বসন্ত বসন্তকাল ফাল্গুন নিয়ে ফেসবুক স্ট্যাটাস | Facebook status about spring and falgun 2024

 

বসন্ত নিয়ে স্টাটাস, বসন্তকাল নিয়ে স্টাটাস, ফাল্গুন নিয়ে স্টাটাস

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? timeofbd.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এইদেশে রয়েছে ৬ ঋতুর বিচিত্র সমাহার। তারমধ্যে ঋতুরাজ বসন্ত একটি ঋতু। সকলের পছন্দ ও অপছন্দের মধ্যে এই ঋতুতে রয়েছে প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্যের আধার। তাই এই প্রকতির অপরূপ প্রশংসাকে ভালোবাসার ব্যক্তিদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়  আপলোড করার জন্য যারা বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্তকাল নিয়ে স্ট্যাটাস, ফাল্গুন নিয়ে স্ট্যাটাস খুজছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনাদের জন্য নিয়ে এলাম বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্তকাল নিয়ে স্ট্যাটাস, ফাল্গুন নিয়ে স্ট্যাটাস।  তাই এখনি কপি করুন আপনার পছন্দের বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্তকাল নিয়ে স্ট্যাটাস, ফাল্গুন নিয়ে স্ট্যাটাস  এবং মেতে উঠুন বসন্তের  রঙে।


বসন্ত নিয়ে স্ট্যাটাস | বসন্তকাল নিয়ে স্ট্যাটাস | ফাল্গুন নিয়ে স্ট্যাটাস

* বল কেমনে নিবাই সখি বুকের আগুন!
এল খুন-মাখা তৃণ নিয়ে খুনেরা ফাগুন!
সে যেন হানে হুল্খুনসুড়ি,
ফেটে পড়ে ফুলকুঁড়ি
আইবুড়ো আইবুড়ো
বুকে ধরে ঘুণ!
যত বিরহিণী নিম্খুন-কাটা ঘায়ে নুন!
আজ লাল-পানি পিয়ে দেখি সবকিছু চুর!
সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর!
হলো মাদার আশোক ঘাল,
রঙন তো নাজেহাল!
লালে লাল ডালে-ডাল
পলাশ–শিমুল!
সখি তাহাদের মধু ক্ষরে-মোরে বেঁধে হুল্!

*একা - বীথি চট্টোপাধ্যায়


আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস
চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।

ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাত
আঁচল দিয়ে দুঃখ ঢাকি কোথায় তোমার হাত ?

তব্ধ যদি ভালোবাসা প্রেমের-কম্পন
ফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন।

ভালোবাসার আগুন ঝড়ে চাইনি কোনো দাম
অশ্রুবিহীন চক্ষু হল প্রেমের পরিণাম।

এই সময়েই ভিন্ন হলে এমন চৈত্রমাস
ভালোবাসার ফুটছে কলি, ফাল্গুন বাতাস!
এই যে চোখ এই যে প্রেম, এই যে হা-হুতাশ
এই বসন্তে দেবো কাকে প্রেমের আস্বাস ?

আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস
ভালোবাসা বাসার পরে, ভাঙলে বিশ্বাস

*হাজার সুতোয় সুতোয় বোনা
সাতরঙের ওই সেই শাড়ি টা ~~~!
জড়িয়ে গায়ে
যাতে আমার ভালবাসা 
জড়িয়ে দিলাম এনে~~!
এসো মেয়ে সামনে এসো
বসন্তের এই দিনে~~~

* কেন জানি না বসন্ত বাতাসে খুঁজে পায় বেঁচে থাকার মানে, 
 বসন্ত বাতাস মানেই তোমাকে খুঁজে ফেরা। 

* গলায় মালা হাতে বালা 
 পায়ে গাঁদার মল 
 মাথায় টিকলী কানের দুলে 
 দুলবে গাঁদার ফুল। 
 খোঁপার চুল বাঁধবো সখা
 কৃষ্ণচূড়ার লালে।। 

* কার জন্য একলা সময়
 কাটছে সারাবেলা
 কার জন্য শুধু শুধু
 সইছি দুখের জ্বালা। 

* প্রকৃতিতে প্রাণ জাগে, ফুলে ফুলে আগুন
 শীত গেল চলে, আজ পহেলা ফাগুন । 

* রক্তিম আভা বিকশিত হয়নি যৌবনে
 পিদিমের আলোর ন্যায় রিমঝিম, 
 সম্ভাবনা ও ছিলনা সীমিত-অসীম।। 

* তুমি চেয়েছিলে বসন্ত! 
 আমি বুকের সব পাজর ঝরালাম
 নতুন পাতায় পাতায়
 বসন্তের গানে গানে
 তুমি আসবে বলে। 

* ফাল্গুনে ফুলবনে বিহঙ্গ কূজনে
 আমরা ছিলাম শুধু দু'জনে একাই |  

* দু:খ তোমার খেলার সাথি
 সুখটি আবার সন্ধ্যা আরতী, 
 জীবন নদীর স্রোতে ভাসা তুমি এক সাম্পান
 তুমি হীনা জীবন পুরোপুরি ম্লান। 

*টুকটুকে লাল শিমুল হাসে, হাসে পলাশ ফুল, 
 গাছে গাছে কচি পাতা হাসিতে মশগুল।  

*নয়নে লাগিল দোলা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত গেছে এসে। 

* তুই কি আমার তুমি হবি?
 সাজসকালে শিশির ভেজা
 সদ্য ফোটা গোলাপ হবি?

  তুই কি আমার আকাশ হবি?
 হাজার তারায় ছেয়ে থাকা
 সাদা মেঘের ছায়ায় ঢাকা,
 কৃষ্ণ পক্ষের আধার মাখা,
 দূর নিলীমায় আমার হবি?
 তুই কি আমার তুমি হবি??

  তুই কি আমার চন্দ্র হবি?
 শুক্লা দ্বাদশীর চাঁদের মায়া,
 বাঁকা চাঁদের আলো ছায়া
 তুই কি আমার মেঘ হবি?
 সাদা মেঘের ভেলা হবি?
 তুই কি আমার তুমি হবি? 

* ফুল ফুটুক না ফুটুক
 আজ বসন্ত।

  শান-বাঁধানো ফুটপাথে
 পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
 কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
 হাসছে।

  ফুল ফুটুক না ফুটুক
 আজ বসন্ত।
 আলোর চোখে কালো ঠুলি পরিয়ে
 তারপর খুলে –
 মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে
 তারপর তুলে –
 যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে
 যেন না ফেরে।

  গায়ে হলুদ দেওয়া বিকেলে
 একটা দুটো পয়সা পেলে
 যে হরবোলা ছেলেটা
 কোকিল ডাকতে ডাকতে যেত
 – তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

   লাল কালিতে ছাপা হলদে চিঠির মত
 আকাশটাকে মাথায় নিয়ে
 এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে
 রেলিঙে বুক চেপে ধ’রে
 এই সব সাত-পাঁচ ভাবছিল –

   ঠিক সেই সময়
 চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল
 আ মরণ ! পোড়ারমুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি !

   তারপর দাড়ম করে দরজা বন্ধ হবার শব্দ।
 অন্ধকারে মুখ চাপা দিয়ে
 দড়িপাকানো সেই গাছ
 তখন ও হাসছে। 

* হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
 হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
 বনের কুসুমগুলি ঘিরে । আকাশে মেলিয়া আঁখি
 তবুও ফুটেছে জবা,–দূরন্ত শিমুল গাছে গাছে,
 তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক ।

   এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ,
 মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে
 অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে
 নিমজ্জিত হতে চায় । হায় কী আনন্দ জাগানিয়া ।

  এমন আগ্রাসী ঋতু থেকে যতোই ফেরাই চোখ,
 যতোই এড়াতে চাই তাকে দেখি সে অনতিক্রম্য ।
 বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি
 নবীন পল্ববে, ফুলে ফুলে । বুঝি আমাকেও শেষে
 গিলেছে এ খল-নারী আপাদমস্তক ভালোবেসে ।

   আমি তাই লঘুচালে বন্দিলাম স্বরুপ তাহার,
 সহজ অক্ষরবৃত্তে বাঙলার বসন্ত বাহার । 

* আজি বসন্ত জাগ্রত দ্বারে।
 তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
 কোরো না বিড়ম্বিত তারে।
 আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
 আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
 এই সংগীত-মুখরিত গগনে
 তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
 এই বাহির ভুবনে দিশা হারায়ে
 দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।

   অতি নিবিড় বেদনা বনমাঝে রে
 আজি পল্লবে পল্লবে বাজে রে–
 দূরে গগনে কাহার পথ চাহিয়া
 আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে।
 মোর পরানে দখিন বায়ু লাগিছে,
 কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে,
 এই সৌরভবিহ্বল রজনী
 কার চরণে ধরণীতলে জাগিছে।

 ওগো সুন্দর, বল্লভ, কান্ত,
 তব গম্ভীর আহ্বান কারে। 

* তুমি চেয়েছিলে বসন্ত! 
 আমি বুকের সব পাজর ঝরালাম
 নতুন পাতায় পাতায়
 বসন্তের গানে গানে
 তুমি আসবে বলে।

  তুমি চেয়েছিলে বাসন্তী শাড়ী! 
 শূন্য বুক বিছালাম বন-অরণ্যে
 নানা ফুলে ফুলে, বাসন্তী রং’য়ে
 তুমি জড়াবে বলে।

  তুমি চেয়েছিলে শুনতে-
 কোকিলের কুহু-কুহু ডাক! 
 আমি আগুন ছড়ালাম
 পালাশ ও শিমুলের ডালে
 কোকিলের কুহু-কুহু ডাকে
 তুমি মুগ্ধ হবে বলে।

  এই ফাল্গুনে সাঝিয়েছি অঞ্জলি
 আমার হৃদয়ের থালা ভরে
 দেঁখা হোক, আঁদর হোক
 ভালোবাসায়-
 দু’টি হৃদয় একটি থালায়
 শিমুল ও পলাশের ফুলে ফুলে। 

* আগুন ভরা আকাশ. গরম গরম বাতাস
ছিরবিরানি গা.. গরম কমে না.. কলসি কলসি জল..
মাথায় দিবি কত বল.. এইতো সবে শুরু..
ভালো থেকো গুরু..শুভ বসন্ত

*শীত গেলো গরম এল,
পুকুরের জল ময়লা হল।
গরমের এখনো নুতন রুপ,
নদীতে দিতে হবে ডুপ।
ওরে আমার বন্ধু গন,
তোমাদের গরমের নিমন্ত্রণ। শুভ বসন্ত

*একটি কবিতা..
একটি পলাশ..
একটি কোকিল..
তুমি আর আমি..
সব মিলিয়ে আজ..শুভ বসন্ত

*বসন্তের আগমনে কোকিলের সুর,
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।
বর্ষার আগমনে সাদা কাশফুল,
এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।শুভ বসন্ত

*হে বসন্ত,
খনিকের মায়ায় যাসনে তুই চলে..
যদিও যাবি,
যাস তুই আমায় একটু বলে।
যাবার সময়,
দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া।
দিবি কি আমায়??
আমি এই অল্প খানি চাই,
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়। শুভ বসন্ত

*গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেশ।
সব পাখির মন খারাপ..
শিতের হল শেষ।
নতুন রুপে,নতুন সাঁঝে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন। শুভ বসন্ত

*ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে,মনের টানে। শুভ বসন্ত

*ফুলের রানি,রূপের রানি,
কোথায় তুমি যাও ?
তোমার সাথে সঙ্গী করে..
আমায় নিয়ে যাও।
কি সুন্দর হাসি তোমার..
মায়াবীতে ভরা…
তোমায় পেলে সত্যি আমি..
হব দিশে হারা,, শুভ বসন্ত

*প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,
মনের মাঝে একি সুর বাজে।
শিমুলের বনে আজ লেগেছে আগুন,
আজ কি তবে আবার এসেছে ফাগুন? শুভ বসন্ত

*আমি চলে যাচ্ছি…
৫ মাস আর হয়তো দেখা হবে না…
যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও …শুভ বসন্ত

*বর্ষা আসে কান্না নিয়ে
জৈষ্ঠ্য আসে হেসে,
ভাদ্র আসে গরম নিয়ে,
পৌষ আসে কেঁপে। শুভ বসন্ত

ট্যাগঃ বসন্ত নিয়ে স্ট্যাটাস, বসন্তকাল নিয়ে স্ট্যাটাস, ফাল্গুন নিয়ে স্ট্যাটাস।