মেরাজ নামাজের নিয়ম | মেরাজের তাৎপর্য
আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শবে মেরাজ 2021 কত তারিখ, মেরাজের নামাজের নিয়ত , শবে মেরাজ কত তারিখ 2021, শবে ই মেরাজের নামাজের নিয়ম , শবে মেরাজের রোজার নিয়ম, শবে মেরাজ নামাজের নিয়ম, মেরাজের তাৎপর্য,
মেরাজের নামাজের নিয়ত
শবে মেরাজ 2021 কত তারিখ শবে মেরাজ কত তারিখ 2021
শবে ই মেরাজের নামাজের নিয়ম
শবে মেরাজের রোজার নিয়ম
রোজা রাখার জন্য সেহেরী খেতে হয় এবং রবিবার রোজার নিয়ত শনিবার দিবাগত রাত্রে তথা সূর্যাস্তের পর থেকে করা যায় এবং রোজা রাখার জন্য নিয়ত টা অবশ্যই প্রয়োজন ,এভাবে নিয়ত করতে হয়।
মাসয়ালা রমজান মাসে সেহরি খাওয়াটাও রােজার নিয়ত বলে গণ্য হবে। তবে সেহরি খাওয়ার সময় রােজা রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। -কিতাবুল ফিকাহ: ১/৮৮১
মাসয়ালা : নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন রােববারে রােজার নিয়ত শনিবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। শনিবার সূর্যাস্তের পূর্বে রােববারের রােজার নিয়ত করা যথেষ্ট নয়। কেননা, হাদিস শরিফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। হাদিসে আছে, হজরত হাফসা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তার রােজা নেই, যে রাতে নিয়ত করেনি। মুসনাদে আহমাদ ও সুনানে আবু দাউদ
শবে মেরাজ নামাজের নিয়ম
মেরাজের তাৎপর্য
আমাদের নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, তখন তা সব কুরাইশদের মুখে মুখে ফিরতে লাগল। বড় বড় কুরাইশ নেতারা তাকে অপদস্থ করার জন্য একত্রিত হতে লাগল। তারা এতটা উৎসাহিত ছিল যে, বাইতুল মুকাদ্দাস যেতে মক্কা থেকে এক মাস সময় লাগে, যা কিনা মহানবী (সা.) এক রাতে ভ্রমণ করে আবার ফিরে এসেছেন। তারা মহানবীকে (সা.) তার পক্ষে প্রমাণ দিতে বলেন।
তআমাদের নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, তখন তা সব কুরাইশদের মুখে মুখে ফিরতে লাগল। বড় বড় কুরাইশ নেতারা তাকে অপদস্থ করার জন্য একত্রিত হতে লাগল। তারা এতটা উৎসাহিত ছিল যে, বাইতুল মুকাদ্দাস যেতে মক্কা থেকে এক মাস সময় লাগে, যা কিনা মহানবী (সা.) এক রাতে ভ্রমণ করে আবার ফিরে এসেছেন। তারা মহানবীকে (সা.) তার পক্ষে প্রমাণ দিতে বলেন।
তখন মহানবী বাইতুল মুকাদ্দাসের বিস্তারিত বিবরণ দান করেন যা কি না একবারের যাত্রায় মনে রাখা কারাে পক্ষে সম্ভব নয়। তার ওপর মহানবী (সা.) এর আগে কখনাে যাননি। এ ছাড়াও তিনি একটি কাফেলার কথা বলেন, যারা কিছুদিন পরই মক্কায় এসে পৌঁছায়। তিনি তাদের হারানাে উট খুঁজে পেতে সাহায্য করেন। তার সব প্রমাণ শুনে কুরাইশরা নিস্তব্ধ হয়ে গেল। বিশেষ করে যখন ওই কাফেলা মক্কায় এসে তার সত্যতা নিশ্চিত করল।
তার এই ঘটনা যখন প্রথমে কেউই বিশ্বাস করছিলেন না, তখন হযরত আবু বকর (রা.) বিশ্বাস করেছিলেন। তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন যে, এটা কি মহানবী (সা.) নিজ মুখে বলেছেন কি না। তার এই বিশ্বাসের ফলে মহানবী (সা.) তাকে সিদ্দিক (বিশ্বাসী) উপাধি দান করেন।
তাৎপর্য
ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি নামাজ বা সালাত। কালেমার পরই এর অবস্থান।
Tag: শবে মেরাজ 2021 কত তারিখ, মেরাজের নামাজের নিয়ত , শবে মেরাজ কত তারিখ 2021, শবে ই মেরাজের নামাজের নিয়ম , শবে মেরাজের রোজার নিয়ম, শবে মেরাজ নামাজের নিয়ম, মেরাজের তাৎপর্য,