwan Alam
0


একক ভেক্টর কাকে বলে

উত্তরঃ কোন ভেক্টর এর মান এক একক হলে তাকে একক ভেক্টর বলে।

তাৎক্ষণিক বেগ, একক ভেক্টর, স্বাধীন ভেক্টর , অবস্থান ভেক্টর , স্পর্শ কোন, টর্ক কাকে বলে


তাৎক্ষণিক বেগ কাকে বলে

উত্তরঃ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণ এর হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে।

স্বাধীন ভেক্টর কাকে বলে

উত্তরঃ কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছেমতো ঠিক করা যায়,তবে ঐ ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে।

অবস্থান ভেক্টর কাকে বলে

উত্তরঃ প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোন বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে।

স্পর্শ কোন কাকে বলে

উত্তরঃ কঠিন ও তরল পদার্থের স্পর্শবিন্দু হতে বক্রাকার তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোন সৃষ্টি করে তাকে উক্ত কঠিন ও তরল এর স্পর্শ কোণ বলে।

টর্ক কাকে বলে

উত্তরঃ কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির  মধ্যে কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষের  সাপেক্ষে ঘুরবার যে প্রবণতা সৃষ্টি হয় তাকে টর্ক বলে।

টাগ: তাৎক্ষণিক বেগ, একক ভেক্টর, স্বাধীন ভেক্টর , অবস্থান ভেক্টর , স্পর্শ কোন, টর্ক কাকে বলে

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)