সুনীল গঙ্গোপাধ্যায় ও হেলাল হাফিজের বসন্তের শুভেচ্ছা কবিতা | শঙ্খ ছিল মন খারাপের কবিতা
প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কবিতা খুঁজছেন কিন্তু অনেকেই হয়তো পাচ্ছেন না আর তাই আমরা আমাদের এই পোস্টটি তৈরি করেছি যে কবিতাগুলো নিয়ে তা হল শঙ্খচিল কবিতা, মন খারাপের কবিতা , বসন্তের শুভেচ্ছা কবিতা , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, হেলাল হাফিজের কবিতা ।আশাকরি ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন । তাই চলুনন দেরী না করে পুরো পোস্টটি পড়ে আসা যাক আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।
শঙ্খচিল কবিতা
মাহতাব সুজনের অসাধারণ একটি কবিতা...
.
শঙ্খচিল
তোমায় একটা নীল রঙের শাড়ি
কিনে দিতে মন চায়।
যদিও গিঁট খোলার কাজটা অন্য কারো!
শাড়ি পরলে তোমারে ক্যামন লাগে?
বড়দের মতো কুঁচি করে পরতে পারো?
ধুর কি বলছি! ছাড়ো এসব।
অন্য কিছু বলি, কী বলবো—
আরও কতকিছুই তো বলতে মন চায়
সবকিছু কি আর বলতে পারি।
আমার যে সাধ্য নাই! তাও কতকিছু ভাবি!
আমার ভাবনারা ফুরায় না, বেলা ফুরিয়ে যায়!
সোনালি বিকেলটা ধূসর হয়ে ওঠে—
ধূসর হয়ে ওঠে স্বচ্ছ জলের বিল!
আমার খালি শূন্যতা বাড়ে...
পাশ কেটে উড়ে যায় একটা মায়াবী শঙ্খচিল!
মন খারাপের কবিতা
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।
হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।
তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।
তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।
নায়ের মাঝে বসবো বটে,
না-এর মাঝে শোবো,
হাত দিয়েতো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।
-নির্মলেন্দু গুণ
বসন্তের শুভেচ্ছা কবিতা
ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা***
*************************
কবিতা-- এসেছে বসন্ত
কলমে-মোহাম্মদ ইছা (জাসেদ)
দুহাত নেড়ে,মুড়িয়ে চাদড়ে
শীতের যাত্রা পথে
জানিনা পাবে কি হলুদের দেখা
আজিকে প্রভাতে।
বসন্ত আসন সাজানো আছে
শিমুলের ডালে ডালে,
শতবর্ষি কৃষ্নচূড়া সোড়ষি আজ
সেজেছে লালে লালে।
বসন্ত এসেছে আসছে ভেসে
কোকিলের কুহুরি
বাসন্তী ভালোবাসার অপেক্ষায়
গাঁয়ের কিশোরী।
সবুজ কুড়ি নিদ্রা ছাড়িয়া
নয়ন মেলিয়া চাই
প্রজাপতির রং ডং কত
বসন্ত বাগিচায়।
সরিষার ফুলে হলদে সাগরে
লাগিল বাসন্তী হাওয়া।
আমার কবি মন ভাবছে অকারণ
সীমান্ত পাড়ি দিব তাহার লাগিয়া।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা-
"ভালোবাসি, ভালোবাসি'
ধরো কাল তোমার পরীক্ষা,
রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাসো?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
ধরো ক্লান্ত তুমি,
অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত,
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে
ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাসো?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময়
হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাসো?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার
দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
ধরো শেভ করছ তুমি,
গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি- ভালবাসো?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
ধরো খুব অসুস্থ তুমি,
জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি,
নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম-
ভালবাসো?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও....
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে,
ভালোবাসি, ভালোবাসি.......
ধরো দূরে কোথাও যাচ্ছ
তুমি,
দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,
হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাসো?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে,
ভালোবাসি, ভালোবাসি
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,
আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাসো?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-
ভালবাসো?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই
আমাকে বলবে,
ভালোবাসি, ভালোবাসি.....
যেখানেই যাও,যেভাবেই থাক,
না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ, তুমি আছ
ভালোবাসি,ভালোবাসি...
হেলাল হাফিজের কবিতা
Tag:শঙ্খচিল কবিতা, মন খারাপের কবিতা , বসন্তের শুভেচ্ছা কবিতা , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, হেলাল হাফিজের কবিতা