ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ | ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ | ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ |ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ

 ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে 

 ভাব - সম্প্রসারণ : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । কবি ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন , " Child is the father of the nation . " আজ যারা জগৎ সংসারে পিতৃত্ব গৌরবে গৌরবান্বিত , তারা সবাই অতীতে শিশু ছিল । শিশুই হচ্ছে পরিবারের তথা দেশ ও জাতির ভবিষ্যৎ । ছােট শিশুই একদিন বা হয়ে শ্রেষ্ঠ কবি , সাহিত্যিক , বৈজ্ঞানিক , দার্শনিক ও নেতা হতে পারে অথবা একজন শ্রেষ্ঠ বীর বা ব্যবসায়ীও হতে পারে । আবার পরিণামে একজন হীনচরিত্রের লােকও হয়ে উঠতে পারে । বৃক্ষ থেকে যেমন ফলের উৎপত্তি হয়ে আবার ফুল থেকে বৃক্ষ জন্মে , তেমনি মানব সংসারে এরকমভাবে সৃষ্টিচক্র আবর্তিত হচ্ছে । নবজাত শিশু মানুষের চিরন্তন আশা - আকাঙ্ক্ষা ও প্রবৃত্তি নিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় । প্রত্যেক শিশুর অন্তরে তার ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা সংগােপনে লুকিয়ে থাকে । বড় হলে শিশু কী রকম হবে , কী চরিত্রের হবে , তা তার শৈশবের কার্যকলাপ ও আচার - আচরণে কিছুটা হলেও ধরা পড়ে । আমাদের প্রিয়নবি হজরত মুহম্মদ ( স ) -এর , বাল্যজীবনেই তার ভবিষ্যৎ জীবনের সম্ভাবনা বা পরিচয় প্রকাশ পেয়েছিল । শিশুদের সুন্দরভাবে গড়ে তােলার জন্য আদর্শ পিতা প্রয়ােজন । একজন আদর্শবান পিতাই আগামী দিনের পিতাকে আদর্শবান করে গড়ে তুলতে সক্ষম । শিশুর পিতা যদি চরিত্রবান , সত্যবাদী , বিনয়ী , সংযমী ও মিতব্যয়ী হন তাহলে শিশুও সেগুলাে অনুসরণ করবে এবং তার চরিত্রও হয়ে উঠবে কলুষমুক্ত । শিশুর শিক্ষা , স্বাস্থ্য , চরিত্র গঠন এ সবকিছুর প্রতি পিতার সতর্ক দৃষ্টি রাখতে হবে । এ গুণগুলােই আজকের শিশুকে আগামী দিনের আদর্শ পিতায় পরিণত করবে । অতএব বলা যায় যে , শিশু হচ্ছে পিতার ক্ষুদ্র সংস্করণ , যে একদিন এ পৃথিবীতে পিতার স্থান গ্রহণ করে স্বীয় পুত্রের সুন্দর ও সুখময় ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট হবে । একমাত্র চরিত্রবান পিতাই চরিত্রবান শিশু গড়ে তুলে আগামী দিনের জগতের মঙ্গল ও কল্যাণ সাধন করতে সক্ষম । দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য হওয়া পিতার যথাযথ সতর্ক দৃষ্টির ওপরই নির্ভর করে । কাজেই আজকের শিশুর মাঝে আগামী দিনের পিতা লুকিয়ে আছে । শিশুই ভবিষ্যৎ মানব । শিশুই একদিন বড় হয়ে দেশ ও জাতির বিভিন্ন ক্ষেত্রে আপন দায়িত্ব কর্তব্য পালন করবে । সেজন্য বলা হয় , ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ।

টাগঃ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ভাবসম্প্রসারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com