শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন | ফ্রুটবডি বলতে কী/কি বুঝ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন | ফ্রুটবডি বলতে কী/কি বুঝ

শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন | ফ্রুটবডি বলতে কী/কি বুঝ

 শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন 


উত্তর : যেসব উদ্ভিদের দেহ মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত নয় সেসব উদ্ভিদকে থ্যালয়েড বলে । শৈবাল সমাগদেহী অর্থাৎ এদের দেহ মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত নয় । এ জন্য শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় । 

ফ্রুটবডি বলতে কী/কি বুঝ


উত্তর : ছত্রাকের যে অংশটি বায়ব ও দৃশ্যমান যা সব সময় মাটির উপরে থাকে । যাতে প্রচুর পরিমাণে খাদ্য সংগৃহীত হলে এবং উপযুক্ত আর্দ্রতা ও উষ্ণতা পেলে মাইসেলিয়াম থেকে প্রথমে একটি বােতামের মতাে অঙ্গ গঠিত হয় যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং ব্যাঙের ছাতায় পরিণত হয় তাকে ফ্রুটবডি বলে ।

টাগ:শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন, ফ্রুটবডি বলতে কী/কি বুঝ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url