পিসএসি psc সাজেশন ২০২৪ [ সকল বিষয় এক সাথে ] | PSC Suggestions 2024 All subjects

Monjurul Hasan Manik
0

পিএসসি / সমাপনী পরিক্ষার সাজেশন ২০২৪




পিএসসি/ সমাপনী বাংলা পরিক্ষার সাজেশন ২০২৪



কোমলমতি শিক্ষার্থীরা, 

(১)রচনার জন্য তোমরা নিচের ১০টি রচনা পড়লেই ১০০% কমন পাবে বলে আশাকরি।



(২) চিঠি ও আবেদনপত্রের জন্য তোমরা নিচের ৫টি চিঠি ও ৪টি দরখস্ত পড়লে ১০০% কমন পাবে বলে আশাকরি।





শর্ট বা ছোট প্রশ্নের জন্য নিচের প্রত্যেক অধ্যায় থেকে নিচের প্রশ্নগুলো ফলো করলে যেকোনো প্রশ্ন লিখতে পারবে।















পিএসসি/ সমাপনী ইংরেজি পরিক্ষার সাজেশন্স-২০২৪। PSC english suggestion- 2024







পিএসসি/ সমাপনী গণিত পরিক্ষার সাজেশন-২০২৪ | psc math suggestion 2024


প্রাথমিক গণিত
অধ্যায় -০১ গুন
১. প্রশ্ন : ১১০০×২০০= কত?
২. প্রশ্ন : একটি টেবিলের দাম ৫০০০ টাকা। ৫০০ টি টেবিলের দাম কত?
৩. প্রশ্ন : এমন তিনটি সংখ্যা লিখ যাদের গুণফল ও যোগফল সমান।
৪. প্রশ্ন : ২৩৩×১৭=৩৯৬১ এখানে, গুণ্য কত?
৫. প্রশ্ন : গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
৬. প্রশ্ন : ৯৯ এবং ৭৫ এর গুণফল কত?
৭. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরে কত টাকা আয় করেন?
৮. প্রশ্ন : একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০ টি খামারে কত টি মুরগি আছে?
৯. প্রশ্ন : গুণফল÷ গুণ্য = কি?

অধ্যায়-২ (ভাগ)
১. প্রশ্ন : ৫ টি আমের দাম ৭৫ টাকা হলে ১ টির দাম কত?
২. প্রশ্ন : দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে করলে গুণফল ১৯৮০০ হবে?
৩. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
৪. প্রশ্ন‌‌‌‍ : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
৫. প্রশ্ন : (৭-১)÷___=২ এখানে _ ঘরে কত বসবে?
৬. প্রশ্ন : ১০=(১০৯-___)÷১০; এখানে খালি ঘরে কি বসবে?
৭. প্রশ্ন : একটি বই তৈরি করতে ১২০ টাকা তা কাগজ লাগে। ৫০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?


অধ্যায়-৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)

১. প্রশ্ন : ৪ টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০ টি কলমের মূল্য কত?
২. প্রশ্ন : ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখ।
৩. প্রশ্ন : ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৪ টি পেন্সিল এর দাম কত?
৪. প্রশ্ন : রনিকে তার বাবা ২০ টাকার একটি নোট দিলো। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে তার গাণিতিক বাক্য টি লিখ।
৫. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ১০ বছর হলে, পিতার বয়স কত?
৬. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
৭. প্রশ্ন : মা ও ছেলের বয়সের সমষ্টি ৬০ বছর। মার বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স কত হবে?
৮. প্রশ্ন : ৫ – (৩৬+১৬)÷১৩= কত?
৯. প্রশ্ন : ১-{১-(১-১)}= কত?


অধ্যায়-৪ (গাণিতিক প্রতীক)


১. প্রশ্ন : (৭+ক)×৩=৩০ হলে, ‘ক’ এর মান কত?
২. প্রশ্ন : ৪÷২+৩___১৬÷৪+১, খালি ঘরে কি প্রতীক ব্যবহৃত হবে?
৩. প্রশ্ন : ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি?
৪. প্রশ্ন : (৭×৫)÷৫>৫ উক্তিটি কি সত্য?
৫. প্রশ্ন : ৩×ক<২০ খোলা বাক্যটিতে ক এর মান কেমন হতে পারে?
৬. প্রশ্ন : (ক+৬)÷৩=১২ হলে, ক এর মান কত?


অধ্যায়-৫ (গুণিতক এবং গুণনীয়ক)

১. প্রশ্ন : ৪,৬ ও ২৪ এর ল সা গু কত?
২. প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,১৮,২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?
৩. প্রশ্ন : ১২,২৪,৬ এর লসাগু কত ?
৪. প্রশ্ন : ১৫ এর গুণনীয়ক গুলো লিখ?
৫. প্রশ্ন : ৬ টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কত শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
৬. প্রশ্ন : ৭ ও ৮ এর লসাগু কত?
৭. প্রশ্ন : ১ কেন মৌলিক সংখ্যা নয়?


অধ্যায়-৬ (ভগ্নাংশ)
অনুশীলনী-৬(ক)
১. প্রশ্ন : ২/৩ এবং ৫/৬ কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করলে কত হবে?
২. প্রশ্ন : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে কি বলে?
৩. প্রশ্ন : প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
৪. প্রশ্ন : ২৭/৭২ এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি?
৫. প্রশ্ন : ২/৭+১/৩= কত?


অনুশীলনী-৬(খ)

১. প্রশ্ন : ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?

২. প্রশ্ন : ১১/১৩ কে ৬ দ্বারা গুণ করলে গুণফল কথা হবে?

৩. প্রশ্ন : ৭/৮ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

৪. প্রশ্ন : ১০ এর বিপরীত ভগ্নাংশ কত?

৫. প্রশ্ন : যেকোনো ভগ্নাংশকে একই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়?


অধ্যায়-৭ (দশমিক ভগ্নাংশ)
অনুশীলনী-৭(ক)

১. প্রশ্ন : ২৫.৩৪৬ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
২. প্রশ্ন : ০.০৭ কে ৯ দ্বারা গুণ করো?
৩. প্রশ্ন : ০.৯÷৩= কত?

অনুশীলনী-৭(খ)
১. প্রশ্ন : ১ মিটার ফিতার দাম ৫.৩২ টাকা হলে ০.৭৫ মিটার ফিতার দাম কত?
২. প্রশ্ন : ৪.৮২ কে ০.৪ দাড়া গুন করলে গুনফল কত হবে?
৩. প্রশ্ন : ৪৬.৫÷৩.১= কত?
৪. প্রশ্ন : ০.১৮৪৯ কে ০.৪৩ দ্বারা ভাগ করো?
৫. প্রশ্ন : ৯৮.৭÷২১= কত?


অধ্যায়-৮ (গড়)

১. প্রশ্ন : ৬ বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, বইগুলোর গড় ওজন কত?
২. প্রশ্ন : ৬ সংখ্যার গড় এর অর্ধেক ৪ হলে, সংখ্যা গুলো সমষ্টি কত?
৩. প্রশ্ন : ৪টি আমের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম,১৭০ গ্রাম,১৭৫ গ্রাম,১৮৫ গ্রাম হলে আম গুলোর গড় ওজন কত?
৪. প্রশ্ন : ৩ টি সংখ্যার গড় ১৫ ও ২ টি সংখ্যার গড় ২৫ হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত?
৫. প্রশ্ন : ৩,১৫,২০,১৪ সংখ্যাগুলোর গড় কত?

অধ্যায়-৯ (শতকরা)

১. প্রশ্ন : ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
২. প্রশ্ন : কত গ্রাম এর ৫৬% হল ৪২ গ্রাম?
৩. প্রশ্ন : শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
৪. প্রশ্ন : ভগ্নাংশের হর কত দিয়ে শতকরা করা হয়?
৫. প্রশ্ন : ৬৫% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
৬. প্রশ্ন : একটি বইয়ের ক্রয় মূল্য ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?
৭. প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্র কি?


অধ্যায়-১০(জ্যামিতি)

১.প্রশ্ন : আয়তের প্রতিটি কোণ কেমন?

২. প্রশ্ন : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কে কি বলে?

৩. প্রশ্ন : সামান্তরিকের একটি কোণ ৯০° হলে অন্য কোন গুলো কিরূপ হবে?
৪. প্রশ্ন : ত্রিভুজের কর্ণ কয়টি?
৫. প্রশ্ন : বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি?
৬. প্রশ্ন : ব্যাস ব্যাসার্ধের কত গুণ?

অধ্যায়-১১ (পরিমাপ)
অনুশীলনী-১১(ক)
১. প্রশ্ন : ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল?
২. প্রশ্ন : ১ কিলোমিটার = কত মিটার?
৩. প্রশ্ন : সেন্টিমিটার মিটারের কত অংশ?
৪. প্রশ্ন : ৯৮৭৬০০ মিলিমিটারে কত লিটার?
৫. প্রশ্ন : ১০০ গ্রাম= কত হেক্টোগ্রাম?
৬. প্রশ্ন : একটি ত্রিভুজের ভূমি ২ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ক্ষেত্রফল কত?
৭. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ৮. ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
৮. প্রশ্ন : একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২ টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে?
৯. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
১০. প্রশ্ন : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
১১. প্রশ্ন : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?

অধ্যায় ১২ (সময়)
১. প্রশ্ন : অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
২. প্রশ্ন : ৩ যুগে কত বছর?
৩. প্রশ্ন : ১৯৫২ সালটি কোন শতাব্দীর?
৪. প্রশ্ন : বৈশাখ মাস কত দিনে হয়?
৫. প্রশ্ন : ইংরেজি কতগুলো মাসে ৩১ দিন করে আছে?
৬. প্রশ্ন : ১ যুগ কি?
৭. প্রশ্ন : এক শতাব্দী কাকে বলে?
৮. প্রশ্ন : এক বছর সমান কত দিন?

অধ্যায়-১৩ (উপাত্ত বিন্যাসকরণ)
১. প্রশ্ন : একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
২. প্রশ্ন : ২,৪,৬,৮,১০ উপাত্তগুলো কিরূপ উপাত্ত?
৩. প্রশ্ন : আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কি থাকে?
৪. প্রশ্ন : ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
৫. প্রশ্ন : লেখচিত্র কি?


অধ্যায়-১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার)
১. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
২. প্রশ্ন : ক্যালকুলেটর কি?
৩. প্রশ্ন : হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে?
৪. প্রশ্ন : আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়?
৫. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
৬. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?



পিএসসি/ সমাপনী বিজ্ঞান পরিক্ষার সাজেশন-২০২৪ | psc science suggestion 2024


অধ্যায় – ১

( আমাদের পরিবেশ)

১।উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করতে পারে? বায়ু থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা তিনটি বোধন লেখ।

২।উদ্ভিদ কোথা থেকে শক্তি পাই? উদ্ভিদের ওপর নির্ভরশীল কেন? পরিবেশে উদ্ভিদের তিনটি গুরুত্ব লেখ।

৩।উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় সংরক্ষণে তিনটি উপায় লেখ।

৩।খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? ব্যাঙ সাপ ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্য শৃংখল তৈরি কর। খাদ্য শৃংখল টির সর্বোচ্চ খাদক কোনটি?

অধ্যায় – ২

( পরিবেশ দূষণ )
১। পরিবেশ দূষণ কাকে বলে? শিল্পায়ন কিভাবে পরিবেশকে দূষিত করছে? দুটি বাক্যে লেখ। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। শব্দ দূষণের দুটি কারণ লেখ। হঠাৎ শব্দের কারণে মানব দেহের সৃষ্ট দুটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য দুটি পরামর্শ লেখ।
৩। মাটি দূষণের ফলে আবাদি জমি ও পশু পাখির উপর দুটি ক্ষতিকর প্রভাব লেখ। পরিবেশ সংরক্ষণের প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে তোমার তিনটি করণীয় লেখ।

অধ্যায় – ৩

( জীবনের জন্য পানি )
১। ঘনীভবন কি? শীতের সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি কোথা থেকে আসে? দুটি বাক্যে লেখ। পানির বিভিন্ন অবস্থার জন্য কোনটি দায়ী? এক টুকরা বরফে তাপ প্রয়োগ করলে কি রুপ পরিবর্তন দেখা যাবে?
২। বাষ্পীভবন কি? পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখ। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় পানির একটা বিরাট অংশ নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে তুলে আনি। এটা ব্যবহার পরেও কেন এ পানি ফুরিয়ে যায় না? 3 টি বাক্যে ব্যাখ্যা কর।
৩।পানি দূষণ কি? পানি দূষণের চারটি কারণ লেখ।
দূষিত পানি কাকে বলে? পানি শোধনের একটি উপায় নাম লেখো। পানি পুরোপুরি নিরাপদ করতে কোন উপায় সবচেয়ে বেশি গ্রহণীয়? কেন?

অধ্যায় – ৪

( বায়ু )
১। বায়ুর চারটি উপাদানের নাম লেখ। মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে তা চারটি বাক্যে লেখ।
২। কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
৩। ভারত ও কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির একটি কারণ লেখ। কিভাবে এসিড বৃষ্টি হয়? একটি বাক্যে লেখ। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে আমাদের করণীয় কি? একটি বাক্যে লেখ। বায়ু দূষণ প্রতিরোধে দুটি পরামর্শ লেখ।

অধ্যায় – ৫

( পদার্থ ও শক্তি )
১। তাপের পরিবহন কি শীতকালে আগুন জ্বলে এবং চাঁদের আলোতে পৃথিবীর আসার মধ্যে সম্পর্ক কি? দুটি বাক্যে লেখ। তাপ সঞ্চালনের পরিবহন ও পরিচালন পদ্ধতি দুটি পার্থক্য লেখ।
২। শক্তির একটি উৎসের নাম লেখো। দৈনন্দিন জীবনে শক্তির যথাযথ ব্যবহার করতে হয় কেন? তুমি যে সকল কাজে প্রতিদিন শক্তি ব্যবহার করো এমন 3 টি কাজের নাম লেখ।
৩। দুই রকম শক্তির নাম লেখ। শক্তি সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।

অধ্যায় – ৬

( সুস্থ জীবনের জন্য খাদ্য )
১। হিমাগারে খাদ্য রাখার 3 টি সুবিধা লেখ। জাঙ্ক ফুড খাওয়ার দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
৩। খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো। খাদ্য সংরক্ষণে উপকারিতা 4 টি বাক্যে লেখ।

অধ্যায় – ৭

( স্বাস্থ্যবিধি )
১। দুটি পানিবাহিত রোগের নাম লেখ। কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ।
২। ডেঙ্গু কি ধরনের রোগ? এ ধরনের রোগের প্রতিরোধ তোমার দুটি কারণে লেখো। ম্যালেরিয়া রোগ প্রতিরোধের উপায় লেখ।
৩। দুটি ছোঁয়াচে রোগের নাম লেখ। সংক্রামক রোগ প্রতিকারের উপায় লেখ।
৪। বয়সন্ধি কি? বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন গুলো পাঁচটি বাক্যে লেখ।
৫। ছেলেরা কত বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছাই? বয়সন্ধিকালে দুশ্চিন্তা না করে কি করা উচিত? একটি বাক্যে লেখ। কিভাবে তিনটি উপায় লেখ।

অধ্যায় – ৮

( মহাবিশ্ব )
১। গ্যালাক্সি কাকে বলে? সূর্য নক্ষত্রের চারটি বৈশিষ্ট্য লেখ।
২। গ্রহ কি? গ্রহ ও উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখ। আদর্শ কিভাবে পৃথিবীর তিনটি বৈশিষ্ট্য।
৩। ঋতু পরিবর্তন কেন হয় বছর আমরা কয়টি ঋতু পরিবর্তন দেখতে পাই? উত্তর গোলার্ধে কি সকালের সূর্যের তিনটি প্রভাব উল্লেখ কর।
৪। Milky way কি? ঋতু পরিবর্তনের কারণ পাঁচটি বাক্যে লেখ।

অধ্যায় – ৯

( আমাদের জীবনে প্রযুক্তি )
১। প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্য কি? বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি পার্থক্য লেখ।
২। প্রযুক্তি কি? প্রযুক্তি ও বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে তা পাঁচটি বাক্যে লেখ।
৩। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব পরিবেশের কিভাবে দূষিত হচ্ছে সে সম্পর্কে দুটি বাক্য লেখ। প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার তিনটি পরামর্শ লেখো।

অধ্যায় – ১০

( আমাদের জীবনে তথ্য )
১। তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবো তা 4 টি বাক্যে বর্ণনা কর।
২। ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব?
৩। ইন্টারনেট কি ?ইন্টারনেট এ তিনটি ব্যবহার লিখ।
৪। তথ্য বিনিময় কি? কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 4 টি বাক্যে ব্যাখ্যা কর।

অধ্যায় – ১১

( আবহাওয়া ও জলবায়ু )
১। আদ্রতা কি? বাংলাদেশের কৃষিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেন গুরুত্বপূর্ণ? তাপমাত্রা ও চাপ কে কিভাবে প্রভাবিত করে? 3 টি বাক্যে লিখ।
২। খরা কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক কিভাবে করে? আমাদের জীবনে বন্যা দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
৩। আবহাওয়া কি? বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তা 4 টি বাক্যে লেখ।

অধ্যায় – ১২

( জলবায়ু পরিবর্তন )
১। বায়ুমণ্ডল কি? দিনের বেলা বৃষ্টি উত্তর কোথায় গেল? বৈশ্বিক উষ্ণায়ন ও তিনটি কারণ লেখ।
২। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাস গুলো কে কি বলে? এসব গ্যাস নির্গমনের হার কমানোর জন্য আমাদের চারটি করণীয় লেখ।
৩। গ্রীন হাউজ কি? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় লেখ।
৪। বৈশ্বিক উষ্ণায়ন কি? বসিক উষ্ণায়নের দুটি কারণ লেখ। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার দুটি করণীয় লেখ।

অধ্যায় – ১৩

( প্রাকৃতিক সম্পদ )
১। প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদের চারটি ব্যবহার লেখ।
২। গ্যাস কি ধরনের সম্পদ? এর নাম লেখ। গ্যাস অপচয় রোধ করার উপায় লেখ।
৩। প্রাকৃতিক গ্যাসের দুটি বিকল্প উৎসের নাম লেখ। প্রাকৃতিক গ্যাস ও সৌর শক্তির মধ্যে কোনটি ব্যবহার এক্ষেত্রে প্রধান ও দেবে? কেন প্রধান কারণ লেখ।

অধ্যায় – ১৪

( জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ )
১। মানুষের তিনটি মৌলিক চাহিদা নাম লিখ। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখ।
২। পরিবেশে বাস অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। এ পরিবর্তন একটি কারণ লেখ। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখ।
৩। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যা দ্রুত বৃদ্ধি তে মানুষের মৌলিক চাহিদাগুলোর ওপর কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
৪। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ?ছটি বাক্য লেখ।



পিএসসি/ সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরিক্ষার সাজেশন | psc bangladesh and global studies suggestion 2024




★★রচনামূলক প্রশ্ন★★


অধ্যায়-১


১। বাংলাদেশ পাকিস্তানের অংশহিসেবে থাকার সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও তার সাল উল্লেখ কর।

২। আমরা কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করি।

৩। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ বর্ণনা কর। (***) বা ভারত কীভাবে আমাদের সহায়তা করেছিল?

৪। মুক্তিদের খেতাব বা উপাধি এবং সর্বোচ্চ খেতাবপ্রাপ্তদের নাম লিখ। (*)

৫। বুদ্ধিজীবীদের কারা এবং কেন হত্যা করেছিল? (**)

অধ্যায়-২

১। বাংলায় ব্রিটিশ শাসনের বর্ণনা দাও। বাংলায় ব্রিটিশ শাসনের সময়কাল লিখ। ব্রিটিশ শাসনের ২টি ভালো ও ২টি খারাপ দিক লিখ। (**)

২। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লিখ।


অধ্যায়-৩


১। ঐতিহাসিক নিদর্শনের নাম ও সেগুলো পরিদর্শনের কারণ লিখ।

২। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর নাম লিখ ও নির্দিষ্ট যে কোনো একটির বর্ণনা দাও।

অধ্যায়-৪

১। বাংলাদেশের বিভিন্ন প্রকার খাদ্যশস্যের নাম লিখ ও যে কোনো একটির বর্ণনা দাও।

২। বাংলাদেশের ক্ষুদ্র ও বৃহৎশিল্পের নাম এবং পার্থক্য বা গুরুত্ব লিখ।

৩। অর্থকরী ফসল হিসেবে পাট ও চা-এর বর্ণনা দাও।

৪। পোশাকশিল্পের বর্ণনা দাও।


অধ্যায়-৫


১। জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায়? (**)

২। শ্রমশক্তি রফতানির মাধ্যমে বা কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি? (**)


অধ্যায়-৬



১। জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের প্রভাব লিখ। (*)

২। তাপমাত্রা বৃদ্ধির ফলে কী হয়?

৩। খরার কারণ/ ফলাফল লিখ।

৪। ভূমিকম্পের সময় করণীয়গুলো লিখ। (**)


অধ্যায়-৭


১। মানবাধিকার কাকে বলে? কয়েকটি মৌলিক মানবাধিকারের নাম লিখ।

২। শিশুদের মানবাধিকার লঙ্ঘনের ৫টি উদাহরণ দাও।

৩। সমাজে নারীরা কীভাবে ও কোথায় অধিকারবঞ্চিত হচ্ছে?

৪। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো লিখ। (**)


অধ্যায়-৮


১। আন্তর্জাতিক নারী দিবস কবে? দিবসটির তাৎপর্য লিখ। (*)

২। নারী নির্যাতনের কারণ ও সমাজে এর নেতিবাচক প্রভাব লিখ। (**)

৩। নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার অবদান লিখ।



অধ্যায়-৯



১। সমাজকে সুন্দর রাখতে আমাদের ৫টি করণীয় লিখ। (*)

২। বাড়িতে ও ঘরের বাইরে নিরাপদ থাকার উপায় লিখ।

৩। তুমি কীভাবে রাস্তায় তোমার নিরাপত্তা বজায় রাখবে?

৪। রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যগুলো লিখ।(**)


অধ্যায়-১০


১। বাড়িতে ও কর্মক্ষেত্রে কীভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাতে পারি?

২। তোমার পাড়ায় গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন?


অধ্যায়-১১


১। বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখ। গারো/ ত্রিপুরা/ খাসি/ ম্রোদের সম্পর্কে যা জান লিখ।

২। গারো, ত্রিপুরা, ম্রো, খাসিদের পোশাক বা উৎসব সম্পর্কে লিখ।


অধ্যায়-১২


১। জাতিসংঘ কী? জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কী কী? নির্দিষ্ট ১টি শাখার কাজ লিখ।

২। ইউনিসেফ ও ইউনেস্কো সম্পর্কে বর্ণনা কর। (**)

৩। জাতিসংঘের বিশেষ শাখার নাম লিখ ও নির্দিষ্ট ১টির বর্ণনা দাও।

৪। বিশ্বের যে কোনো ১টি আঞ্চলিক (সার্ক) সংস্থার নাম, গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। (*)




 পিএসসি/ সমাপনী ইসলাম শিক্ষা পরিক্ষার সাজেসন | psc islam sikkha suggestion 2024














Post a Comment

0Comments

প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করতে চাইলে এখানে কমেন্ট করে জানান। আমরা আপনায় কাজে নিয়ে নেবো। ধন্যবাদ

Post a Comment (0)