বিতর নামাজে দোয়া কুনুত

Sadia
0

কুনুত , দোয়া কুনুত , দোয়া কুনুত বাংলা, দোয়া কুনুত অর্থসহ , বিতর নামাজে দোয়া কুনুত না পারলে, দোয়া কুনুত বাংলা উচ্চারণ ,





আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি আল্লাহর রহমতে । আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম,কুনুত , দোয়া কুনুত , দোয়া কুনুত বাংলা, দোয়া কুনুত অর্থসহ , বিতর নামাজে দোয়া কুনুত না পারলে, দোয়া কুনুত বাংলা উচ্চারণ ,

কুনুত 

বিতর সালাতের দোয়া কুনুত পাঠ করতে হয়।
দোয়া কুনুত বিতর সালাতে আল্লাহর রাসূল মাঝেমাঝে দোয়া পাঠ করতেন এক/তিন/পাঁচ/সাত রাকাত বিতর সালাতের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে বার রুকু থেকে উঠে দুই হাত তুলে দোয়া কুনুত পাঠ করতে হয় দোয়া কুনুত মাঝেমাঝে ছেড়ে দিয়ে বিতর সালাত পড়া নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত।

দোয়া কুনুত 

দোয়া কুনুত বিতরের নামাযে পড়তে হয়ঃ
ﺍَﻟﻠَّﻤُﻢَّ ﺍِﻥَّ ﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻚَ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻙ َ ﻭَﻧُﺆْﻣِﻦُ ﺑِﻚَ ﻭَﻧَﺘَﻮَﻛَّﻞُ ﻋَﻠَﻴْﻚَ ﻭَﻧُﺜْﻨِﻰْ ﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺨَﻴْﺮَ ﻭَﻧَﺸْﻜُﺮُﻙَ ﻭَﻻَ ﻧَﻜْﻔُﺮُﻙَ ﻭَﻧَﺨْﻠَﻊُ ﻭَﻧَﺘْﺮُﻙُ ﻣَﻦْ ﻳَّﻔْﺠُﺮُﻙَ - ﺍَﻝﻟَّﻬُﻢَّ ﺍِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭَﻟَﻚَ ﻧُﺼَﻠِّﻰْ ﻭَﻧَﺴْﺠُﺪُ ﻭَﺍِﻟَﻴْﻚَ ﻧَﺴْﻌَﻰ ﻭَﻧَﺤْﻔِﺪُ ﻭَﻧَﺮْﺟُﻮْ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﻭَﻧَﺨْﺸَﻰ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺍِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻚَ ﺑِﺎﻟْﻜُﻔَّﺎﺭِ ﻣُﻠْﺤِﻖٌ

দোয়া কুনুত বাংলা 

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক ।

দোয়া কুনুত অর্থসহ 

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক ।
অনুবাদ: হে আল্লাহ! আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, তোমার ভরসা করিতেছি । তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার উপর ঈমান আনিতেছি, তোমার ভরসা করিতেছি তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি । আমরা তোমাকে অস্বীকার করি না । যাহারা তোমার হুকুম অমান্য করে তাহাদের সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র পরিত্যাগ করি । হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই খেদমতে হাজির হই এবং তোমার রহমতের আশা করি ও তোমার শাস্তিকে ভয় করি । নিশ্চই তোমার আজাব অবিশ্বাসিগণ ভোগ করিবে

বিতর নামাজে দোয়া কুনুত না পারলে

       বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব কিন্তু হয়তো অনেকেই দোয়া কুনুর পারেন না তাদের জন্য আমাদের এই পোস্টে দোয়া কুনুত এর পরিবর্তে অন্য একটি ছড়া  দিয়ে দেয়া হলো আশা করি আপনারা উপকৃত হবেন । বিতর নামাযে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব।  কুনুতের উদ্দেশ্য হচ্ছে- দোয়া করা। এক্ষেত্রে নির্দিষ্ট দোয়া তথা আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা’ ব্যতীত অন্য যে কোনো দোয়া পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে এবং নামায সহীহ হয়ে যাবে। অবশ্য হাদীসে বর্ণিত উক্ত দোয়াটি পড়া সুন্নত। তাই হাদীসে বর্ণিত এ দোয়া কেউ না জানলে দ্রুত শিখে নিবে।
  তবে দোয়ায়ে কুনুতের পরিবর্তে তিনবার সূরা ইখলাস পড়ার কথাটি সঠিক নয়। কারণ সূরা ইখলাস কুনুত বা দোয়া সম্বলিত সূরা নয়। দোয়া সম্বলিত এক বা একাধিক কুরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাছিল হয়ে যাবে। বিভিন্ন ফাতাওয়ার কিতাবে, হাদীসে বর্নিত নির্দিষ্ট দোয়াটি না পারলে,

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار 

দোয়া পড়ার কথা এসেছে ৷ তাই এ দোয়াটিও পড়া যাবে ৷ অথবা
 ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا انك من لدنك رحمة انك انت الوهاب 
এ জাতীয় দোয়া সম্বলিত যেকোনো আয়াতও পড়া যাবে ৷ আর তাও যদি না পারে তাহলে তিন বার আসতাগফীরুল্লাহ পড়বে ৷ 

অবশ্য কেউ যদি এক্ষেত্রে কোনো দোয়াই না পড়ে তাহলে নামায হবে না পুনরায় নামায আদায় করতে হবে।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ 

এশার নামাজের মধ্যে তিন রাকাত বেতের নামাজ পড়তে হয় যে নামাজ টি পড়া ওয়াজিব এবং এই নামাজে দোয়া কুনুত পড়তে হয় দেয়া হল আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খইর । ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক ।

Tag:কুনুত , দোয়া কুনুত , দোয়া কুনুত বাংলা, দোয়া কুনুত অর্থসহ , বিতর নামাজে দোয়া কুনুত না পারলে, দোয়া কুনুত বাংলা উচ্চারণ ,

Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)