ক্যাপসিড বলতে কি/কী বুঝ | ক্যাপসিড কি/কাকে বলে
ক্যাপসিড বলতে কি/কী বুঝ
উত্তর : নিউক্লিক এসিডকে ঘিরে অবস্থিত প্রােটিন আবরণটির নাম ক্যাপসিড । এ আবরণটি অসংখ্য প্রােটিন অণু দিয়ে গঠিত । ক্যাপসিড আবরণে এক একটি প্রােটিন অণুকে বলা হয় ক্যাপসােমিয়ার । ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয় তবে এরা নিউক্লিক এসিডকে রক্ষা করা ছাড়াও পােষক দেহে সংক্রমণে সাহায্য করে ।
টাগ:ক্যাপসিড বলতে কি/কী বুঝ,ক্যাপসিড কি/কাকে বলে