উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে ভাবসম্প্রসারণ | উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে ভাবসম্প্রসারণ

Safwan Alam
0

 
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে    তিনিই মধ্যম যিনি চলেন তফাতে ভাবসম্প্রসারণ | উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে ভাবসম্প্রসারণ

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে 
 তিনিই মধ্যম যিনি চলেন তফাতে

 ভাব - সম্প্রসারণ : উত্তম চরিত্রের অধিকারীর মনােবল এত দৃঢ় যে সে অধমের সাথে চলতে ভয় পায় না । কিন্তু যার মনােবল ক্ষীণ সে ছিটকে পড়ার ভয়ে অধমের কাছ থেকে দূরে থাকে । উত্তম আর অধমের মধ্যে যে পার্থক্য রয়েছে , মধ্যমের সাথে সে পার্থক্য অনেক কম । কেননা , উত্তম ও অধমের মধ্যস্থলেই মধ্যমের স্থান । পথচলা ও জীবনাচরণের ক্ষেত্রেও উত্তম , মধ্যম ও অধমের মধ্যে ভিন্নতা রয়েছে । এদের মানসিকতাও ভিন্ন । যে উত্তম বা শ্রেষ্ঠ , অধমের সঙ্গে পথ চলতে তার কোনাে বাধা নেই । কারণ , তার কোনাে সংশয় নেই এবং হীনমন্যতা নেই । সে নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত । তার ভেতর যেমন স্পষ্ট , বাইরেও তেমনি স্পষ্ট । অধমের সাথে পথ চলতে উত্তমের মনে কোনাে সংশয় থাকে না কারণ , অধমের সাথে তার পার্থক্য ও দূরত্ব খুবই স্পষ্ট । তার পদস্থলনের সম্ভাবনাও সেখানে থাকে না । কিন্তু সমস্যা হলে মধ্যমের । কারণ , সে যেমন উত্তমের নিকটবর্তী , তেমনি নিকটবর্তী অধমের । সে উত্তম হতে চায় , কিন্তু উত্তম হওয়ার সাধ্য তার নেই । আবার অধম হতে সে মােটেও চায় না । আসলে এই মধ্যম শ্রেণির মানুষের দোদুল্যমানতা ও হীনতাবোেধ বেশি । কারণ , এরা ইচ্ছে করলেই উত্তম হতে পারে না ; কিন্তু পদস্থলন হলেই সে অধমের দলে ভিড়ে যাবে । যে কারণে মধ্যম স্তরের মানুষ নিজেকে আলাদা করে রাখে । মধ্যমের সুবিধাবাদও বেশি । সামাজিক স্তরে এদের সংকট ও সমস্যাও অনেক । এদের হারানাের ভয় থাকে , উত্তম বা অধমের সে ভয় নেই । আমাদের সমাজে বর্তমানে উত্তম চরিত্রের অধিকারীর সংখ্যা অতি নগণ্য । তাই অধমের সংখ্যাই বেড়ে চলেছে । কারণ উত্তমের দোয়া পায় না বলে অধমের উত্তরণ ঘটে না ; বরং যারা মধ্যম তারাই ছিটকে পড়ে অধমের দলে ।

টাগ:উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে    তিনিই মধ্যম যিনি চলেন তফাতে ভাবসম্প্রসারণ,উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে ভাবসম্প্রসারণ 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)