২ এর পরিপূরক, কোড, ডিকোডার, কাউন্টার, বাইনারি সংখ্যা পদ্ধতি, এনকোডার, ASCII এর পূর্ণরূপ, রেজিস্টার, সার্বজনীন গেইট, ইউনিকোড, ক্যারি বিট, সত্যক সারণি, বুলিয়ান ধ্রুবক কি

Safwan Alam
0

 

২ এর পরিপূরক, কোড, ডিকোডার, কাউন্টার, বাইনারি সংখ্যা পদ্ধতি, এনকোডার, ASCII এর পূর্ণরূপ, রেজিস্টার, সার্বজনীন গেইট, ইউনিকোড, ক্যারি বিট, সত্যক সারণি, বুলিয়ান ধ্রুবক কি

Ict chapter 3 এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

২ এর পরিপূরক কি

উত্তরঃকোন বাইনারি সংখ্যার 1 কে 0  এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে নিয়ে যে সংখ্যা পাওয়া যায়,তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2 এর পরিপূরক।

কোড কি

উত্তরঃ কম্পিউটারের বর্ণ,অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারীতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড।

3.অ্যাডার কি?

উত্তরঃযে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা হয় তা হচ্ছে অ্যাডার।

ডিকোডার কি

উত্তরঃডিকোডার হলো এমন একধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে।

কাউন্টার কি

উত্তরঃকাউন্টার একধরনের ডিজিটাল সার্কিট যেটি গণনা করতে পারে।

বাইনারি সংখ্যা পদ্ধতি কি

উত্তরঃ0 এবং 1 এ দুটি চিহ্ন ব্যবহার করে গড়ে ওটা সংখ্যা পদ্ধতিই বাইনারি সংখ্যা পদ্ধতি।

এনকোডার কি

উত্তরঃএনকোডার হলো এমন একধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।

ASCII এর পূর্ণরূপ কি

উত্তরঃ ASCII হচ্ছে আলফানিউমেরিক কোড যার পূর্ণরূপ -American Standard Code for Information Interchange. 

রেজিস্টার কি

উত্তরঃরেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি। 

সার্বজনীন গেইট কি

উত্তরঃ যেসব গেইট দিয়ে মৌলিক গেটসহ সকল প্রকার গেট  তৈরি বা বাস্তবায়ন করা যায়,সে সকল গেট হচ্ছে সর্বজনীন গেট।

ইউনিকোড কি

উত্তরঃইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।

ক্যারি বিট কি

উত্তরঃঅতিরিক্ত বিট বা হাতে থাকা বিটকে ক্যারি বিট বলে।

সত্যক সারণি কি

উত্তরঃএকটি বিশেষ প্রক্রিয়ায়  কোন ইনপুটের জন্য কোন আউটপুট পাওয়া যায় সেটি যদি একটি সারণি বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল।

বুলিয়ান ধ্রুবক কী

উত্তরঃবুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত কোন রাশির মান যদি শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়।

টাগঃ ২ এর পরিপূরক, কোড, ডিকোডার, কাউন্টার, বাইনারি সংখ্যা পদ্ধতি, এনকোডার, ASCII এর পূর্ণরূপ, রেজিস্টার, সার্বজনীন গেইট, ইউনিকোড, ক্যারি বিট, সত্যক সারণি, বুলিয়ান ধ্রুবক কি

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)