নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে | নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস  ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস  নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে  কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে | নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস 
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস 
নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে 
কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে 

 ভাব - সম্প্রসারণ : মানুষের সহজাত প্রবৃত্তি এই যে , সে কখনাে নিজেকে তৃপ্ত ভাবতে পারে না । অন্তহীন সুখের মাঝেও সে অপরের সুখে ঈর্ষাবােধ । করে । এই জগৎ - সংসারে নিজের অবস্থানে কেউ সুখী নয় । মানবজীবনে অসন্তোষ অতি প্রবল । কম - বেশি অতৃপ্তি , অসন্তোষ প্রতিটি মানুষেরই নিত্যসঙ্গী । যে যত সুখে স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন সে মনে করে তার চেয়ে সুখী অন্য ব্যক্তি । সে তখন তার কল্পনার ব্যক্তির মতাে সুখ খোঁজে । মানবসমাজের এই ধারণাকে উপযুক্ত রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে । মানুষ যত পায় তত চায়— এটাই মানুষের স্বভাব । তাই এখানে বলা হয়েছে নদীর এক তীর ভাবে , অপর তীরে সমস্ত সুখ সমৃদ্ধি বাসা বেঁধেছে , আবার অপর তীরের ধারণাও অনুরূপ , যা আদৌ ঠিক নয় । কারণ তাদের কারও ধারণারই বাস্তব ভিত্তি নেই । নিজের মনগড়া লােভ , কামনার এখানে প্রতিফলন ঘটেছে । নদীর দুপারই পরস্পর থেকে বিচ্ছিন্ন । কেউ কারও প্রকৃত পরিচয় জানে না । পরস্পরকে দূর থেকে দেখে প্রত্যেকেই মনে করে সমস্ত সুখ - শান্তি তার বিপরীতে । প্রত্যেক মানুষও পরস্পর থেকে বিচ্ছিন্ন । আমরা কেউ অন্যের সম্পূর্ণ প্রকৃত পরিচয় জানি না , জানার চেষ্টাও করি না । শুধু নিজের মনগড়া কল্পনার ওপর নির্ভর করে একজন অন্যজনকে সুখী মনে করি । প্রতিটি মানুষের চাওয়া - পাওয়ায় শেষ নেই । তাই যে যার নিজের অবস্থানে সার্বক্ষণিক অসন্তুষ্ট । কিন্তু অন্যের প্রকৃত পরিচয় যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখা যায় যাকে আমরা সুখী মনে করি , দূরে বসে সেও সুখী নয় । অনুরূপভাবে সেও ভাবছে অপরজনকে । আসলে মানুষ কী চায় তা সে নিজেও জানে না । কিন্তু যা পায় তাতে সে সুখী হতে পারে না । তাইতাে কবি বলেছেন “ যাহা চাই তাহা ভুল করে চাই , যাহা পাই তাহা চাই না । তাই প্রাপ্ত বস্তুতে তার তৃপ্তি নেই । না পাওয়া বিষয়ের প্রতি তার চিত্ত সব সময় ধাবিত হয় । এটাই মানুষের ধর্ম । " It appears the grass is always greener on the other side . " অর্থাৎ , মানুষের সহজাত ধর্মই হচ্ছে অতৃপ্ত মনের বাসনা পূরণার্থে তৃপ্তি খুঁজে ফেরা , যা আছে তারও অধিক সুখের সন্ধান করা ।

টাগঃ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস  ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস  নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে  কহে যাহা কিছু সুখ আছে সকলি ওপারে,নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)