টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র | টেলিটক সিমের নাম্বার দেখার কোড | টেলিটক সিম 4g করার নিয়ম - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র | টেলিটক সিমের নাম্বার দেখার কোড | টেলিটক সিম 4g করার নিয়ম

 

টেলিটক সিম , টেলিটক সিমের দাম, টেলিটক সিম কেনার উপায়, টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিম 4g করার নিয়ম

    টেলিটক সিম 

    প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে ভালো আছি। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টেলিটক সিম সম্বন্ধে জানতে চাচ্ছেন। আর তাই আজকে আমরা আমাদের পোষ্ট টি তৈরি করেছি। আমাদের আজকের এই পোস্টে টেলিটক সিম সম্পর্কে যা যা থাকছেঃ সেগুলো হলোটেলিটক সিম , টেলিটক সিমের দাম, টেলিটক সিম কেনার উপায়, টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিম 4g করার নিয়ম ।
    আশা করছি আপনারা পুরো পোস্টটি ধৈর্য্য সহকারে পড়বেন এবং সঠিক তথ্যটি পাবেন।

    টেলিটক সিমের দাম 

    টেলিটক সিম নতুন অফার ২০২১ । টেলিটক স্বাগতম সিম/প্রিপেইড প্যাকেজ এর সিমের দাম ১৫০ টাকা মাত্র। আপনাদের নিকটস্থ বাজারের অনেক দোকানে এই সিম পেয়ে যেতে পারেন। যদি সে যায়গায় না পান তবে টেলিটকের সিম কিনতে চাইলে টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি কেনা যাবে।

    টেলিটক সিম কেনার উপায়

    ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা! 

    এখন অনলাইনেও করতে পারবেন বর্ণমালা'র রেজিস্ট্রেশন!

    অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ভিজিট করুনঃ http://bornomala.teletalk.com.bd/application.php

    SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত ফরম্যাট অনুসরণ করুনঃ

    BOR <space> SSC Board(first 3 letters) <space> SSC ROLL <space> SSC passing year <space> SSC registration no. <space> contact no (Any operator)। এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ সেন্ড করতে হবে।

    সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ

    -টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ

    -যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি

    -যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি

    -যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।

    প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতেঃ bit.ly/bornomala_voice

    ডাটা সম্পর্কে জানতেঃ bit.ly/bornomala_data

     টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র

    টেলিটক সিম , টেলিটক সিমের দাম, টেলিটক সিম কেনার উপায়, টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিম 4g করার নিয়ম

    টেলিটক সিম , টেলিটক সিমের দাম, টেলিটক সিম কেনার উপায়, টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিম 4g করার নিয়ম


     টেলিটক সিমের নাম্বার দেখার কোড

    টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম

    আপনার টেলিটক সিম নাম্বারটি পরীক্ষা করতে কেবলমাত্র *৫৫১# ডায়াল করলেই যথেষ্ট। ... এই কোডটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় টেলিটক ব্যবহারকারীদের জন্য কাজ করে।

     টেলিটক সিম 4g করার নিয়ম 

    ৪জি মানে হলো চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা। ওয়্যারলেস তথ্যের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতির নেটওয়ার্ক এটি। ৩ জি-র তুলনায় উচ্চ ফ্রিকোয়েন্সির নেটওয়ার্ক ৪জি। যার মাধ্যমে দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায়।আপনি ৩জি তে যে স্পিডে নেট চালাতেন তা থেকে আরো শক্তিশালি নেটওয়ার্ক ৪জি। তবে এই ফোরজি সেবাটি পেতে হলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

    টেলিটক ৪জি করার শর্তাবলীগুলাে নিচে দেয়া হলাে।

    3G থেকে 4G করুন আপনার টেলিটক সিম

     ১/ আপনি টেলিটক সিমটি যেই মােবাইলে ইউজ করবেন, সেই মােবাইলটি অবশ্যই 4G Supported হতে হবে। না হয় আপনার সিমটি ৪জি হবে না।

    ২/ আপনার টেলিটক সিমটি যদি খুব পুরুনাে হয়। মানে হচ্ছে ২০১২ সালের আগের সিম হয় তাহলে অবশ্যই রিপ্লেস করতে হবে।বলতে পারেন ২০১২ সালের আগের সিম গুলাে কাস্টমার কেয়ারে যেয়েই ৪জি করতে হবে।

    ৩/২০১২ সালের পর 2G অথবা 3G এবং বর্তমানের Teletalk Sim গুলো 3G, 3G হলে 3G থেকে 4G তে মাইগ্রেট করে নিতে পারবেন খুব সহজে। 

    ৪/ আপনি অবশ্যই ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে না হয় ৪জি করলেও আপনি ৪জি ইন্টারনেট সেবা উপভােগ করতে পারবেন না।


    Tag:টেলিটক সিম , টেলিটক সিমের দাম, টেলিটক সিম কেনার উপায়, টেলিটক সিমের বিক্রয় কেন্দ্র, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিম 4g করার নিয়ম 



    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com