জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ভাবসম্প্রসারণ | জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মােদের সাথী ভাবসসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ভাবসম্প্রসারণ | জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মােদের সাথী ভাবসসম্প্রসারণ

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ভাবসম্প্রসারণ | জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি   একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মােদের সাথী ভাবসসম্প্রসারণ

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি 
একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মােদের সাথী 

ভাব - সম্প্রসারণ : পৃথিবীতে ইংরেজ , মুসলমান , হিন্দু , বৌদ্ধ , জৈন , শিখ নামে বিভিন্ন ধর্ম , বর্ণ , গােত্র ও সম্প্রদায়ের লােক থাকলেও আসলে আমরা সবাই মানবজাতি । আমাদের সভ্যতার নাম মানবসভ্যতা । “ সুৰ লােকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না জগৎ ঘুরে । ” মরমি কবি লালন ফকির যেমন জাতের বা জাতির কোনাে রূপ দেখেননি তেমনি যারা বিশ্ব মানবতাবাদে বিশ্বাসী তাদের জাতির একটি নাম হচ্ছে মানবজাতি । এ পৃথিবীতে বিভিন্ন ধর্মের - গােত্রের - ভাষার ও বর্ণের লােক বাস করে । ধর্মীয় গণ্ডিতে তারা নিজ নিজ ধর্মের অনুসারী হলেও সবার মধ্যে একটা মানবতাবােধ আছে তাই আমরা মনুষ্য জাতি । প্রকৃতির রাজ্যে মানুষের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত । প্রকৃতির সন্তান এ মানুষ তার সাধনা , জ্ঞান , মেধা ও মনন দিয়ে শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছে । প্রকৃতির রাজ্যে আমরা একই উপাদানে গঠিত একই পৃথিবীতে , একই আকাশের নিচে মাটির আঙিনায় একই চন্দ্র - সূর্যের আলােয় আমরা বাঁচি । সুখ - দুঃখ , আনন্দ ও অনুভূতি একই রকম । এখানে ধর্মে ধর্মে , গােত্রে গােত্রে , সমাজে সমাজে যে বিরােধ আছে তার বিরুদ্ধে জ্ঞানী - গুণী ব্যক্তিরা চিরকাল রুখে দাঁড়িয়েছেন , তাঁরা নানাভাবে শুনিয়েছেন মহামিলনের বাণী । বিভেদ ও অসাম্যের অবসান ঘটিয়ে মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন । তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন “ আদম দাউদ ঈসা মুসা ইব্রাহীম মােহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবীর বিশ্বের সম্পদ । ” মধ্যযুগের কবি চণ্ডীদাস বলেছেন — ' সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । ' মহামতি ভি . আই , লৈলিন মানুষে মানুষে সাম্যের কথা বলেছেন । মার্টিন লুথার কিং বর্ণভেদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে প্রাণ দিয়েছেন । আজও আমাদের দেশে মানবতার জয়গান গাওয়া হয় । বিশ্বের সব মানুষ আমরা একে অন্যের ভাই এ কথা যেন আমরা ভুলে না যাই ।

টাগঃ জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ভাবসম্প্রসারণ, জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি   একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মােদের সাথী ভাবসসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com