আমার ভাইয়ের রক্তে রাঙানো লিরিক্স
পাঠক বৃন্দ আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে বারাকাতুহু । আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি । আজকে আমরা আপনাদের মাঝে আমার ভাইয়ের রক্তে রাঙানো বাংলা লিরিক্স | Amar vaier rokte ragano lyrics গানটি শেয়ার করব । গান শোনা সম্পপূর্ণ
হারাম। কিন্তু, আমাদের কাছে ইদানিং অনেক রিকোয়েস্ট আসছে গান নিয়ে পোস্ট করার জন্য।
সেজন্যই আমরা আপনাদের কথা বিবেচনা করে। আমাদের গ্রুপ Time of BD গানের lyrics শেয়ার করছি।
গান বাদ্যযন্ত্রের সাথে বাজানো বা গাওয়া ইসলামে হারাম। আপনাদের পরামর্শ দেবো গান না শুনে ইসলামিক গজল শুনবেন ,ইসলামিক গজল গাইবেন, ইসলামিক ও্যাজ শুনবেন, এতে সও্যাব হবে পাপ হবেনা। তারপরেও যদি আপনাদের ইচ্ছে হয় গানের লিরিক্স নিয়ে গান গাইবেন তবে বলে রাখি, কোন রকম পাপ হলে আমরা টাইম অফ বিডি পরিবারের কোন এডমিন দায়বদ্ধ হবো না। আমরা আপনাদের সব সময় ভালো কাজের আদেশ করতে চাই আর খারাপ কাজ থেকে বিরত থাকবেন পরামর্শ দিতে চাই। আশা করি আপনারা যা সিদ্ধান্ত নিবেন নিজেদের উপর সেই টার ফলাফল হবে।ধন্যবাদ
Amar vaier rokte ragano lyrics song
গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন।।
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো,
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
Tag:আমার ভাইয়ের রক্তে রাঙানো লিরিক্স , Amar vaier rokte rangno lyrics
Post a Comment