ভােগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ | ভােগে সুখ নাই ভাবসম্প্রসারণ - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

ভােগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ | ভােগে সুখ নাই ভাবসম্প্রসারণ

 
ভােগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ | ভােগে সুখ নাই ভাবসম্প্রসারণ

ভােগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ 

ভাব - সম্প্রসারণ : ত্যাগ করতে না পারলে ভােগ করে আনন্দ পাওয়া যায় না । স্বার্থলােলুপতা , ভােগাকাঙ্ক্ষা বা আত্মসুখপরায়ণতা মনুষ্যত্বের পরিপন্থী । যে ব্যক্তি শুধু নিজের স্বার্থচিন্তায় তৎপর , নিজের ভােগবিলাসে নিমজ্জিত , জগৎ ও জীবনের বৃহত্তর অঙ্গন থেকে সে স্বেচ্ছানির্বাসিত । জগবাসীর ভালাে - মন্দ , সুখ - দুঃখ , মঙ্গল - অমঙ্গল তার হৃদয় - মনকে স্পর্শ করে না , এ পৃথিবীর আলাে - আঁধার তার মানসরাজ্যে কোনােরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না । বিরাট এ জগৎ সংসারের কল্যাণ - অকল্যাণ সম্পর্কে যে একান্ত নির্লিপ্ত ও উদাসীন , তার মানব জনম বৃথা । তার বেঁচে থাকা না থাকা সমান । কেননা জীবনের সার্থকতা তথা মনুষ্য জন্মের সফলতা কখনাে স্বার্থপরতায় নিহিত নয় । মানুষের যে দুর্লভ গুণটি তাকে অপরাপর সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছে তা - ই মনুষ্যত্ব । মনুষ্যত্বের সারকথা , জাগ্রত বিবেককে শুভ ও কল্যাণের পথে পরিচালিত করা । অপরাপর প্রাণীর প্রতি সহজাত মমত্ববােধ মানুষকে মহিমান্বিত ও গৌরবান্বিত করে তােলে । তাই মানুষকে হতে হয় অপরের হিতৈষী । আত্মসুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়ার মধ্যেই মনুষ্যত্ববােধের বিকাশ ঘটে । ভােগ মানুষকে অবসন্ন করে , তার চিন্তাশক্তিকে ভোঁতা করে ও জীবনকে হীনতার অভিশাপপুষ্ট করে । আগুনে ঘি ঢাললে আগুন যেমন না নিভে দাউ দাউ করে জ্বলে ওঠে , তেমনি ভােগবিলাসীর জীবনও নতুন থেকে নতুনতর ভােগের নেশায় সর্বদা বহু গুণ বেগে জ্বলতে থাকে । অথচ ত্যাগের মধ্যেই পরম শান্তি লাভ করা যায় , জীবনকে গৌরবান্বিত করে তােলা যায় । ত্যাগ মানুষের পরম লক্ষ হওয়া উচিত । ভােগীকে কেউ মনে রাখে না , মনে রাখে ত্যাগীকে । এ পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে মানুষের তথা সৃষ্টির উপকার করার জন্য । যে মানুষ শুধু পেতেই চায় দিতে চায় না , সে পাওয়ার উপযােগী নয় । তাকে কোনাে কিছু দান করার অর্থই হবে অপাত্রে প্রদান । বস্তুত ত্যাগের মধ্যেই পরিপূর্ণ তৃপ্তি ও সুখ । এ জন্যই বলা হচ্ছে ভােগে সুখ নাই , ত্যাগেই প্রকত সুখ।

টাগঃ ভােগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ ভাবসম্প্রসারণ, ভােগে সুখ নাই ভাবসম্প্রসারণ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com