পামেলা দশা বলতে কী/কি বুঝ | হােন্ডফাস্ট কী/কি ব্যাখ্যা কর | হােন্ডফাস্ট কী/কি

Safwan Alam
0

 
পামেলা দশা বলতে কী/কি বুঝ | হােন্ডফাস্ট কী/কি ব্যাখ্যা কর | হােন্ডফাস্ট কী/কি

পামেলা দশা বলতে কী/কি বুঝ 

উত্তর : অত্যন্ত শুষ্ক পরিবেশে মাতৃকােষের প্রায়োস্ট রবার বিভাজনের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষগুলাে একটি পিচ্ছিল পদার্থের আবরণ দিয়ে আবৃত হয় । ফ্লাজেলাবিহীন অপত্য কোষসমূহ জিলাটিনের আবরণ দ্বারা আবৃত থাকায় এরূপ অবস্থাকে পামেলা দশা বলে।

হােন্ডফাস্ট কী/কি ব্যাখ্যা কর

উত্তর : Ulothrix একটি সূত্রাকার , অশাখান্বিত সবুজ শৈবাল । শৈবালটি বহুকোষী । এর দেহ এক সারি খর্ব ও বেলনাকার কোষ দ্বারা গঠিত । পাদ দেশীয় কোষ ছাড়া অন্যান্য কোষ আড়াআড়িভাবে বিভাজিত হতে পারে এর ফলে শৈবালটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় । Ulothrix শৈবালের | ফিলামেন্টের গােড়ায় অবস্থিত পাদদেশীয় কোষটি লম্বাকৃতির বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু । একে হােন্ডফাষ্ট বা হেপ্টেরন বলে । এটি আবাসস্থল বা অবলম্বনের সাথে দেহকে সংযুক্ত রাখে।

টাগ:পামেলা দশা বলতে কী/কি বুঝ,হােন্ডফাস্ট কী/কি ব্যাখ্যা কর, হােন্ডফাস্ট কী/কি

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)