স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ | স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ | ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
স্বার্থমগ্ন যে জন বিমুখ   বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ | স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ | ভাবসম্প্রসারণ

স্বার্থমগ্ন যে - জন বিমুখ
 বৃহৎ জগৎ হতে , সে কখনাে শেখেনি বাঁচিতে

 ভাব - সম্প্রসারণ : স্বার্থ যখন পুরােপুরি নিজেকে ঘিরে থাকে তখন আর সমাজ - সভ্যতার বিকাশে তার দান থাকে না । মৃত্যুর সঙ্গে সঙ্গে সবার মন থেকে সে মুছে যায় । মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না । জরা মৃত্যু তাকে ছিনিয়ে নিয়ে যায় । তবু মানুষের নাম অমরত্ব পায় । সে মৃত্যুকে জয় করে এবং এ জয় আসে কর্মের ভেতর দিয়ে । যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে সে কোনােদিন মৃত্যুকে জয় করে অমরতা লাভ করতে পারে না । আত্মসুখ মানুষকে মহান করে না , শান্তি দেয় না । আত্মসুখে ক্লান্তি ও হতাশা এসে হদয়কে পীড়িত করে । জগতের সব মানুষের মঙ্গলচিন্তা , কল্যাণ কামনার মাঝে জীবনের গভীর শান্তি লুকিয়ে আছে । সবার সুখে - দুঃখে বাঁচা , হৃদয়ে হৃদয় দিয়ে বাঁচাই মানবধর্ম । এ পৃথিবীতে মনুষ্যত্ব একান্তই কাম্য । আর মনুষ্যত্ব মহিমা পায় বৃহৎ জগতের সঙ্গে মিতালি পাতিয়ে । জগতের ভালাে - মন্দ , মানুষের শুভ - অশুভ থেকে চোখ ফিরিয়ে শুধু নিজেকে নিয়ে ব্যাপৃত থাকলে মানুষ অমরতা লাভ করতে পারে না । এ বাঁচার কোনাে সার্থকতা নেই । এ বৃহৎ বিশ্বের মানুষের সুখে - দুঃখে , আনন্দ - বেদনায় বাঁচা গৌরব পায় । আত্মস্বার্থে মগ্ন থাকলে সমাজের চোখে , দেশের চোখে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় । মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ প্রাণী । জ্ঞানে , দানের মহিমায় তার এ শ্রেষ্ঠত্ব । আর এ শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য যারা আরও নিঃস্বার্থভাবে সভ্যতার বাতি জ্বালিয়েছেন , তারাই বেঁচে থেকেছেন মানুষের মাঝে ।

Tag :স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ, স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ, ভাবসম্প্রসারণ  

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)