Almex 400 কিসের ঔষধ | Almex 400 kiser medicine - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

Almex 400 কিসের ঔষধ | Almex 400 kiser medicine



    Almex 400 কিসের ঔষধ

    আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    আপনারা অনেকেই জানতে চেয়েছেন Almex 400 কিসের ঔষধ। তাই আমরা আপনাদের Almex 400 ওষুধটি সম্পর্কে সংক্ষেপে জানাবো।

    অ্যালমেক্স ৪০০ এর কাজ কি | অ্যালমেক্স ৪০০ কিসের ঔষুধ

    ☠️☠️ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহন করবেন না। ☠️☠️


    প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ এখানে আমরা আপনাদের ঔষধ বা রোগের ঔষধগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণা দিচ্ছি। আপনার মূল সমস্যা জানার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার চিকিৎসকের কাছে যেতে হবে। রোগ সম্পর্কে সম্পূর্ন না জেনে শুধুমাত্র সাইট থেকে প্রাথমিক ধারণা নিয়ে কোনো ঔষধ গ্রহন করে আপনার শারীরিক কোনো সমস্যা হলে timeofbd.com এর কোনো অ্যাডমিন দায়ী নয়। ধন্যবাদ।


    অ্যালমেক্স ৪০০ কিসের ওষুধ

    Almex 400: Almex 400 Albendazole গ্রুপের একটি ঔষধ যা  Albendazole 400mg প্রতিটি ট্যাবলেটে বহন করে।


    নির্দেশনা/কোন কোন সমস্যার অ্যালমেক্স ৪০০ গ্রহণ করবেনঃ 

    আলবেনডাজল জাতীয় ঔষধ সাধারণত কৃমিজাতীয় সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

    পার্শ্বপ্রতিক্রিয়াঃ সাময়িক সময়ের জন্য মাথাব্যাথা ও পেটে গোলযোগ দেখা দিতে পারে। তবে পরিক্ষাগারে বা কারোর ক্ষেত্রে এই ধরণের উল্লেখডোগ্য কোনো সমস্যা লক্ষ করা যাইনি।

    যাদের ক্ষেত্রে এ ঔষধ গ্রহন করা যাবেনাঃ গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় না হলে আলবেনডাজল জাতীয় ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে। এছাড়াও Albendazole ঔষধ এর কোন উপাদানের প্রতি শারীরিক সংবেদনশীলতা থাকলে ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।

    ওষুধ খাবার নিয়মঃ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো আপনার সঠিক সমস্যা জেনে তার পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

    সংরক্ষণঃ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 6°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন


    Almex 400 স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি ঔষধ।


    ট্যাগঃ Almex 400 কিসের ঔষধ, অ্যালমেক্স ৪০০ এর কাজ কি, অ্যালমেক্স ৪০০ কিসের ঔষুধ, অ্যালমেক্স ৪০০ কিসের ওষুধ।
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url