মানব মস্তিষ্কের ক্ষমতা | মানব মস্তিষ্ক
মানব মস্তিষ্কের ক্ষমতা
আমাদের মস্তিষ্কের মেমােরি কার্ডে ৩৪২ বছর একটানা মেমােরি সংরক্ষণ করলে এর স্পেস শেষ হবে না , আমাদের মস্তিষ্কে ১০০ কোটি নিউরন রয়েছে প্রতিটি নিউরন একে অন্যর সাথে সংযােগ গড়ে তুলেছে প্রতিনিয়ত যার ফলে এর গানিতিক সংখ্যা দাড়ায় প্রায় এক ট্রিলিয়নের বেশী । এখানে ১০ লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা রয়েছে । আমাদের ব্রেইন যদি সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডের মতাে মেমােরি ধারন করে তাহলে সে মেমােরি যদি কোন টিভিতে অবিরাম সম্প্রচার করা হয় তাহলে তিন শতাধিক বছর সময় লাগবে
টাগ: মানব মস্তিষ্কের ক্ষমতা,মানব মস্তিষ্ক