জেএসসি পরিক্ষার সকল বিষয়ের সাজেশন-২০২১। JSC all subject suggestions 2021
জেএসসি পরিক্ষার সাজেশন-২০২১
★★বাংলা★★
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাকরি সবাই ভালো আছো। বাংলা ১ম পত্রে সাজশন থেকে কখনো প্রশ্ন কমন পড়েনা। কনসেপ্টগুলো কমন পড়ে। তাই তোমরা প্রশ্নেরর উত্তর সহজে লেখার জন্য মূল পাঠ্যবই এবং পাঠ পরিচিতি ভালো করে পড়বে। বহুনির্বাচনী এর জন্য লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো ভালো করে পড়বে। বাংলা ২য় পত্রের জন্য নিচে কিছু সাজেশন রইলো। আশাকরি এগুলো থেকেই ১০০% কমন পাবা।
★গদ্যাংশঃ-
১। পড়ে পাওয়া
২। তৈলচিত্রের ভূত
৩। সুখী মানুষ
৪। বাংলা নববর্ষ
৫। মংডুর পথে
★পদ্যাংশঃ-
১। প্রার্থনা
২। নারী
৩। বঙ্গভূমির প্রতি
৪। দুই বিঘা জমি
৫। একুশের গান
★সারাংশঃ-
১। আনন্দ প্রকাশ জীবনিশক্তি …… নানান আঙ্গিকের শিল্পকলা।
১। সূর্যের আলোতে রাতের …… মানুষ হয়ে উঠবি।
৩। একজন মানুষ ভালো …… তোমার মানুষ্যত্বের পরিচয়।
৪। বাঙালী যেদিন ঐক্যবদ্ধ্য হবে......
৫। সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না...
★সারমর্মঃ-
১। নমঃ নমঃ নমঃ সুন্দরী…..
২। এই যে বিটপি শ্রেণী……
৩। হে সূর্য! শীতের সূর্য!
৪। সাম্যের গান গাই……
৫। হউক সে মহাজ্ঞানী মহা……
৬। ভদ্র মোরা শান্ত বড় পোষ - মানা....
★ভাবসম্প্রসারণঃ-
১। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
২। সঙ্গদোষে লোহা ভাসে
৩। লোভে পাপ, পাপে মৃত্যু
৪। জ্ঞানহীন মানুষ পশুর সমান
৫। একতাই বল।
৬। এ জগতে হায়, সেই বেশি চায়, যার আছে ভূরি ভূরি
৭। জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা হবে,
৮। চিরস্থির কবে নীর
হয় রে জীবন নদে?
★অনুচ্ছেদঃ-
১। বিজয় দিবস
২। বৈশাখি মেলা
৩। ডিজিটাল বাংলাদেশ
৪। বাংলা নববর্ষ
৫। ছাত্র জীবন
★পত্রঃ-
১। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি তথা জাতির জন্য হুমকি সরুপ- এর পক্ষে ছোট ভাইকে একটি চিঠি লিখো।
২। তোমার বন্ধুর মা মারা গেছেন । তোমার বন্ধুকে সান্তনা জানিয়ে একটি চিঠি লিখো।
৩। রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট চিঠি লিখো।
★আবেদন_পত্রঃ-
১। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট....
২। বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট...
৩। বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট...
★রচনাঃ-
১। অধ্যবসায়
২। দৈন্যন্দিন জীবনে বিজ্ঞান
৩। বিজয় দিবস
৪। মুক্তিযুদ্ধ জাদুঘর
৫। ছাত্রজীবনে দায়িত্ব ও কর্তব্য
৬। বাংলাদেশের ষড়ঋতু
৮। স্বদেশ প্রেম
★★ইংরেজি★★
★★গণিত★★
★★বাংলাদেশ ও বিশ্বপরিচয়★★
অধ্যায়১(উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
২.ঔপনিবেশিক শাসন কি?
৩.বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?
৪.বঙ্গভঙ্গ হয় কত সালে ?
৫.ভাস্কো-দা-গামা কত সালে ৬.কালিকট বন্দরে পৌঁছে ?
৭.ইউরোপের শান্তি চুক্তি কি নামে পরিচিত ?
৮.ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন ?
৯.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিমবাজারের বাণিজ্য কুঠি স্থাপন করেন?
১০.বাংলার স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে ?
১২.বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
১৩.ওয়েস্ট ফালিয়ার চুক্তি কি?
১৪.ইকলিম কাকে বলে ?
১৫.কত সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসন চলে ?
১৬.বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন ?
১৭.কোন সময়কে মাৎসন্যায় বলা হয়?
১৮.মাৎস্যন্যায় যুগের পরে বাংলার শাসক ছিলেন কারা ?
১৯.বাংলার শাসক সেনরা কোথা থেকে এসেছিলেন ?
২০.ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী কোন দেশের সেনাপতি ছিলেন ?
২১.ইসলাম শব্দের অর্থ কি ?
২২.মোবারক শাহ কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন ?
২৩.বাংলায় স্বাধীন সুলতানি যুগ শুরু হয় কখন?
২৪.মানসিংহ কে ছিলেন ?
২৫.বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?
২৬.কখন বাংলায় মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে ?
২৭.কখন থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় ?
২৮.ভাস্কোদাগামা কখন ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ?
২৯.ওয়েস্টফালিয়ার চুক্তি কখন সম্পাদিত হয় ?
৩০.বার্নিয়ের কোন দেশীয় পর্যটক ছিলেন ?
৩১.উইলিয়াম হেজেজ কখন ভারতবর্ষে আসেন ?
৩২.নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
৩৩.সিরাজউদ্দৌলার বড় খালার নাম কি ?
৩৪.ইংল্যান্ডের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কখন?
৩৫.ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রবেশ করে ?
৩৬.কখন পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
৩৭.কে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কখন ?
৩৮.সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে ?
৩৯.স্যার উইলিয়াম কেরি কে ছিলেন ?
৪০.কখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়?
৪১.ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কোন পরিকল্পনার পেছনে ?
৪২.কখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.ভাগ কর এবং শাসন কর নীতি ব্যাখ্যা কর
২.উপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ?
৩.পুঁজি পাচার বলতে কী বোঝায় ?
মাৎস্যন্যায় যুগ বলতে কি বুঝ ব্যাখ্যা কর ?
৪.সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয় কেন
সিপাহী বিদ্রোহ বলতে কি বোঝো ?
৫.কাদের বিশ্বাসঘাতকতায় বাংলা বিহার ও উড়িষ্যার নবাব ৬.সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং কেন ?
অধ্যায় ২(বাংলাদেশের মুক্তিযুদ্ধ)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.এস ফোর্সের অধিনায়ক কে ছিলেন ?
২.ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয় ?
৩.কাদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়?
৪.অপারেশন সার্চলাইট কি ?
৫.মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা দল কি নামে পরিচিত ছিল?
৬.মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
৭.মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে ?
৮.কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
৯.রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি ?
১০.বিবিসি’র সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করেন ?
১১.মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় বাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন?
১২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বাধীনতা ঘোষণা দেন ?
১৩.স্বাধীন বাংলার পতাকা কোথায় প্রথম উত্তোলন করা হয় ?
১৪.বাঙালির অবিসংবাদিত নেতা কে ছিলেন ?
১৫.বঙ্গবন্ধুর ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন ?
১৬.সার্বিকভাবে অপারেশন সার্চলাইট পরিকল্পনার তত্ত্বাবধান করেন কে ?
১৭.কালুরঘাট সম্প্রচার কেন্দ্র কে কি নামে রূপান্তরিত করা হয় ?
১৮.কখন মুক্তিযুদ্ধ একটি বাস্তব রূপ লাভ করে ?
১৯.মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে ?
২০.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ?
২১.মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
২২.মুক্তিবাহিনীর চিফ-অফ-স্টাফ ছিলেন কে ?
২৩.মুক্তিযুদ্ধকালে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয় ?
২৪.কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয় ?
২৫.কখন চূড়ান্ত মুক্তিযুদ্ধ শুরু হয় ?
কখন বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠিত হয় ?
২৬.কাদেরকে মিত্রবাহিনী বলা হতো ?
২৭.যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায় ?
২.সাতই মার্চের ভাষণকে মুক্তির সনদ বলা হয় কেন ?
৩.মুক্তিফৌজ বলতে কি বোঝাই?
গণহত্যা কি ব্যাখ্যা করো ?
৪.বাঙালির মুক্তির সনদ বলতে কি বোঝো ?
৫.1970 সালের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ?
৫.1970 সালের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ?
অধ্যায় ৩ (বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.সাংস্কৃতায়ন কাকে বলে ?
২.সংস্কৃতি কি ?
৩.বাঙালি মননের প্রতীক কি ?
৪.টেরাকোটা কি ?
৫.বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি ?
৬.পাল যুগের পুঁথিগুলো কোন ধর্ম শাস্ত্রের ছিল ?
৭.চর্যাপদের কাল নির্ণয় করেন কে ?
৮.পদ্মাবতীর রচয়িতা কে ?
৯.প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল ?
১০.বাংলাদেশের জাতীয় সংগীত কোন সুরে গাওয়া হয় ?
১১.সংস্কৃতি কি ?
১২.সংস্কৃতি কয় ধরনের ?
১৩.মানুষের প্রথম হাতিয়ার কি ছিল ?
১৪.সাংস্কৃতিক উন্নয়ন কাকে বলা হয় ?
১৫.সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে ?
১৬.উন্নয়ন বলতে কি বুঝায় ?
১৭.সংস্কৃতির উন্নয়ন কি ?
১৮.সাংস্কৃতিক ব্যাপ্তি কাকে বলে ?
১৯.সাংস্কৃতিক আত্তীকরণ কি ?
২০.আত্তীকরণ কি ?
২১.সাংস্কৃতিক আদর্শ বলতে কি বোঝায় ?
২২.শিল্পকলা কি ?
২৩.পোড়ামাটির শিল্প কাকে বলে ?
২৪.চর্যাপদ কি ?
২৫.চর্যাগীতির বিখ্যাত রচয়িতা কে ?
২৬.বৈষ্ণব পদাবলী কি ?
২৭.মঙ্গলকাব্য কি ?
২৮.আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয় কখন ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১ বাঙালির প্রথম সাহিত্যকর্মের ব্যাখ্যা দাও
২.পুঁথি সাহিত্য বলতে কি বোঝো ?
৩.সাংস্কৃতিক আত্তীকরণ কেন ঘটে ?
৪.সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝো ব্যাখ্যা কর
৫.মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল কেন?
অধ্যায়-৪ (নিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত ?
২.ডরিক রীতি অনুসৃত হয় কোন স্থাপত্যে ?
৩.ঢাকা শহরের সবচেয়ে পুরনো চার্চের নাম কি ?
৪.বাহাদুর শাহ পার্ক কে তৈরী করেন?
৫.ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় ?
৬.প্রত্ন সম্পদ কাকে বলে ?
৭.ভিক্টোরিয়া পার্ক কে তৈরী করেন ?
৮.বলধার জমিদার কে ছিলেন ?
৯.শিলাইদহ কোন জেলায় অবস্থিত ?
১০.চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত ?
১১. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
১৬.আন্টাঘর ময়দান এর নামের সঙ্গে কোন সময়ের ইতিহাস জড়িয়ে আছে ?
১৩. সিপাহী বিদ্রোহ কি ?
১৪. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত ?
১ট.সুলতানি আমলে কোন কারনে সোনারগাঁয়ের খ্যাতি ছিল?
১৬.উত্তরা গণভবন কি উত্তরা গণভবন কোথায় অবস্থিত ?
১৬জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.কোন আমলে এবং কেন কার্জন হল নির্মিত হয় ?২.প্রত্নসম্পদ বলতে কি বোঝায় ?
২.উপনিবেশিক যুগের সোনারগাঁও এর গুরুত্ব সম্পর্কে ধারণা দাও ?
৩.ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় কেন?
অধ্যায় ৫ (সামাজিকীকরণ ও উন্নয়ন)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কোনটি ?
২.গণমাধ্যম কাকে বলে ?
৩.Twitter কি ?
৪.সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহক কোনটি ?
৫.শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি ?
৭.পরিবারের পর শিশুর সামাজিকীকরণ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
৮.ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কোনটি প্রয়োজন ?
৯.Electronic commerce এর সংক্ষিপ্ত রুপ কি ?
১০.অভিভাবন কাকে বলে ?
১১.বিশ্বায়ন কি ?
১২.সামাজিকীকরণ কাকে বলে ?
১৩.সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন কোনটি ?
১৪.কাঙ্খিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেককে কি করতে হয় ?
১৫.গ্রামাঞ্চলের অন্যতম প্রধান মাধ্যম কি ?
১৬.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে ?
১৭.আমাদের মতো উন্নয়নশীল দেশে যৌন-শিক্ষার প্রধান মাধ্যম কোনটি ?
১৮.কোন ধরনের চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায় ?
১৯.ই-কমার্স পদ্ধতিতে কী করা যায়?
২০.Facebook ও twitter এর সাহায্যে কি করা যায় ?
২১.বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন কিসে রূপান্তরিত হয়েছে ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.অভিভাবন বলতে কি বোঝায়?
২.সামাজিকীকরণ বলতে কি বোঝায় ?
২.Electronic mail বলতে কি বোঝায় ?
৩.সামাজিকীকরণের ভাষার গুরুত্ব কতটুকু ?
৪.সংবাদপত্র সামাজিকীকরণে কতটুকু ভূমিকা রাখে?
অধ্যায় ৬ (বাংলাদেশের অর্থনীতি)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.মানব সম্পদ কাকে বলে?
২.জিডিপি এর পূর্ণরূপ কি ?
৩.জিডিপি কাকে বলে ?
৪.কোন দেশের জনপ্রতিবার্ষিক আয় কে কি বলে?
৫.PCI এর পূর্নরূপ লেখ ?
৬.মানবসম্পদ উন্নয়ন কি ?
৭.বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের জীবিকার প্রধান উপায় কি ?
৮.মোট জাতীয় উৎপাদন কি ?
৯.মাথাপিছু আয় কিভাবে পাওয়া যায় ?
১০.2012-13 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত?
১১.2014-15 অর্থবছরে কৃষি খাতের অবদান কত ছিল ?
১২.কাদেরকে দেশের মানব সম্পদ বলা হয়?
১৩.মানব উন্নয়নের সূচক কাকে বলে?
১৪.বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর ?
১৫.বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.কিভাবে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় ব্যাখ্যা কর ।
২.বাংলাদেশের জাতীয় আয় শিল্প খাতের ভূমিকা ব্যাখ্যা কর ।
৩.বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স কেন গুরুত্বপূর্ণ ?
৪.শ্রম শক্তি সম্পন্ন মানুষকেই দেশের সম্পদ বলা হয় কেন?
অধ্যায় ৭ (বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.এককেন্দ্রিক সরকার কাকে বলে ?
২.বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন ?
৩.বাংলাদেশের আইনসভার নাম কি ?
৪.রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি ?
৫.প্রজাতন্ত্র কাকে বলে?
৬.রাষ্ট্র পরিচালনার মূল দলিল কি ?
৭.বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ?
৮.রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান ?
৯.বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টি ?
১০.গ্রামাঞ্চলের সরকার স্থানীয় ১১.সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কি ?
১২.একনায়কতন্ত্র কি ?
১৩.রাজতন্ত্র কাকে বলে ?
১৪.প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে ?
১৫.যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে ?
১৬.বাংলাদেশের কিরূপ সরকার বিদ্যমান ?
১৭.সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি ?
কাকে সভাপতি করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ?
১৮.বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে ?
১৯.বাংলাদেশের সংবিধান কোন প্রকৃতির ?
২০.বাংলাদেশের জনগণের জাতীয়তা কি ?
২১.বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ কেন্দ্র কোনটি ?
২২.বিচার বিভাগ কাকে বলে?
বিভাগের সর্বোচ্চ স্তর কোনটি ?
২৩.প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
২৪.স্থানীয় সরকার কী ?
২৫.বর্তমানে দেশে কয়টি পৌরসভা আছে ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.জাতীয়তাবাদ বলতে কি বোঝায় ?
২.রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন ?
৩.রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলতে কি বোঝো ?
৪.গণতন্ত্রকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় কেন ?
৫.ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় কেন ?
৬.দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কেন ?
অধ্যায় ৮ (বাংলাদেশের দুর্যোগ)
★★জ্ঞানমূলক প্রশ্ন★*
১.HCFC এর পূর্ণরূপ লিখ ?
২.সুনামি অর্থ কি?
৩.CFC এর পূর্ণরূপ কি ?
৪.ভূমিধস কাকে বলে ?
৫.Greenhouse gas কি?
৬.বৈশ্বিক উষ্ণতা কি ?
৭.বায়ুর মূল উপাদান কী কী ?
৮.ওজোন স্তর কি ?
৯.ভূমিকম্প কি ?
১০.বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ কি?
১১.গ্রিনহাউস গ্যাসের অপর নাম কি?
১২.বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি?
১৩.HCFC গ্যাস উৎপন্ন হওয়ার কারণ কি?
১৪.দুর্যোগ কাকে বলে ?
১৫.প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে ?
১৬.বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন ?
১৭.আইলা সংঘটিত হয় কত সালে ?
১৮.ভূমিকম্প প্রবণ এলাকা কাকে বলে ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ কেন ?
২.সুনামি বলতে কী বোঝায় ?
৩.মহাসাগরকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয় ?
৪.বর্তমান বিশ্বে ব্যাপকহারে নগরায়নের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন ?
৫.মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা প্রত্যাশিত এবং অবশ্যম্ভাবী কেন ?
অধ্যায় ৯ ( বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ?
২.সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে ?
৩.জনসংখ্যা নীতি কি ?
বাংলাদেশে মাথাপিছু আয় কত ?
৪.শিক্ষা কোন ধরনের অধিকার ?
৫.বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ?
৬.জনসংখ্যা নীতির মূল লক্ষ্য কি ?
৭.কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে ?
৮.মার্কিন যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তি খাতে কত ভাগ ?
৯.ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় ব্যাখ্যা কর ।
২.শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা প্রয়োজন কেন ?
৩.রেমিটেন্স বলতে কি বোঝাই ?
নারী শিক্ষা প্রসারে বর্তমান ৪.সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা কর ।
অধ্যায় ১০ (বাংলাদেশের সামাজিক সমস্যা)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.কিসের মাধ্যমে মাদকাসক্তির সূত্রপাত ঘটে ?
২.সামাজিক সমস্যা কাকে বলে ?
৩.কিশোর অপরাধ কাকে বলে ?
৪.বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কি ?
৫.কিশোর অপরাধ কোন ধরনের সমস্যা ?
৬.বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা কোন বয়সীদের অপরাধমূলক কাজ কে কিশোর অপরাধ বলা হয় ?
৭.জাপানে কিশোর অপরাধীর বয়স সীমা কত ?
৮.আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি ?
৯.মাদকাসক্তি রোধে কোন ব্যবস্থা সবচেয়ে ভালো ও কার্যকর?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ লেখ ?
২.চিত্তবিনোদনের অভাবে কিশোর-কিশোরী অপরাধী হয় কেন ?
৩.সামাজিক সমস্যা বলতে কি বোঝায় ?
৪.অসৎ সঙ্গের প্রভাব শিশু-কিশোরদের মাদকাসক্ত করে তোলে ব্যাখ্যা কর ।
অধ্যায়১১ (বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.রাখাইন শব্দের অর্থ কি ?
২.চাকমাদের জীবিকার প্রধান উপায় কি ?
৩.গারোদের আদি ধর্ম নাম কি ছিল ?
৪.ওয়ানগালা কি ?
৫.সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি ?
৬.চাকমা সমাজে পাড়ার প্রধানকে কি বলে ?
৭.রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কে ?
৮.চাকমারা কোন গোষ্ঠীর লোক ?
৯.মারমাদের গ্রামের প্রধানকে কি বলে ?
১০.মৌজা কিভাবে গঠিত হয় ?
১১.মৌজার প্রধানকে কি বলা হয় ?
১২.চাকমারা কখন বিজু উৎসব পালন করে ?
১৩.গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি ?
১৪.সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি ?
১৫.সাঁওতালদের নিজস্ব উল্লেখযোগ্য উৎসব কোনটি ?
১৬.সাঁওতাল বিদ্রোহের নায়ক কে ?
১৭.মারমা সমাজের প্রধান কে ?
১৮.রাখাইনদের সবচেয়ে বৃহৎ ও সার্বজনীন আনন্দ উৎসবের নাম কি ?
১৯.রাখাইনদের আদিবাস কোথায় ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.বাংলাদেশকে বহু সংস্কৃতির দেশ বলা হয় কেন ?
২.সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্যাখ্যা কর ।
৩.সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি ব্যাখ্যা কর ।
৪.প্রত্যেক ক্ষুদ্র জাতিসত্তার নিজস্ব পোশাক রয়েছে ব্যাখ্যা কর ।
অধ্যায় ১২ (বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১.বর্তমানে বাংলাদেশে কয়টি সিমেন্ট কারখানা আছে ?
২.বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি ?
৩.বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গকিলোমিটার ?
৪.বাংলাদেশের কত ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা ?
৫.বাংলাদেশের মোট ভূভাগের কত ভাগ বনভূমি ?
৬.আদমজী পাটকল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
৭.বাংলাদেশে প্রথম গ্যাস ভিত্তিক সার কারখানা কবে প্রতিষ্ঠিত হয় ?
৮.বাংলাদেশে গার্মেন্ট শিল্পে প্রায় কত লক্ষ মানুষ জড়িত আছে ?
৯.কোনটিকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় ?
১০.বাংলাদেশে বছরে কয়েকটি ফসল উৎপন্ন হয় ?
১১.বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ কি কি ?
১২.মোট অভ্যন্তরীণ উৎপাদন এর সংক্ষিপ্ত রুপ কি ?
১৩.বর্তমানে দেশে কতটি পাটকল আছে ?
১৪.কখন তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় ?
১৫.দেশে বর্তমানে কতটি পোশাক শিল্প ইউনিট রয়েছে ?
১৬.কর্ণফুলী কাগজের কল কত সালে স্থাপিত হয় ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ?
২.বর্তমানে ওষুধ শিল্পকে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প বলা হয় কেন ?
৩.মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কেন? ব্যাখ্যা কর ।
পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল কেন ?
বাংলাদেশের পোশাক শিল্পের বর্ণনা দাও ?
অধ্যায় ১৩ (বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা)
★★জ্ঞানমূলক প্রশ্ন★★
১ UNDPএর পূর্ণরূপ কি ?
মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে ?
২.WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
৩.জলপাই পাতা কিসের প্রতীক ?
৪.জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
৫.UNICEF এর পূর্ণরূপ কি এর পূর্নরূপ লেখ ?
৬.কত সালে UNICEF নোবেল পুরস্কার লাভ করে ?
৭.কত সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করা হয় ?
৮.NFPA এর পুরো নাম কী ?
৯.মোট কতটি দেশ রয়েছে ?
১০.UNICEF কি ?
১১.UNICEF কখন প্রতিষ্ঠিত হয় ?
১২.কখন ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ?
১৩.ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি ?
১৪.ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টি ?
১৫.UNDP র প্রধান কাজ কী ?
১৬.বিশ্ব খাদ্য সংস্থা কখন প্রতিষ্ঠিত হয় ?
১৭.কখন WHO গঠিত হয় ?
১৮.বাংলাদেশ থেকে সংক্রামক ব্যাধি ১৯.দূর করতে সাহায্য করে কোন প্রতিষ্ঠান ?
২০.জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সদর দপ্তর কোথায় ?
২১.কতটি দেশ ইউএনএফপিএ’র সদস্য ?
★★অনুধাবনমূলক প্রশ্ন★★
১.বিশ্ব খাদ্য সংস্থার প্রধান লক্ষ্য কি ব্যাখ্যা কর ।
২.আন্তর্জাতিক সংস্থা বলতে কি বোঝায় ?
৩.ইউনিসেফ কি কি কাজ করে ?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? এর গুরুত্ব ব্যাখ্যা কর ।