ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ | ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ |ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ

 ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে 

 ভাব - সম্প্রসারণ : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । কবি ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন , " Child is the father of the nation . " আজ যারা জগৎ সংসারে পিতৃত্ব গৌরবে গৌরবান্বিত , তারা সবাই অতীতে শিশু ছিল । শিশুই হচ্ছে পরিবারের তথা দেশ ও জাতির ভবিষ্যৎ । ছােট শিশুই একদিন বা হয়ে শ্রেষ্ঠ কবি , সাহিত্যিক , বৈজ্ঞানিক , দার্শনিক ও নেতা হতে পারে অথবা একজন শ্রেষ্ঠ বীর বা ব্যবসায়ীও হতে পারে । আবার পরিণামে একজন হীনচরিত্রের লােকও হয়ে উঠতে পারে । বৃক্ষ থেকে যেমন ফলের উৎপত্তি হয়ে আবার ফুল থেকে বৃক্ষ জন্মে , তেমনি মানব সংসারে এরকমভাবে সৃষ্টিচক্র আবর্তিত হচ্ছে । নবজাত শিশু মানুষের চিরন্তন আশা - আকাঙ্ক্ষা ও প্রবৃত্তি নিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় । প্রত্যেক শিশুর অন্তরে তার ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা সংগােপনে লুকিয়ে থাকে । বড় হলে শিশু কী রকম হবে , কী চরিত্রের হবে , তা তার শৈশবের কার্যকলাপ ও আচার - আচরণে কিছুটা হলেও ধরা পড়ে । আমাদের প্রিয়নবি হজরত মুহম্মদ ( স ) -এর , বাল্যজীবনেই তার ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা বা পরিচয় প্রকাশ পেয়েছিল । শিশুদের সুন্দরভাবে গড়ে তােলার জন্য আদর্শ পিতা প্রয়ােজন । একজন আদর্শবান পিতাই আগামী দিনের পিতাকে আদর্শবান করে গড়ে তুলতে সক্ষম । শিশুর পিতা যদি চরিত্রবান , সত্যবাদী , বিনয়ী , সংযমী ও মিতব্যয়ী হন তাহলে শিশুও সেগুলাে অনুসরণ করবে এবং তার চরিত্রও হয়ে উঠবে কলুষমুক্ত । শিশুর শিক্ষা , স্বাস্থ্য , চরিত্র গঠন এ সবকিছুর প্রতি পিতার সতর্ক দৃষ্টি রাখতে হবে । এ গুণগুলােই আজকের শিশুকে আগামী দিনের আদর্শ পিতায় পরিণত করবে । অতএব বলা যায় যে , শিশু হচ্ছে পিতার ক্ষুদ্র সংস্করণ , যে একদিন এ পৃথিবীতে পিতার স্থান গ্রহণ করে স্বীয় পুত্রের সুন্দর ও সুখময় ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট হবে । একমাত্র চরিত্রবান পিতাই চরিত্রবান শিশু গড়ে তুলে আগামী দিনের জগতের মঙ্গল ও কল্যাণ সাধন করতে সক্ষম । দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য হওয়া পিতার যথাযথ সতর্ক দৃষ্টির ওপরই নির্ভর করে । কাজেই আজকের শিশুর মাঝে আগামী দিনের পিতা লুকিয়ে আছে । শিশুই ভবিষ্যৎ মানব । শিশুই একদিন বড় হয়ে দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে আপন দায়িত্ব কর্তব্য পালন করবে । সেজন্য বলা হয় , ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ।

টাগঃ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ