লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন | কাকে মিথোজীবী বলা হয়
লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন
কেন উত্তর : যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে স্পর পরস্পরকে উপকার করে জীব দুটির এসব সহাবস্থানকে মিথােজীবিতা বলে এবং জীব দুটিকে মিথােজীবী বলে । যেমন— শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত পৃথক এক জাতীয় উদ্ভিদ সৃষ্টি হয়েছে যার নাম লাইকেন । এক্ষেত্রে শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে দেয় অপরদিকে শৈবাল ছত্রাক থেকে পুষ্টি গ্রহণ করে পরস্পর পরস্পরকে উপকার করে । এদের মধ্যে মিথােজীবিতা পরিলক্ষিত হয় ।
টাগ:লাইকেনকে মিথােজীবী বলা হয় কেন, কাকে মিথোজীবী বলা হয়