রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে | মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে | হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে

Safwan Alam
0

 
রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে | মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে | হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

 ভাব - সম্প্রসারণ : কথায় আছে , “ জীবন একটা দুঃখ - সুখের গান ” – বাস্তবতা তাই । জীবনের পরতে পরতে হাসি - আনন্দ , দুঃখ - কৃষ্ট মিলেমিশে থাকে । দুঃখ - কষ্টের নির্মম কশাঘাতে জীবন হয়ে ওঠে শুচিশুভ্র । রাতের শেষে যেমন সকালের সােনা রােদ , মেঘের আড়ালে যেমন সূর্য ; দুঃখ অবসানে তেমন সুখ বিরাজমান । ইংরেজিতে একটি কথা আছে , " Adversity often leads to prosperity " অর্থাৎ “ দুঃখের পরিণতি সুখে । ” মানবজীবন দুঃখ - সুখের জীবন । হাসি - কান্না , আনন্দ - বেদনা , সুখ - দুঃখ সবই জীবনের অনুষঙ্গ ; একটি গাথা কাব্য । একটি ছাড়া অন্যটি অর্থহীন । জীবনের পথে চলতে হলে বাধা আসবে , আসবে কণ্টকাকীর্ণ পথ , কিন্তু তা দেখে ঘাবড়ে গেলে চলবে না । এগিয়ে যেতে হবে সম্মুখ পানে । মানবজীবনে নিরবচ্ছিন্ন সুখ কিংবা অহর্নিশ কষ্ট চলতে থাকলে জীবন অর্থহীন হয়ে যেত । দিন শেষে যেমন আঁধারে ঢেকে যায় পৃথিবী আবার সে আঁধার কাটতে থাকে মুহূর্তে মুহূর্তে উদিত হয় সূর্য । নদীতে জোয়ার আসে দুকূল ছাপিয়ে ; জোয়ারে শেষ হতে ভাটা শুরু হতে থাকে । আকাশে মেঘ জমে তার আড়াল থেকে ‘ সূর্যি মামা ’ হাসতে থাকে । জীবনও এমনি এক খেলা । যেখানে সুখের পরে দুঃখ কিংবা কষ্টের পরে সুখের অবারিত হাতছানি । সুখ - দুঃখ পর্যায়ক্রমে আসে । দুঃখের কালছােবল ফণা তুলে আঘাত করে , তার বিষবাষ্পে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে কিন্তু মানুষকে ভুলে গেলে চলবে না যে দুঃখেরও শেষ আছে । ধৈর্য দিয়ে সহ্য করলে দুঃখের শেষ সুনিশ্চিত । দুঃখ - কষ্টের তীব্রতা মানুষকে নিরাশ করে তােলে । কষ্টের সাগরে মানুষকে ভুলে গেলে চলবে না যে , দুঃখ যত তীব্র হােক না কেন তার পরেই সুখ । প্রতি মুহূর্ত যেমন রাতের গভীরতাকে আরও গভীর করে তেমনি করে রাতের আয়ু এক এক মুহূর্ত করে কমতে থাকে । সহজ কথায় , রাতের গভীরতা যতই বাড়ে প্রভাত ততই নিকটবর্তী হয় । মেঘের আড়ালে যেমন সূর্য হাসে তেমনি মানবজীবনের দুঃখ - কষ্ট । দুঃখ - কষ্টের আড়ালেই অপেক্ষা করে দিগন্তজোড়া ভােরের সূর্য - সুখ । সুখের পায়রা উড়তে চায় নীল আকাশে । একটু ধৈর্য ধরে , বুকে সাহস সঞর করে আপন কর্ম করে গেলেই কাক্ষিত লক্ষ অর্জন করা সম্ভব । দুঃখের দিনে ধৈর্যহারা হলে চলবে না । আশায় বুক বাঁধতে হবে , অপেক্ষা করতে হবে সুখের সােনালি দিনের । দুঃখের অমানিশার সমাপ্তি একদিন ঘটবেই । অতএব , আমাদের উচিত বিপদে ধৈর্যহারা না হয়ে কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অপেক্ষা করা । উত্থান - পতনের আবর্তে মানবজীবন গতিশীল । সুখ - দুঃখ এখানে অঙ্গাঙ্গীভাবে জড়িত । জীবনে দুঃখ - কষ্ট আসতেই পারে । তখন হতাশ না হয়ে ধৈর্যসহকারে অপেক্ষা করলে আবার সােনালি দিনের দেখা পাওয়া যাবে ।

টাগ: রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)