জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল ভাবসম্প্রসারণ | জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল

Safwan Alam
0

জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল ভাবসম্প্রসারণ | জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল


জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল 

ভাব - সম্প্রসারণ : মানুষ জন্ম নিয়েই বড় হয় না বা অমর হয় না । তার কর্মই তাকে বাঁচিয়ে রাখে , শ্রেষ্ঠত্ব দান করে । জন্মের ওপর মানুষের কোনাে হাত নেই । এটি সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে । মানুষের জন্ম ও মৃত্যু সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয় । মানুষ নিছু বংশে জন্মগ্রহণ করেও তার কাজের মাধ্যমে নিজেকে অমর করে রাখতে পারেন । নিচু বংশে জন্মালেই নিচু হতে হবে এমন কোনাে কথা নেই । মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় তার কর্মের মাধ্যমে । বংশের পরিচয়ে মানুষের যথার্থ মূল্যায়ন হয় না । বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেকসপিয়র ছােট ঘরের সন্তান ছিলেন । বেন জনসন নিচু শ্রেণির লােক হতে উদ্ভূত । বিশ্বখ্যাত ফুটবল প্লেয়ার ম্যারাডােনা সাধারণ এক দিনমজুরের ছেলে । কিটসকে ওষুধ বেঁচে জীবিকা নির্বাহ করতে হতাে । প্লেটো খুব বড় ঘরের সন্তান ছিলেন না । দার্শনিক ক্লিয়নথাসের পিতা ছিলেন বাগানের মালি । ইউরােপিডিসের পিতা ছিলেন বাগানের মালি । ওসামা বিন জায়েদ ক্রীতদাসের পূত্র হয়েও আপনার চরিত্রগুলে মক্কা বিজয়ের সময় সেনাপতির আসনে অধিষ্ঠিত ছিলেন । কবি ভার্জিলের পিতা ছিলেন ক্ষৌরকার । অথচ তারা সবাই নিজ কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন । তাই জন্মের দ্বারা মানুষের বিচার যুক্তিসম্মত নয় , কর্মের দ্বারা যুক্তিসম্মত । মানুষ মহৎ কর্মের মাধ্যমেই পৃথিবীতে অমর হয়ে থাকেন । তাই প্রতিটি মানুষের উচিত সভ্যতার উন্নয়নে নিজেকে যােগ্য করে তােলা । 

টাগঃ জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল ভাবসম্প্রসারণ, জন্ম হউক যথা তথা কর্ম হউক ভাল 


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)