স্বীকার্য, সীমাবদ্ধ ভেক্টর, কার্ল কি/কী |বিপ্রতীপ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

স্বীকার্য, সীমাবদ্ধ ভেক্টর, কার্ল কি/কী |বিপ্রতীপ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে

স্বীকার্য, সীমাবদ্ধ ভেক্টর,  কার্ল কি/কী |বিপ্রতীপ ভেক্টর,  সীমাবদ্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে

Physics Chapter 3 এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

স্বীকার্য কী/কী

উত্তরঃ স্বীকার্য হলো একটি প্রস্তাবনা যার প্রমাণের প্রয়োজন হয়না,নিজে থেকে প্রতিষ্ঠিত অথবা সত্য বলে স্বীকার করার কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এটি অন্য একটি প্রস্তাবনা প্রমাণের জন্য ব্যবহৃত হয়।

বিপ্রতীপ ভেক্টর কাকে বলে

উত্তরঃ দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে।

সীমাবদ্ধ ভেক্টর কি/কী

উত্তরঃ যে ভেক্টরের পাদবিন্দু নির্ধারিত থাকে তাই সীমাবদ্ধ ভেক্টর।

আয়ত একক ভেক্টর কাকে বলে

ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষের দিকে ব্যবহৃত একক ভেক্টর গুলোকে আয়ত একক ভেক্টর বলে।

আপেক্ষিক বেগ কাকে বলে

উত্তরঃদুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অন্যটির অবস্থানের পরিবর্তনের হারকে আপেক্ষিক বেগ বলে।

কার্ল কী/কি

উত্তরঃ ভেক্টর ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দুর চারদিকে এর লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ক্ষেত্রফলে সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের কার্ল প্রকাশ করে।

অনুকল্প কী/কি

কোন পর্যবেক্ষণ ,ঘটনা বা বৈজ্ঞানিক সমস্যার জন্য একটি সম্ভাব্য ব্যাখা যা আরও অনুসন্ধান এর মাধ্যমে যাচাই করা যায় তাই অনুকল্প।

টাগঃ স্বীকার্য, সীমাবদ্ধ ভেক্টর,  কার্ল কি, বিপ্রতীপ ভেক্টর,  সীমাবদ্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com