বাংলাদেশ বিষয়াবলি । Bangladesh bishoyaboli

Md. Mehrab Islam
0

বাংলাদেশ বিষয়াবলি, বাংলাদেশ বিষয়াবলি অনলাইন পিডিএফ, বাংলাদেশ বিষয়াবলি এর ধারণা

 বাংলাদেশ বিষয়াবলি।  বাংলাদেশ বিষয়াবলি অনলাইন পিডিএফ।  বাংলাদেশ বিষয়াবলি এর ধারণা

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশ বিষয়াবলি নিয়ে

যা যা থাকছে বাংলাদেশ বিষয়াবলি তে

সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলী (ইতিহাস)

✬ বাঙ্গালি জাতির মুক্তির সনদ – ৬ দফা দাবি।
✬ ৬ দফা দাবি উথাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ ৬ দফা দাবি উথাপন করা হয় – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।
✬ ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে।
✬ গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা।
✬ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল – ৩৫ জন।

✬ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
✬ আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় – ১৯৬৮ সালের ১৯ জুন।
✬ আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় – ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
✬ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় – ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
✬ আইয়ুব খান পদত্যাগ করেন – ১৯৬৯ সালের ২৫ মার্চ।
✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।

✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ।
✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)।
✬ সামরিক শাসন জারি করা হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
✬ আইয়ুব খান ক্ষমতা দখল করেন – ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।
✬ মৌলিক গণতন্ত্র চালু করেন – আইয়ুব খান।
✬ আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় – ১৯৬১ সালে।
✬ ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে।
✬ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।
✬ প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)।
✬ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান।
✬ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ।

✬ অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ।
✬ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন।
✬ জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ।

✬ পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।
✬ অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ।
✬ অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী।
✬ অপারেশন সার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড।
✬ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।
✬ বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।
✬ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর।

✬ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।
✬ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।
✬ বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।

✬ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ।
✬ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে।
✬ চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে।
✬ মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে।
✬ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক।
✬ ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট।
✬ চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।

✬ ‘গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে।
✬ গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান।
✬ তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
✬ তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।
✬ ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ।
✬ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ।
✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।
✬ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ।
✬ খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।

✬ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি (আবদুল মতিন আহবায়ক)।
✬ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।
✬ ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।
✬ ২১ ফেব্রুয়ারির সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে।

✬ শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি।
✬ প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।
✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।
✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা।

✬ একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম।
✬ ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
✬ আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি।
✬ ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)।
✬ আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।
✬ মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক।
✬ জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস।
✬ বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে।
✬ বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

✬ শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।
✬ শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO
✬ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান।
✬ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের।
✬ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে।
✬ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।
✬ যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে।

✬ যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা।
✬ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে।
✬ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল – ২৩৭ টি।
✬ যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি।
✬ ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
✬ যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।
✬ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন।
✬ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে।
✬ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
✬ যুক্তফ্রন্ট সরকারের বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা \ লি দাঙ্গা।
✬ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।
✬ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।

✬ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।
✬ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর।
✬ মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলা এবং আম্রকানন।
✬ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর।
✬ মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
✬ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।
✬ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
✬ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✬ মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
✬ মুজিব নগর সরকারের প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ।
✬ মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ।
✬ ভারত পাকিস্তান যুদ্ধ হয় – ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।
✬ ভারত পাকিস্তান যুদ্ধ চলে – ১৭ দিন।
✬ পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি।


Tag: বাংলাদেশ বিষয়াবলি, বাংলাদেশ বিষয়াবলি অনলাইন পিডিএফ, বাংলাদেশ বিষয়াবলি এর ধারণা 

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)