যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসারণ | যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ
পাইলেও পাইতে পার অমূল্য রতন
ভাব - সম্প্রসারণ : ছােট এবং নগণ্য ভেবে কোনাে বস্তুকে অবহেলা করা ঠিক নয় । কারণ এসব অতি ক্ষুদ্র জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্ন থাকতে পারে । সেজন্য বস্তুর আকার , আয়তন যাই হােক না কেন তা তাচ্ছিল্য না করে বরং গবেষণাপূর্বক এর বিস্ময়কর সম্ভাবনা খুঁজে বের করা উচিত । এ পৃথিবীতে কোন জিনিসকেই তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয় । বাইরের আকৃতি ও প্রকৃতি দেখে কখনাে কোনাে জিনিসের প্রকৃতি ও সঠিক মূল্য নির্ধারণ করা যায় না । রাস্তার পাশে পড়ে থাকা এক টুকরাে কাগজের মধ্যে হয়তাে এমন উপদেশ থাকতে পারে যার দ্বারা তােমার জীবন স্বর্ণোজ্জ্বল হয়ে উঠতে পারে । সৃষ্টিকর্তা এ দুনিয়াকে বিভিন্ন জিনিসের সমন্বয়ে শােভিত করেছেন । সঠিকভাবে অনুসন্ধান ও অনুধাবন করতে পারলে অনেক তুচ্ছ ও নগণ্য জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্নের সন্ধান পাওয়া যেতে পারে । আমরা কোনাে মানুষের পােশাক - পরিচ্ছদ , বংশমর্যাদা ও শিক্ষা - দীক্ষা দেখে তার মূল্যায়ন করতে চেষ্টা করি । সাধারণ পােশাক পরিহিত গরিব , দীনহীন মানুষকে বা দারিদ্র্যের অনাদরে লালিত সন্তানকে আমরা মূল্য দিতে চাই না । কিন্তু এমনও হতে পারে , ঐ দীনহীন মানুষটির মন মানবতাবােধ ও উদারতায় ভরপুর । এক নিচু বংশের দরিদ্র সন্তানও এ বিশ্বে রেখে যেতে পারে এমন এক অবদান যা বিশ্বমানবতার পরম উপকারে আসবে ; এমন নজির বিরল নয় । পৃথিবীর বহু দরিদ্র ও অবহেলিত সন্তান রাজনীতি , সমাজনীতি , ধর্মনীতি , অর্থনীতি , বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন । এ প্রসঙ্গে'ডাক্তার লুৎফর রহমান বলেন , “ মানুষ যতই ছােট হােক , যতই সে অজ্ঞাত হয়ে থাকুক তার মধ্যে অসীম ক্ষমতা , অনন্ত প্রতিভা ঘুমিয়ে আছে । অনুকূল পরিবেশ পেলে তার ভিতরকার রূপ ও মহিমা অনন্ত শিখায় ফুটে উঠবে । ” হীন ও তুচ্ছ বলে কাউকে অবহেলা করা উচিত নয় । ঝিনুক একটি সাধারণ বস্তু । এমন কোনাে বিশেষ প্রয়ােজনে তা আসে না এবং সেজন্য তা সযত্নে রক্ষিতও হয় না । অথচ মুক্তা জাতীয় অতি মূল্যবান রত্নটি ঐ ঝিনুকের মধ্যেই পাওয়া যায় । বহু অনুসন্ধান করেই বের করতে হয় , এসব বহু মুল্যবান রত্নরাজি । কোনাে বস্তু আকারে ছােট হলেও তাকে তুচ্ছ করতে হবে তা নয় । কারণ অতি নগণ্য এবং ক্ষুদ্র বস্তুর মধ্যেও মূল্যবান রত্নরাজি থেকে যেতে পারে ।
টাগ:যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসার, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ