তোমার জন্যই লিখি তোমাকে লিখিনা কবিতা | তোমার জন্যই লিখি তোমাকে লিখিনা রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ | রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহের লেখা কবিতা
তোমার জন্যই লিখি
তোমাকে লিখিনা
আমি তােমাকে কবিতায় লিখি না
গানেও লিখিনা ।
কেননা আমার গান , আমার সকল কবিতা তােমার জন্যই লিখা ।
আমি তােমাকে কখনাে স্বপ্নে দেখি না , ভাবিও না । কেননা আমার ভাবনা , আমার সকল সপ্ন তােমার জন্যই ,
একমাত্র তােমার জন্যই
চাঁদ আকাশের জন্য উঠে
অথবা আকাশ চাদের জন্য
এসবব অনেক তর্কের ব্যপার
আমি তােমার জন্য লিখি , কিন্তু তােমাকে কখনােও লিখি না
লেখক :রূদ্র মোহাম্মদ শহীদুল্লাহ
টাগঃ তোমার জন্যই লিখি তোমাকে লিখিনা কবিতা, তোমার জন্যই লিখি তোমাকে লিখিনা রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহের লেখা কবিতা