বিদায় বেলা গজল লিরিক্স | Biday Bela Gojol Lyrics
বিদায় বেলা গজল লিরিক্স
পাঠক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু । আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি । আজকে আমরা আপনাদের মাঝে বিদায় বেলা গজল লিরিক্স , Biday Bela Gojol Lyrics শেয়ার করব
Biday Bela Gojol Lyrics
Song Name: বিদায় বেলায় তুমি দিওগো দেখা হে প্রিয় রাসুল
Cover Singer: Qari Abu Rayhan
Lyric & Tune: Mohiuddin Noor
Cinematography: Alam Morshed
Edit & Directed By- Gazi Anas Rawshan
Original Singer: Abdul Munim Khan
Zulfikar Shilpi gosthi Sarcina
Read Also: Ogo Mor Peyara Nabi by Sadman Sakib ওগো মোর পেয়ারা নবি
Biday Bela Gojol Lyrics বিদায় বেলায় গজল
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল,
Tag: বিদায় বেলা গজল লিরিক্স , Biday Bela Gojol Lyrics