নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে | নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

For any Business Enquiry Contact Us


[ সবার আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ বই নোট সাজেশন ও অন্যান্য সেবা পেতে ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেইজ ও গ্রুপে ]

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে | নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ

 
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস  ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস  নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে  কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে | নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস 
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস 
নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে 
কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে 

 ভাব - সম্প্রসারণ : মানুষের সহজাত প্রবৃত্তি এই যে , সে কখনাে নিজেকে তৃপ্ত ভাবতে পারে না । অন্তহীন সুখের মাঝেও সে অপরের সুখে ঈর্ষাবােধ । করে । এই জগৎ - সংসারে নিজের অবস্থানে কেউ সুখী নয় । মানবজীবনে অসন্তোষ অতি প্রবল । কম - বেশি অতৃপ্তি , অসন্তোষ প্রতিটি মানুষেরই নিত্যসঙ্গী । যে যত সুখে স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন সে মনে করে তার চেয়ে সুখী অন্য ব্যক্তি । সে তখন তার কল্পনার ব্যক্তির মতাে সুখ খোঁজে । মানবসমাজের এই ধারণাকে উপযুক্ত রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে । মানুষ যত পায় তত চায়— এটাই মানুষের স্বভাব । তাই এখানে বলা হয়েছে নদীর এক তীর ভাবে , অপর তীরে সমস্ত সুখ সমৃদ্ধি বাসা বেঁধেছে , আবার অপর তীরের ধারণাও অনুরূপ , যা আদৌ ঠিক নয় । কারণ তাদের কারও ধারণারই বাস্তব ভিত্তি নেই । নিজের মনগড়া লােভ , কামনার এখানে প্রতিফলন ঘটেছে । নদীর দুপারই পরস্পর থেকে বিচ্ছিন্ন । কেউ কারও প্রকৃত পরিচয় জানে না । পরস্পরকে দূর থেকে দেখে প্রত্যেকেই মনে করে সমস্ত সুখ - শান্তি তার বিপরীতে । প্রত্যেক মানুষও পরস্পর থেকে বিচ্ছিন্ন । আমরা কেউ অন্যের সম্পূর্ণ প্রকৃত পরিচয় জানি না , জানার চেষ্টাও করি না । শুধু নিজের মনগড়া কল্পনার ওপর নির্ভর করে একজন অন্যজনকে সুখী মনে করি । প্রতিটি মানুষের চাওয়া - পাওয়ায় শেষ নেই । তাই যে যার নিজের অবস্থানে সার্বক্ষণিক অসন্তুষ্ট । কিন্তু অন্যের প্রকৃত পরিচয় যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখা যায় যাকে আমরা সুখী মনে করি , দূরে বসে সেও সুখী নয় । অনুরূপভাবে সেও ভাবছে অপরজনকে । আসলে মানুষ কী চায় তা সে নিজেও জানে না । কিন্তু যা পায় তাতে সে সুখী হতে পারে না । তাইতাে কবি বলেছেন “ যাহা চাই তাহা ভুল করে চাই , যাহা পাই তাহা চাই না । তাই প্রাপ্ত বস্তুতে তার তৃপ্তি নেই । না পাওয়া বিষয়ের প্রতি তার চিত্ত সব সময় ধাবিত হয় । এটাই মানুষের ধর্ম । " It appears the grass is always greener on the other side . " অর্থাৎ , মানুষের সহজাত ধর্মই হচ্ছে অতৃপ্ত মনের বাসনা পূরণার্থে তৃপ্তি খুঁজে ফেরা , যা আছে তারও অধিক সুখের সন্ধান করা ।

টাগঃ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস  ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস  নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে  কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে,নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url