২০২১ এর সেরা ধাঁধা | new Puzzle 2021 - Time Of BD - Education Blog

হ্যাপি নিউ ইয়ার ২০২৩ ভিজিটর বন্ধুরা। দোয়া করি, এই বছরের প্রতিটি মুহুর্ত যেনো সকলের অনেক আনন্দে কাটে।

২০২১ এর সেরা ধাঁধা | new Puzzle 2021

ধাঁধা প্রশ্ন ও উত্তর, ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা, মজার ধাঁধা, হাসির ধাঁধা, নতুন ধাঁধা, বাংলা ধাঁধা প্রশ্ন  ও উত্তর, সহজ ধাঁধা, নতুন ধাঁধা উত্তর সহ,

    ধাঁধা প্রশ্ন ও উত্তর | puzzle question and answer

    টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম এ বছরের সেরা ধাঁধা ২০২১, ধাঁধা-প্রশ্ন-ও-উত্তর, নতুন ধাধা, বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

    ধাঁধা উত্তর সহ | puzzle with answers

    দৈনন্দিন জীবনে মানুষ খুশি থাকার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। নিজের জীবন আরো আনন্দদায়ক করার জন্য তারা বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা গল্প শুনে থাকে। বিভিন্ন ধরনের কার্টুন দেখে থাকে। ঠিক তেমনি মানুষ মজা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাঁধা বলে থাকে। একাক রকমের মানুষ একেক রকমের ধাঁধা পছন্দ করে। একজন মানুষ যখন অন্য মানুষকে কোন ধাঁধা ধরে এবং সে যদি তার উত্তর দিতে না পারে তো যেই মানুষটি ধাঁধা ধরে সে অনেক খুশি হয়। বলা যায় একপ্রকার আনন্দই পাই। এই ধাঁধা ধরার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের মজা পেয়ে থাকে। ধাঁধা এমন এক জিনিস যার মাঝে আনন্দ লুকিয়ে থাকে। যার কথার ভাজে ভাজে সুত্র ধরে আমাদের ধাঁধার উত্তর বের করতে হয়। যাদের মাথায় বুদ্ধি এবং জ্ঞান শক্তি বেশি থাকে তারাই ধাঁধা সঠিক উত্তর দিতে পারে। আর যেসব মানুষ একটু হাবলা প্রকৃতির হয় তারা সহজে ধাঁধার উত্তর দিতে পারে না ।আজকে আমরা আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ধাঁধা নিয়ে আসলাম আশা করছি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে।

    বাংলা ধাঁধা | Bangla puzzle 

    প্রথমে আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম বাংলা ধাঁধা । বাংলাদেশের মানুষ বিশেষ করে এই ধাঁধা কিন্তু অনেক ভালোবাসে। তারা সুযোগ পেলেই বা অবসর সময় পেলেই মানুষকে বিভিন্ন ধরনের ধাঁধা ধরে থাকে। আর সেই জন্যই আজকে আমরা প্রথমে আপনাদের মাঝে বেশ কয়েকটি বাংলা ধাধা নিয়ে আসলাম । নিচে বেশ কয়েকটি বাংলা ধাঁধা উত্তর সহ দেওয়া হল।


    অর্ধচন্দ্র সমাকার দেহের গঠন। গাছপালা কাটে সে সদা সর্বক্ষণ। - বলুন তাে কে সে?

    উঙর: কাপ্ত

    অনেক সাগর দেখলে ভাই জলে নানা রং। কোন সাগরে আছে বলাে শুধু লাল রং। বলতে হবে কোন সাগরে?

    উঙর: লােহত নাগর

    'অনেকেই খায় না কিছু লােকে খায়। বন্ধুদের না খাওয়ালে মানহানি হয়। - বলুন তাে কী খায়?

    উঙর: নিগারেট

    'অর্ধেক শরীর সােনার হলাে, কে সে লােক ভেবে বলাে। - বলুন তাে কে সে?

    উত্তর: আনারস

    কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।

    উওর: পুকুর

    কাজ করি সুর দিয়ে নয় আমি হাতি, পরের উপকার করি তবু খাই লাথি 
    উত্তর : ঢেঁকি

    কালোমুখো পূত তার বুকে আঘাত করে কিন্তু মার অভিশাপে জ্বলে পুড়ে মরে।
    উত্তর : দিয়াশলাই

    কোট কাচারী তে বিচার শুনি, জন্ম আমার বনে, সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে।
    উত্তর : চেয়ার

    আমার মার ফেলে, আমের ফেল আ, রাখালের খাল ফেলে লবণ দিয়ে খা
    উত্তর : আমড়া

    একটা মাথা তিনটা পা চললে বলি আগে আগে। থামলে বলি হায় হায় প্রাণটা যেন যায় যায়।
    উত্তর : সিলিং ফ্যান

    সহজ ধাঁধা | নতুন ধাঁধা উত্তর সহ

    এখন আমরা আমাদের মাঝে এমন কিছু ধাঁধা সম্পর্কে বলব যেগুলো নতুন ধাঁধা এবং সহজ ধাঁধা অর্থাৎ এখন আমরা আপনাদের বাংলা সহজ ধাঁধা
     এবং বাংলা নতুন ধাঁধা বলব বেশ কয়েকটা। আশা করছি বাংলা সহজ ধাঁধা এবং নতুন ধাঁধাঁ উত্তর সহ আপনাদের অনেক ভালো লাগবে। নিচেই বাংলা সহজ ধাঁধা এবং নতুন ধাঁধাঁ উত্তর সহ দেওয়া হল।

    এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই।

    উত্তর : ঝাটা

    সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?

    উত্তর: গুইসাপ ।

    জনম গেল দুখে বুকে আবার আগুন দিয়ে থাকো অনেক সুখে।

    উত্তর: হুকো ।

    কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি, আজ আমায় মারাে দেখি কেমন বেটা তুমি।

    উওর: মাটির হাড়ি।

    আমার মা যখন যায় তােমার মার পাশে , দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।

    উত্তর: মামা

    কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ, বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস। মা

    উওর: লবণ।

    হাসির ধাঁধা

    চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খােক্ষস নয় আস্ত মানুষ গিলে।

    উওর: পালক।

    যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য
    রাত জাগে।

    উত্তর: বাদুর ।

    ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।

    উত্তর: সূর্য।

    হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খােলে ঘােমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তােলে।

    উত্তর: লজ্জাবতী লতা ।



    Tag: ধাঁধা প্রশ্ন ও উত্তর, ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা, মজার ধাঁধা, হাসির ধাঁধা, নতুন ধাঁধা, বাংলা ধাঁধা প্রশ্ন  ও উত্তর, সহজ ধাঁধা, নতুন ধাঁধা উত্তর সহ, 
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url

     আমাদের সাইটের সকল পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে timeofbd.com