ইচ্ছা থাকলেই উপায় হয় | ইচ্ছা থাকলেই উপায় হয় ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

ইচ্ছা থাকলেই উপায় হয় | ইচ্ছা থাকলেই উপায় হয় ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ

ইচ্ছা থাকলেই উপায় হয় 

 ভাব - সম্প্রসারণ : প্রবল ইচ্ছাই কোনাে কাজকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যায় । " Where there is a will , there is a way . " এ প্রবাদ দ্বারা বুঝায় যে মানুষ তার লক্ষ্যে পৌছতে পারে যদি তার ইচ্ছা প্রবল হয় । জীবন পুষ্পশয্যা নয় । পৃথিবী এক সংগ্রামক্ষেত্র । মানুষকে এখানে বিবিধ বিরােধী শক্তির সাথে অবিরত লড়াই করে টিকে থাকতে হয় । মানবজীবন অন্তহীন সমস্যার আবর্তে আবর্তিত । একমাত্র অদম্য ইচ্ছাশক্তি বলেই মানুষ তার সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে সাফল্যের স্বর্ণশিখরে পৌছতে পারে । ইচ্ছাশক্তি মানুষের মনােবলের হাতিয়ার । একজন মানুষকে জীবনে সাফল্য পেতে তার নিজেকেই পথ করে নিতে হয় । ইচ্ছাশক্তির বলেই মানুষ তার সমস্ত জাগতিক সমস্যার সমাধান করতে সক্ষম হয় । প্রতিটি কর্মে কৃতকার্য হয়ে পৌঁছতে পারে ঈপ্সিত লক্ষ্যে । কঠোর পরিশ্রম ও জ্ঞান ছাড়া কোনােকিছুই অর্জন সম্ভব নয় । যে ব্যক্তি দুর্বল , যার ইচ্ছাশক্তি ক্ষীণ তাকে হোঁচট খেতে হয় । ব্যর্থতায় পর্যবসিত হয় তার জীবনের স্বপ্ন ও সাধনা । ইতিহাসের খ্যাতনামা বীরপুরুষেরা অদম্য ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে নিঃশঙ্কচিত্তে রাজ্য জয়ে ঝাঁপিয়ে পড়েছেন এবং অসাধ্য সাধন করতে সমর্থ হয়েছেন । তাঁরা শত বিপদ ও বাধাকে পদদলিত করে একমাত্র ইচ্ছাশক্তিকে পাথেয় করে এগিয়ে গেছেন জীবন পথে । পরিশেষে পৌছতে সক্ষম হয়েছেন জীবনের সােনালি দিগন্তে । হস্তগত করেছেন ইচ্ছাশক্তি ও ঐকান্তিকতা , প্রবল ইচ্ছাশক্তি একাগ্র সাধনার ওপর নির্ভর করে জীবনের গৌরবােজ্জ্বল সাফল্য । ইচ্ছা যেখানে চূড়ান্ত এবং গতিশীল , সাফল্য সেখানে অনিবার্য । আমরা পৃথিবীতে আমাদের জন্য স্থান করে নিতে পারি যদি আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যথাযথ চেষ্টা করতে পারি । অতএব , কোনাে কাজে সফল না হওয়ার মূলে বাধাবিপত্তিই মূল কারণ নয় ; দৃঢ় ইচ্ছার অভাবই মূল কারণ । যার ইচ্ছার প্রবল শক্তি রয়েছে , তার কাছে সব বাধাবিপত্তি সহজেই হার মানে । মানুষের ইচ্ছাশক্তি দ্বারা যেকোনাে অসাধ্য সাধন করা যায় । পৃথিবী প্রতিযােগিতার স্থান । এ প্রতিযােগিতায় আমাদের মস্তিষ্কের ব্যবহার করতে হয় জীবনে সাফল্য অর্জনের জন্য ।

টাগ: ইচ্ছা থাকলেই উপায় হয় | ইচ্ছা থাকলেই উপায় হয় ভাবসম্প্রসারণ | ভাবসম্প্রসারণ