ম্যালেরিয়ায় আক্রান্ত হলে মানুষের জ্বর/জর আসে কেন | মশার কামড়ে জর কিভাবে হয়

Safwan Alam
0

 
ম্যালেরিয়ায় আক্রান্ত হলে মানুষের জ্বর/জর আসে কেন | মশার কামড়ে জর কিভাবে হয়

ম্যালেরিয়ায় আক্রান্ত হলে মানুষের জ্বর আসে কেন 

উত্তর : ম্যালেরিয়ায় আক্রান্ত রােগীর দেহের লােহিত রক্ত কণিকার প্রাচীর ভেঙে মেরােজয়েটগুলাে রক্ত রসে প্রবেশ করে । তখন রক্তের শ্বেত কণিকা অতিরিক্ত পাইরােজেন ক্ষরণ করে । পাইরােজেনের প্রভাবে মস্তিষ্কের তাপসংবেদী কেন্দ্রগুলাে উদ্দীপিত হয় । তখন প্রােস্টাগ্লান্ডিন , মনােঅ্যামাইন প্রভৃতি রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে । ফলে ভেসােমােটর স্নায়ুতন্তু উত্তেজিত হয় । এ উত্তেজনা দেহের প্রান্তীয় অঞ্চলের রক্তনালিগুলােকে সংকুচিত করে । ফলে দেহ থেকে অতিরিক্ত তাপ বের হতে পারে না । এতে করে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় , অর্থাৎ জ্বর হয় । তাই বলা যায় , মেরােজয়েট রক্ত রসে মুক্ত হওয়ার কারণেই জ্বর হয় ।

টাগ:ম্যালেরিয়ায় আক্রান্ত হলে মানুষের জ্বর/জর আসে কেন, মশার কামড়ে জর কিভাবে হয়

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)