পিছট ত্রুটি, লম্বন ত্রুটি, তত্ত্ব কি/কী | এক/১ সেকেন্ড, মাত্রা সমীকরণ কাকে বলে

 

পিছট ত্রুটি, লম্বন ত্রুটি, তত্ত্ব কি/কী | এক/১ সেকেন্ড, মাত্রা সমীকরণ কাকে বলে
Chapter 1 এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন  উত্তর

পিছট ত্রুটি কি/কী

উত্তরঃ স্ক্রুগজ যন্ত্র ক্রমাগত ব্যবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়ে এবং স্ক্রুকে উভয়দিকে একইদিকে একই পরিমাণ ঘুরালে সমান দূরত্ব অতিক্রম করেনা,তাই পিছট ত্রুটি।

লম্বন ত্রুটি কি/কি

উত্তরঃ কোন রৈখিক স্কেলের পাঠ নেওয়ার সময় দৃষ্টি রেখা স্কেলের তলের সাথে লম্বভাবে প্রক্ষেপণ করতে হয়।অন্যথায় দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে লক্ষবস্তুর অবস্থানের আপাত পরিবর্তন ঘটে এবং পাঠ নিতে ভুল হয়।একে লম্বন ত্রুটি বলে।

তত্ত্ব কি/কী

উত্তরঃ তত্ত্ব হচ্ছে অনুকল্প ও নিয়মের সমন্বয়। পরীক্ষা-নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে।

এক/১ সেকেন্ড কাকে বলে

উত্তরঃ একটি সিজিয়াম 133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে এক সেকেন্ড বলে।

মাত্রা সমীকরণ কাকে বলে

উত্তরঃ যে সমীকরণ মৌলিক একক এবং লদ্ধি এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে সমীকরণ বলে।

টাগঃপিছট ত্রুটি, লম্বন ত্রুটি, তত্ত্ব কি/কী | এক/১ সেকেন্ড, মাত্রা সমীকরণ কাকে বলে