সাদা সবুজ হলুদ গোলাপ ফুলের ছবি পিকচার ফটো | তাজা গোলাপ ফুল
গোলাপ ফুলের পিকচার
প্রিয় পাঠকবৃন্দ টাইম অফ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সাদা গোলাপ ফুল সবুজ গোলাপ ফুল হলুদ গোলাপ ফুলের ছবি পিকচার ফটো এবং তাজা গোলাপ ফুলের ছবি নিয়ে এ পোস্টটি তৈরি করেছে আশা করি আপনাদের ভালো লাগবে।
হলুদ গোলাপ ফুলের ছবি
তাজা গোলাপ ফুল
গোলাপ ফুলের পিকচার | গোলাপের ছবি | গোলাপের পিক | গোলাপ ফুলের ফটো | ফুলের ছবি গোলাপ
সবুজ গোলাপ ফুলের ছবি
সবুজ গোলাপ
গােলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালােবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গােলাপকে ফুলের রাণী বলা হয়। Rosaceae পরিবারের Rosa গণের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গােলাপ ফুল ফুটে থাকে। প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গােলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপা গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গােলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। তবে গােলাপের নিজস্ব কোন গন্ধ নেই। গন্ধ উৎপাদনের কোন ক্ষমতা গােলাপের নেই। অনেক বর্ণের গােলাপ জন্মে থাকে।যেমন গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। ইতােমধ্যে "গার্ডেন রােজ" নামে বিভিন্ন হাইব্রিড গােলাপেরও উৎপাদন করা হচ্ছে। যেগুলাে একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততােধিক রঙের হতে পারে।
চিকিৎসাক্ষেত্রে বিশ্বব্যাপী গােলাপের রয়েছে। উল্লেখযােগ্য ব্যবহার।গােলাপ ভিটামিন এ,সি, বি৩ ও ই এর অন্যতম উৎস।গােলাপজল "রিলাক্সিং এজেন্ট" হিসেবে ব্যবহৃত হয় যা স্নায়ুগুলােকে সতেজ করে। গােলাপ পাপড়ির চা আলসার, অ্যাজমা, ডিহাইড্রেশন সহ বিভিন্ন রােগ নিরাময় করতে সহায়তা করে। জ্বর,র্যাশ প্রতিরােধ করে।গােলাপ চা পিত্তথলি ও যকৃতকে ভালাে রাখে।এছাড়া গােলাপজল চুলের বৃদ্ধির জন্য উপকারী।
হলুদ গোলাপ
সাদা গোলাপ ফুলের ছবি
Tag:হলুদ গোলাপ ফুলের ছবি , তাজা গোলাপ ফুল, গোলাপ ফুলের পিকচার , গোলাপের ছবি, গোলাপের পিক, গোলাপ ফুলের ফটো, ফুলের ছবি গোলাপ , সবুজ গোলাপ, সবুজ গোলাপ ফুলের ছবি , হলুদ গোলাপ, সাদা গোলাপ ফুলের ছবি