ঘাতবল, মুক্তিবেগ, স্থিতিস্থাপক সংঘর্ষ | ভেক্টর বিশ্লেষণ, সমান ভেক্টর কি/কী

Safwan Alam
0


ঘাতবল, মুক্তিবেগ, স্থিতিস্থাপক সংঘর্ষ|ভেক্টর বিশ্লেষণ, সমান ভেক্টর কি

ঘাতবল কাকে বলে

উত্তরঃ খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোন বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাতবল বলে।

মুক্তিবেগ কাকে বলে

উত্তরঃ সর্বাপেক্ষা কম যে বেগে কোন বস্তু নিক্ষেপ করা হলে তা আর পৃথিবীতে ফিরে আসে না সে বেগকে মুক্তিবেগ বলে।

স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে

উত্তরঃ দুটি বস্তুর মধ্যে কোন সংঘর্ষের পূর্ব-মুহূর্তের গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টির সমান হলে এবং বস্তুদ্বয় সংঘর্ষের পর আলাদা থাকলে সে ধরনের সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

ভেক্টর বিশ্লেষণ কি/কী

উত্তরঃ একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর বিশ্লেষণ বলে।

উপাংশ কি

উত্তরঃ একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভক্ত করা হয়,যাদের লদ্ধি হবে মূল ভেক্টর তবে বিভাজিত অংশগুলো হবে মূল ভেক্টরের উপাংশ।

সমান ভেক্টর কি/কী

উত্তরঃ সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান ও দিক একই হলে তারা পরস্পর সমান ভেক্টর।

টাগঃ ঘাতবল, মুক্তিবেগ, স্থিতিস্থাপক সংঘর্ষ|ভেক্টর বিশ্লেষণ, সমান ভেক্টর কি

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)