যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসারণ | যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসারণ | যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসারণ | যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই   পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ

 যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই  
পাইলেও পাইতে পার অমূল্য রতন 

 ভাব - সম্প্রসারণ : ছােট এবং নগণ্য ভেবে কোনাে বস্তুকে অবহেলা করা ঠিক নয় । কারণ এসব অতি ক্ষুদ্র জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্ন থাকতে পারে । সেজন্য বস্তুর আকার , আয়তন যাই হােক না কেন তা তাচ্ছিল্য না করে বরং গবেষণাপূর্বক এর বিস্ময়কর সম্ভাবনা খুঁজে বের করা উচিত । এ পৃথিবীতে কোন জিনিসকেই তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয় । বাইরের আকৃতি ও প্রকৃতি দেখে কখনাে কোনাে জিনিসের প্রকৃতি ও সঠিক মূল্য নির্ধারণ করা যায় না । রাস্তার পাশে পড়ে থাকা এক টুকরাে কাগজের মধ্যে হয়তাে এমন উপদেশ থাকতে পারে যার দ্বারা তােমার জীবন স্বর্ণোজ্জ্বল হয়ে উঠতে পারে । সৃষ্টিকর্তা এ দুনিয়াকে বিভিন্ন জিনিসের সমন্বয়ে শােভিত করেছেন । সঠিকভাবে অনুসন্ধান ও অনুধাবন করতে পারলে অনেক তুচ্ছ ও নগণ্য জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্নের সন্ধান পাওয়া যেতে পারে । আমরা কোনাে মানুষের পােশাক - পরিচ্ছদ , বংশমর্যাদা ও শিক্ষা - দীক্ষা দেখে তার মূল্যায়ন করতে চেষ্টা করি । সাধারণ পােশাক পরিহিত গরিব , দীনহীন মানুষকে বা দারিদ্র্যের অনাদরে লালিত সন্তানকে আমরা মূল্য দিতে চাই না । কিন্তু এমনও হতে পারে , ঐ দীনহীন মানুষটির মন মানবতাবােধ ও উদারতায় ভরপুর । এক নিচু বংশের দরিদ্র সন্তানও এ বিশ্বে রেখে যেতে পারে এমন এক অবদান যা বিশ্বমানবতার পরম উপকারে আসবে ; এমন নজির বিরল নয় । পৃথিবীর বহু দরিদ্র ও অবহেলিত সন্তান রাজনীতি , সমাজনীতি , ধর্মনীতি , অর্থনীতি , বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন । এ প্রসঙ্গে'ডাক্তার লুৎফর রহমান বলেন , “ মানুষ যতই ছােট হােক , যতই সে অজ্ঞাত হয়ে থাকুক তার মধ্যে অসীম ক্ষমতা , অনন্ত প্রতিভা ঘুমিয়ে আছে । অনুকূল পরিবেশ পেলে তার ভিতরকার রূপ ও মহিমা অনন্ত শিখায় ফুটে উঠবে । ” হীন ও তুচ্ছ বলে কাউকে অবহেলা করা উচিত নয় । ঝিনুক একটি সাধারণ বস্তু । এমন কোনাে বিশেষ প্রয়ােজনে তা আসে না এবং সেজন্য তা সযত্নে রক্ষিতও হয় না । অথচ মুক্তা জাতীয় অতি মূল্যবান রত্নটি ঐ ঝিনুকের মধ্যেই পাওয়া যায় । বহু অনুসন্ধান করেই বের করতে হয় , এসব বহু মুল্যবান রত্নরাজি । কোনাে বস্তু আকারে ছােট হলেও তাকে তুচ্ছ করতে হবে তা নয় । কারণ অতি নগণ্য এবং ক্ষুদ্র বস্তুর মধ্যেও মূল্যবান রত্নরাজি থেকে যেতে পারে ।

টাগ:যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ভাবসম্প্রসার, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই   পাইলেও পাইতে পার অমূল্য রতন ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com