দোয়া কুনুত আরবি এবং বাংলা লেখা

Sadia
0

 


দোয়া কুনুত সূরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওনাসতাগ ফিরুকা, দোয়া কুনুত আরবী ,দোয়া কুনুত বাংলা লেখা , দোয়া কুনুত তেলাওয়াত, সূরা দোয়া কুনুত ,


আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি আল্লাহর রহমতে । আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম,দোয়া কুনুত সূরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওনাসতাগ ফিরুকা, দোয়া কুনুত আরবী ,দোয়া কুনুত বাংলা লেখা , দোয়া কুনুত তেলাওয়াত, সূরা দোয়া কুনুত ,


দোয়া কুনুত সূরা 

দোয়া কুনুত বিতর নামাযে পড়তে হয়। বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে সূরা মিলানোর পর তাকবীর দিয়ে যে দোয়া পড়তে হয় তাই দোয়া কুনুত। এই দোয়াটি গুরুত্ব অপরিসীম এবং অনেক অর্থপূর্ণ ফজিলত আছে। বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করতে হয় দোয়া কুনুত বেতর নামাজ হয় না।অনেকে হয়তো আমরা দোয়া কুনুত পারি না অনেকের হয়তো মুখস্ত নেই তাই যা আমরা আমাদের যাদের মুখস্থ নেই তারা খুব শীঘ্রই মুখস্ত করে ফেলব ইনশাআল্লাহ।

আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওনাসতাগ ফিরুকা 

 এটি দোয়া কুনুত এর প্রথম দিকের একটি অংশ। অনেকে হয়তো এর পরবর্তী অংশ গুলো খুঁজছেন। তাদের সুবিধার্থে আমাদের এই পোস্টে পরবর্তী লাইনগুলোতে দেয়া হলো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক

দোয়া কুনুত আরবী 

ﺍَﻟﻠَّﻤُﻢَّ ﺍِﻥَّ ﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻚَ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻙ َ ﻭَﻧُﺆْﻣِﻦُ ﺑِﻚَ ﻭَﻧَﺘَﻮَﻛَّﻞُ ﻋَﻠَﻴْﻚَ ﻭَﻧُﺜْﻨِﻰْ ﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺨَﻴْﺮَ ﻭَﻧَﺸْﻜُﺮُﻙَ ﻭَﻻَ ﻧَﻜْﻔُﺮُﻙَ ﻭَﻧَﺨْﻠَﻊُ ﻭَﻧَﺘْﺮُﻙُ ﻣَﻦْ ﻳَّﻔْﺠُﺮُﻙَ - ﺍَﻝﻟَّﻬُﻢَّ ﺍِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭَﻟَﻚَ ﻧُﺼَﻠِّﻰْ ﻭَﻧَﺴْﺠُﺪُ ﻭَﺍِﻟَﻴْﻚَ ﻧَﺴْﻌَﻰ ﻭَﻧَﺤْﻔِﺪُ ﻭَﻧَﺮْﺟُﻮْ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﻭَﻧَﺨْﺸَﻰ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺍِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺑِﺎﻟْﻜُﻔَّﺎﺭِ ﻣُﻠْﺤِﻖٌ

দোয়া কুনুত বাংলা লেখা 

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক ।
অনুবাদ: হে আল্লাহ! আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, তোমার ভরসা করিতেছি । তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার উপর ঈমান আনিতেছি, তোমার ভরসা করিতেছি তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । আমরা তোমাকে অস্বীকার করি না । যাহারা তোমার হুকুম অমান্য করে তাহাদের সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র পরিত্যাগ করি । হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই খেদমতে হাজির হই এবং তোমার রহমতের আশা করি ও তোমার শাস্তিকে ভয় করি । নিশ্চই তোমার আজাব অবিশ্বাসিগণ ভোগ করিবে

দোয়া কুনুত তেলাওয়াত

দোয়া কুনুত খুব গুরুত্বপূর্ণ একটি সূরা।বিতর নামাজ পড়তে দোয়া কুনুত লাগে দোয়া কুনুত ছাড়া বিতর নামাজ হয়ন বিতর নামাজের তিন রাকাতের সময় দোয়া কুনুত পাঠ  করতে হয়। অনেকে হয়তো আরবি লেখা দেখে উচ্চারণ করতে পারেন না তাই তারা দোয়াকোনোদ মুখস্থ করতে পারছেন না। তাই আপনাদের সুবিধার্তে এখানে দোয়া কুনুত এর তেলাওয়াত টি দেয়া হলো এবং এর অর্থ ও বাংলা উচ্চারন দেয়া হলো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তেলাওয়াত শুনে।


 সূরা দোয়া কুনুত 

বেতেরের তিন রাকাত নামাজের নিয়্যত করে তাকবীরে তাহরীমা বেঁধে যথারীতি দু-রাকা'আতের পর বসে তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে তৃতীয় রাক'আতে সূরা-কিরায়াত পাঠ করে পুনরায় তাহরীমা বেঁধে দোয়ায়ে কুনূত পাঠ করে যথারীতি রুকু-সিজদাহ ও শেষে বৈঠকের পর সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন।সূরা দোয়া কুনুত এর বাংলা উচ্চারণ টি নিচে দেওয়া হলো আপনারা হয়তো অনেকেই দোয়া কুনুত এর বাংলা উচ্চারণ টি খুঁজছেন। আমাদের এই পোস্টে দোয়া কুনুত এর বাংলা উচ্চারণ টি দিয়ে দেয়া হলো যারা দোয়া কুনুতপারেন না তাদের অনেক উপকারে আসবে।

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক ।

Tag:দোয়া কুনুত সূরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওনাসতাগ ফিরুকা, দোয়া কুনুত আরবী ,দোয়া কুনুত বাংলা লেখা , দোয়া কুনুত তেলাওয়াত, সূরা দোয়া কুনুত ,


Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)