বন্ধুত্ব নিয়ে ছন্দ কবিতা উক্তি স্ট্যাটাস ক্যাপশন
বন্ধুত্ব কি
বন্ধুত্ব মানে কি
বন্ধু জীবনে অক্সিজেনের মতো। যে কথা কাউকে বলা যায় না, সেই গোপন কথার ঝাঁপি নিশ্চিন্তে খুলে দেয়া যায় বন্ধুর সামনে। বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমীর একমাত্র সঙ্গী। বন্ধু মানে বাঁধ ভাঙা উচ্ছাস আর ছেলেমানুষী হুল্লোড়। সব ধরণের মানবিকতা বোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবনের চলার পথে অন্যতম সম্পদ। আবার সামান্য ভুল বোঝাবুঝি থেকে সহসাই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে দেখা যায়! যে ব্যাপারটা সামান্য আলোচনার মাধ্যমেই মিটে যেতো, তাকে বছরের পর বছর মনের মধ্যে পুষে রেখে বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্তও নিতান্ত স্বল্প নয়। বন্ধুত্বে বিশ্বাস রাখুন। তৃতীয় কোন পক্ষের বক্তব্যের জের ধরে সম্পর্কে ফাটল ধরাবেন না। বন্ধুর কোন কিছু অপছন্দ হলে অন্যের কাছে সমালোচনা না করে সরাসরি বলুন। শুনতে তিক্ত হলেও ফলাফল মধুর হবে। বন্ধুত্বে সৎ থাকুন। মিথ্যা তথ্য কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়বেন না। আপনি যা সেটাই প্রকাশ করুন। অযথা কৃত্রিমতা বর্জন করে নিজের ব্যাক্তিত্বকে প্রদর্শন করুন। মনের মতো বন্ধু পেতে সততার কোন বিকল্প নেই। সততা প্রিজারভেটিভ ছাড়াই সম্পর্কের বৃক্ষকে সতেজ রাখে।
‘বন্ধু’ শব্দটি যতই ছোট হোক, এর গভীরতা আর ব্যাপ্তি অনেক বেশি। বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না একে সংজ্ঞায়িত করা যায় না । এরিস্টটলের মতো করে বলতে হয় বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।
বন্ধুত্ব নিয়ে ছন্দ
দেখতে দেখতে সময় অনেক চলে গেছে।
তোর আর আমার বন্ধুত্ব
দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছে।
কখন এতটা পথ একসাথে
হাঁটা হয়ে গেল টের-ই পাইনি।
আজ তোর জন্মদিনে তোকে নিয়ে হঠাৎ করে লিখে ফেললাম----
আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না
কিন্তু আমি জানি তুই আমার বন্ধু।
আমার সবথেকে ভাল বন্ধু।
বন্ধু, ইচ্ছে ছিলো তোকে নিয়ে
অনেক কিছু লেখার।
সাথে নিয়ে তোকে
পৃথিবীটাকে দেখার।
তোকে নিয়ে ডায়েরি লেখাটা-
আমার নিত্য নতুন অভ্যাস হয়ে আসছে,
এই লেখা শেষ হবার নয়।
-------------------------
ভাল গল্প লিখতে পারিনা ,
ছন্দ দিয়ে কবিতা লিখতে পারিনা ,
সুর দিয়ে গান গাইতে পারিনা .
সাহিত্য দিয়ে কথা বলতে পারিনা ,
আবার ভাল ভাবে কাউকে
শুভেচ্ছা জানাতে পারিনা ,
তার পরও এই বেছন্দে বে সুরে ভাবে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
কতখানি পথ একসাথে হেঁটেছি?
আর কতখানি বাকি?
জানিস নাকি?
ভেবেছিস কখনো?
বৃথা মনে হচ্ছে এ
সব ভাবাভাবি...
তবে , কি দরকার
মিছে ভেবে?
শুরু যখন হয়েছে
পথ চলা
দেখা যাক নীলিমা
ছুঁতে পারি কিনা!
না পারি তবু রংধনু
আঁকি পথে।
সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য
বন্ধুত্ব নিয়ে বিখ্যাতদের কিছু উক্তিঃ
কাউকে সারাজীবন কাছে পেতে চাও?
তাহলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে অাগলে রাখো।
কারণ প্রেম একদিন হারিয়ে যাবে
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।
................উইলিয়াম শেক্সপিয়র।
গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল,
বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ
.....….......... রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো বন্ধুত্ব।
......................এমারসন।
দু'টি দেহে একটি অাত্মার অবস্থানই হলো বন্ধুত্ব।
...................এরিস্টটল।
অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা
অালোতে একা হাঁটার চেয়েও ভালো।
..................হেলেন কেলার।
বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা
সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারে।
..................উইড্রো উইলসন।
তোর কিছু গুন আছে যার জন্য তুই সেরা।
তোর সাথে পরিচয় না হলে বন্ধুত্ব টা কি সেটা কখন বুঝতে পারতাম বলে মনে হয় না।
ফোন দিছিলাম তোকে পেলাম না
তাই বলে কি উইশ করবো না
তা তো হয় না।
রবিঠাকুর কয়েকটা লাইন মনে পড়ে গেলো--
"জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।
আমাদের বন্ধুত্ব সবকিছুকে ছাড়িয়ে যাবে,
এবং শেষ পর্যন্ত তা আমৃত্যু ঠিকে থাকবে।
বন্ধুত্ব নিয়ে কবিতা
বন্ধুত্বের ইতিউতি
জাহানারা বুলা।
বন্ধুত্ব গভীর কি করে হয়?
কাছে গেলাম, চেপে ধরলে,
চেটেপুটে খেয়ে নিলে?
এমন বন্ধু হতে পারবো আমি?
তাই বলে ভালোবাসার অনুরণন অনুভবে আনবো না?
জানতে চাইবো না - কেমন আছো?
জানাবো না- যতটুকু ভালো আছি, নিরুপায় হয়েই?
তুমি যে খুব ভালো থাকো, বোঝা যায় -
এই যেমন, মোটেও উন্মুখ নও কথা বলতে,
তোমাকে নিয়ে কবিতা অনুরূপ্য যা কিছু লিখি তা পড়তে।
হয় তো কাছে পেলে শক্ত আলিঙ্গনে বেঁধে
দীঘল চুলের সুবাসে উন্মত্ত হয়ে
আবেশ কম্পিত ঠোঁটে বলবে- ভালোবাসি।
ওটা ভালোবাসা নয়,
তৃষ্ণার সম্ভাব্য চরিতার্থের হরষ ওটা।
আমি যে ভাবনার আকাশ বুকে নিয়ে উড়াউড়ি করি,
শিশির, শিউলী বোঁটা হয়ে তোমার দাওয়ায় ঝরে পড়ি -
ওটা ভালোবাসা।
কাছে আসবো না, বলিনি তো!
একদিন চায়ের কাপে ঝড় তুলবো,
সিঙাড়ার আলু-বাদাম খুটে খেতেখেতে
চোখ তুলে বারবার তোমাকেই দেখবো,
হাতটাও ধরবো -
মুখোমুখি বসে থেকে এপাড়ে ওপাড়ে সেতু গড়ে তুলবো -
বন্ধুত্বে এটুকুই গভীরতা ভালো।
বন্ধুত্বের স্ট্যাটাস
বন্ধু নিয়ে স্ট্যাটাস
বন্ধুত্ব কিছু কথা একটি ভালাে বন্ধু হলাে কম্পিউটারের মতাে সে ‘ এন্টার করে তােমার জীবনে “ সেভ ” করে তােমাকে নিজের হৃদয়ে “ ফরম্যাট করে তােমার প্রবলেম “ সিফট ’ করে তােমার অপরচুনিটি এবং কখনাে ডিলিট করবে না “ তােমাকে তার মেমােরি | আমি সব সময় ভাবি একজনকে ভালােবাসা ছিল একটি গ্রেটেস্ট ফিলিং । কিন্তু আমি এটাও রিয়ালাইজ করি যে একটি বন্ধুকেই ভালােবাসি অনেক বেটার যাকে, আমরা ভালােবাসি কিন্তু তাকে হারিয়ে ফেলি হারাই না সত্যিকারের বন্ধু ।
বন্ধুত্ব নিয়ে উক্তি
বিখ্যাত কয়েকজনের উক্তি নীচে দেওয়া হল :
১. ” একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
২. ” প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।
৩. ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। ”
বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা
"জীবনে যদি সহযোগিতা পেতে চান,
তবে ভাল বন্ধুত্ব গড়ে তুলুন"
বিশ্বাসের পরম বন্ধু, এপাড়ে ঔপাড়ে,
বিশ্বাসের পরম বন্ধু সৎ আচার-আচরণে গুণে
সৎপথে দিকে এগিয়ে নিয়ে যায়।
মানুষের জীবনে একজন ভাল বন্ধু গুরুত্ব অনেকখানি মানুষের মনের গোপন অনুভূতি গুলো প্রকাশের জন্য একজন সত্যিকারের ভাল বন্ধুর প্রয়োজন আছে।মানুষ কখনও একাকী বাস করতে পারে না।বন্ধু মানুষের অনেক থাকতে পারে।তবে সত্যিকারে ভাল বন্ধু একজন বা দুইজনের অধিক হয় না,তাই আপনি যদি একজন ভালো বন্ধু হতে চান তবে আপনার মনে ভেতরে কতগুলো গুণের সমন্বয় ঘটাতে হবে।
বন্ধুত্বের ক্ষেত্রে সবচাইতে বড় গুণ সেটি হচ্ছে গোপনীয়তা,তাই আপনার বন্ধু যদি আপনাকে বিশ্বাস করে কোন কথা বলেন তবে তা গোপন রাখুন।মনে রাখবেন বিশ্বাস একবার ভেঙ্গে গেলে তা আর ফিরে আসেনা।নিজে বিশ্বাসী হোন এবং বিশ্বাসী বন্ধু নিবার্চন করুন।সে ছেলে বা মেয়ে হোক না কেন তার উপর আপনি কতটা নির্ভর করতে পারবেন ভেবে দেখুন।
বিনয় হচ্ছে মানুষের সবচাইতে বড় গুণ।আপনি যদি একজন সত্যিকারে ভাল বন্ধু হতে চান তবে আপনার আচার-আচরণ ঠিক রাখতে হবে।আর আপনি বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে।
একজন ভাল বন্ধু স্বর্গীয় উপহার এবং পবিত্র বন্ধন,যা সবার ভাগ্যে জোটে না।তবে যাদের ভাগ্যে জোটে তারা ভাগ্যবান।এ কথা স্বীকার না করে উপায় নাই।বন্ধুত্ব রক্ষার্থে গতিময় তাও ছন্দ বজায় রাখুন।এজন্য মাঝে মধ্যে বিশেষ উপলক্ষগুলোতে বন্ধুদের ছোটখাটো শুভেচ্ছা উপহার দিন।
Tag:বন্ধুত্ব কি , বন্ধুত্ব মানে কি , বন্ধুত্ব নিয়ে ছন্দ, বন্ধুত্ব নিয়ে কবিতা, বন্ধুত্বের স্ট্যাটাস ,বন্ধুত্ব নিয়ে উক্তি, বন্ধুত্ব নিয়ে ক্যাপশন বাংলা