ধাঁধা | লজিকাল ধাধা | উত্তর সহ ধাঁধা
ধাঁধা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,প্রিয় বন্ধুরা কেমন আছেন?আশা করি আপনারা ভালো আছেন।আমিও ভালো আছি।বন্ধুদের আড্ডা মানেই গান, কৌতুক, হাসি-তামাশায় সময় কাটানো।কিন্তু এই আড্ডার মাঝেই যদি একটু বুদ্ধির লড়াই হয়ে যায়, তাহলে সময়টা হয়ে ওঠে আরো উপভোগ্য।আর সেই বুদ্ধি লড়াই হচ্ছে ধাঁধা।বুদ্ধির লড়াইয়ে বন্ধুদেরকে হারিয়ে দিয়ে আপনি হয়ে উঠতে পারেন আড্ডার মধ্যমণি।বন্ধুদের আড্ডার মধ্যে অন্যতম মজার স্থান পেয়েছে ধাঁধা।ধাঁধা মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি মানুষের চিন্তা-চেতনার ক্ষমতাও প্রসারিত করতে সহায়তা করে।
প্রিয় বন্ধুরা,এই পোস্টে ধাঁধা নিয়ে যেসব বিষয়ে আলোচনা করা হবে তার একটি চ্যাট নিচে দেওয়া হল;
- বাংলা ধাধা
- বাংলা ধাঁধাঁ
- লজিকাল ধাধা
- উত্তর সহ ধাঁধা
বাংলা ধাধা
বাংলা কিছু ধাঁধা নিচে দেওয়া হলো ,আপনারা তা ভালো করে পড়ে আপনার বন্ধুদেরকে হারিয়ে আড্ডার মধ্যমণি হয়ে উঠতে পারেন।
- আছে দুই হাত তার, আরো আছে মুখ,পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ।এখন বলো তো জিনিসটা কী হবে?
- জিনিসটার কি এমন গুন, টাকাকে করে দেয় দ্বিগুন।
উত্তরঃআয়নার সামনে থাকা ধরন
- মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ, বলতো জিনিসটার নাম?
উত্তরঃ দস্তানা
- ব্যবহারের আগে ভাঙতে হবে, জিনিসটার উত্তর কি হবে?
- ঘাড়আছে,মাথা নেই- ভেতরটা পেয়ে গেলেই ফেলে দেই।বলতো কী হবে?
উত্তর সহ ধাঁধা
- তোমাকে শুকিয়ে দিয়ে সে নিজেকে ভিজে। বলতো উত্তর কি হবে?
- বেড়ে যদি যায় একবার , কোনভাবেই কমে না আর। বলতো কি হবে?
- জিনিসটা তোমার কিন্তু ব্যবহার করে অন্যে বারবার।বলতো কি হবে?
- সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবেনা চেষ্টা ছেড়ে।চেষ্টা করে দেখো তো উত্তর কে পারে?
- হাজার বছর বয়সের পুরনো হলেও বয়স তার এক মাস। আমাদের মাথায় উপর জিনিসটার বাস।বলতো জিনিসটা কি?
বাংলা ধাঁধাঁ
- তিন অক্ষরের নাম তার
- বাংলাদেশে নাই
- প্রথম অক্ষর বাদ দিলে
- অনেক লোকে খায়।
Tin okkhorer nam tar
Bangladeshe nai
Prothom okkhor bad dile
Onel lukhe khay
উত্তরঃ জাপান।
- চাই nako তবু khai
- বেশি খেলে mara যাই।
Chai nako tobu khai
Beshi khele mara jai
উত্তরঃ পিটুনি।
- লাঠির Mohto গাছে
- Sunar ফল নাচে।
Lathir motho gache
Sunar fol nache
উত্তরঃ ভুট্টা গাছ
- আমাকে না pele
- সবাই kore হায় হায়,
- ইচ্ছামতো আসি judi
- দেয় amake বিদায়।’
Amake na pele
Sobai kore hay hay
Icchamotho ashi judi
Dey amake biday
উত্তর: পানি
- ‘কোন ফলের ful
- ফোটে কি fute না,
- সকালে-বিকালে কেউ তো dekhe na
- ‘মধ্যখানে ektu পানি
- চুনকাম kora ঘর।
- ভেঙে গড়তে bolle
- গায়ে ashe জ্বর।’
- ‘কোন পাখির Dim নাই,
- বলো তো dekhi।
- বলতে না parle
- বুঝবো বুদ্ধি nai ঘটে।’
- ‘কোন টেবিলের paya থাকে না, ঝুলে thake, ছড়ায় na’
- ‘Kon বিদেশি ভাষা
- Nam চার অক্ষরে,
- দ্বিতীয় কেটে Dekh
- জলে বাস Kore।’
লজিকাল ধাধা
প্রিয় বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু লজিক্যাল ধাঁধা নিচে দেওয়া হল।সেগুলো আপনি আপনার বন্ধুর উপর এপ্লাই করতে পারেন।অবশ্য এমন লজিক্যাল ধাঁধা শুনে আপনার বন্ধুত্ব তমকে যাবে।
tags: ধাঁধা, বাংলা ধাধা, বাংলা ধাঁধাঁ, লজিকাল ধাধা, উত্তর সহ ধাঁধা