স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ | স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ | ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ | স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ | ভাবসম্প্রসারণ

 
স্বার্থমগ্ন যে জন বিমুখ   বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ | স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ | ভাবসম্প্রসারণ

স্বার্থমগ্ন যে - জন বিমুখ
 বৃহৎ জগৎ হতে , সে কখনাে শেখেনি বাঁচিতে

 ভাব - সম্প্রসারণ : স্বার্থ যখন পুরােপুরি নিজেকে ঘিরে থাকে তখন আর সমাজ - সভ্যতার বিকাশে তার দান থাকে না । মৃত্যুর সঙ্গে সঙ্গে সবার মন থেকে সে মুছে যায় । মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না । জরা মৃত্যু তাকে ছিনিয়ে নিয়ে যায় । তবু মানুষের নাম অমরত্ব পায় । সে মৃত্যুকে জয় করে এবং এ জয় আসে কর্মের ভেতর দিয়ে । যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে সে কোনােদিন মৃত্যুকে জয় করে অমরতা লাভ করতে পারে না । আত্মসুখ মানুষকে মহান করে না , শান্তি দেয় না । আত্মসুখে ক্লান্তি ও হতাশা এসে হদয়কে পীড়িত করে । জগতের সব মানুষের মঙ্গলচিন্তা , কল্যাণ কামনার মাঝে জীবনের গভীর শান্তি লুকিয়ে আছে । সবার সুখে - দুঃখে বাঁচা , হৃদয়ে হৃদয় দিয়ে বাঁচাই মানবধর্ম । এ পৃথিবীতে মনুষ্যত্ব একান্তই কাম্য । আর মনুষ্যত্ব মহিমা পায় বৃহৎ জগতের সঙ্গে মিতালি পাতিয়ে । জগতের ভালাে - মন্দ , মানুষের শুভ - অশুভ থেকে চোখ ফিরিয়ে শুধু নিজেকে নিয়ে ব্যাপৃত থাকলে মানুষ অমরতা লাভ করতে পারে না । এ বাঁচার কোনাে সার্থকতা নেই । এ বৃহৎ বিশ্বের মানুষের সুখে - দুঃখে , আনন্দ - বেদনায় বাঁচা গৌরব পায় । আত্মস্বার্থে মগ্ন থাকলে সমাজের চোখে , দেশের চোখে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় । মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ প্রাণী । জ্ঞানে , দানের মহিমায় তার এ শ্রেষ্ঠত্ব । আর এ শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য যারা আরও নিঃস্বার্থভাবে সভ্যতার বাতি জ্বালিয়েছেন , তারাই বেঁচে থেকেছেন মানুষের মাঝে ।

Tag :স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ জগৎ হতে সে কখনাে শেখেনি বাচিতে ভাবসম্প্রসারণ, স্বার্থমগ্ন যে জন বিমুখ  বৃহৎ, ভাবসম্প্রসারণ  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com