সূরা ইয়াসিনের প্রথম ৯ আয়াত | Sura yasin er 1st 9 ayat
সূরা ইয়াসিনের প্রথম ৯ আয়াত
আসসালামুআলাইকুম। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। timeofbd.com এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সূরা ইয়াসিন কুরআনের একটি অত্যন্ত গুরুত্ববূর্পণ সূরা। এ সূরা অনেক ফজিলত রয়েছে। সূরা ইয়াসিনকে আল কুরআনের কলব বা হৃদয় বলা হয়েছে। বিশেষ করে রমজান মাসে এ সূরা পাঠ করলে অনেক সাওয়াব ও বরকত পাওয়া যায়। এটি আল-কুরআনের ৩৬ তম সূরা। এর আয়াত সংখ্যা ৮৩টি এএবং রূকুর সংখ্যা ৫টি। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
আপনারা যারা সূরা ইয়াসিনের ১ম ৯আয়াত খুজছেন তারা আমাদের timeoofbd.com সাইট থেকে এটি পেয়ে যাবেন।
সূরা ইয়াসিন
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অর্থঃ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
يس
বাংলা উচ্চারণঃ ইয়া-সী-ন্ (১)
বাংলা অর্থঃ ইয়া-সীন।
وَالْقُرْآنِ الْحَكِيمِ
বাংলা উচ্চারণঃ অল্ ক্বর্ আ-নিল্ হাকীম্। (২)
বাংলা অর্থঃ বিজ্ঞানময় কুরআনের শপথ।
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণঃ ইন্নাকা লামিনাল্ র্মুসালীন্। (৩)
বাংলা অর্থঃ নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।
عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
বাংলা উচ্চারণঃ ‘আলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্ । (৪)
বাংলা অর্থঃ সরল পথের উপর প্রতিষ্ঠিত।
تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
বাংলা উচ্চারণঃ তান্যীলাল্ ‘আযীর্যি রহীম্। (৫)
বাংলা অর্থঃ (এ কুরআন) মহাপরাক্রমশালী, পরম দয়াময় (আল্লাহ) কর্তৃক নাযিলকৃত।
لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
বাংলা উচ্চারণঃ লিতুন্যিরা ক্বওমাম্ মা য়উন্যিরা আ-বা-য়ুহুম্ ফাহুম্ গ-ফিলূন্ । (৬)
বাংলা অর্থঃ যাতে তুমি এমন এক কওমকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন।
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
বাংলা উচ্চারণঃ লাক্বাদ্ হাকক্বল্ ক্বওলু ‘আলা য় আক্ছারিহিম্ ফাহুম্ লা-ইয়ুমিনূন্। (৭)
বাংলা অর্থঃ অবশ্যই তাদের অধিকাংশের উপর (আল্লাহর) বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।
إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ
বাংলা উচ্চারণঃ ইন্না-জ্বা‘আল্না ফী য় আ’না-ক্বিহিম্ আগ্লা-লান্ ফাহিয়া ইলাল্ আয্ক্বা-নি ফাহুম্ মুকমাহূন্। (৮)
বাংলা অর্থঃ নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।
وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
বাংলা উচ্চারণঃ অজ্বা‘আল্না-মিম্ বাইনি আইদী হিম্ সাদ্দাঁও মিন্ খল্ফিহিম্ সাদ্দান্ ফায়াগ্শাইনা-হুম ফাহুম্ লা-ইয়ুব্ছিরূন্। (৯)
বাংলা অর্থঃ আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।
ট্যাগঃ সূরা ইয়াসিনের প্রথম ৯ আয়াত।