ইসলামি সেরা সঙ্গীত | ইসলামি বাছাই করা সঙ্গীতের লিরিক্স
ইসলামিক গান
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,প্রিয় বন্ধুরা কেমন আছেন?আশা করি আপনারা ভালো আছেন।ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অংশ হচ্ছে ইসলামী সংগীত।ইসলামী সংগীত মাধ্যমে সুস্থ সংস্কৃতি প্রসারতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে ঈমান ও আক্বীদা মজবুদ হয়।সমাজের অশান্তিও অকল্যাণের অন্যতম কারণ হচ্ছে অপসংস্কৃতি।অপসংস্কৃতি দূরীকরণের জন্য বর্তমানে ইসলামী সংগীত এর জোয়ার শুরু হয়েছে।ইসলাম ধর্মাবলম্বী সব শ্রেণীর মানুষের কাছে ইসলামী সংগীত জনপ্রিয়তা লাভ করেছে।যার ফলে প্রত্যেককেই ইসলামী সংগীত শিখতে চায়।প্রিয় বন্ধুরা আজ আমরা ২০২১ সালের রমজানের জনপ্রিয় ইসলামী সংগীত লিরিক্স আপনাদের মাঝে শেয়ার করব।
ইসলামিক গজল 2021
আমরা সব সময় আপনাদেরকে ভাল ভাল কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় ইসলামী সংগীত ২০২১ সালের নতুন নতুন সকল সঙ্গীতে লিরিক্স সংগ্রহ করে আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।বাংলা,হিন্দি,উর্দু ও আরবি এই ভাষাগুলোর ইসলামি সংগীত আমরা আমাদের সাইটে লিরিক্স আকারে দিয়ে যাচ্ছি।জনপ্রিয় সকল লেখক এর লেখা ইসলামী সংগীত লিরিক্স আমাদের সাইটে দেওয়া হবে।আপনারা চাইলে আপনাদের পছন্দের ইসলামী সংগীত টি আমাদের সাইট থেকে নিয়ে সঙ্গীত পরিবেশন করতে পারেন।
নামাজকে বলোনা কাজ আছে
এই সঙ্গীতটি মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।যার ফলে সবাই ইন্টারনেটে এই গজলের লিরিক্সের জন্য সার্চ করছে।সুতরাং আমরাও আপনাদের সুবিধার্থে এই জনপ্রিয় সঙ্গীতটির লিরিক্স দিয়েছিঃ
নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
(ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে,
আসর কাটে খেলায় ধুলায়
মাগরীব মাঝে মাঝে।) ২বার
ঈশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।
(নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে) ২বার
নামাজ বহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
(প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরন তোমায় লইবে ঘিরে) ২বার
জেনে রেখো মরন তোমার
অতি কাছে।
নামাজকে বলো না কাজ আছেকাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
ইসলামিক জনপ্রিয় লোকসংগীত এর মধ্যে একটি অন্যতম।কারন এই সঙ্গীত হলো মা কেন্দ্রীক। যারা যারা মা কে ভালোভাসে তাঁদের কাছে এই সঙ্গীতের মূল্য হাজারগুণ।সুতরাং আমরাও এই গজলের লিরিক্স আপনাদের জন্য দিয়ে রেখেছি।
আমি চাঁদকে বলি তুমি
গীতিকারঃ কবির আল মামুন
সুরকারঃ মাহফুজ মামুন
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।।ঐ
হীরা নাকি শুনি সবচে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না আমি
হিরা মানিক কত শত।।ঐ
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।।ঐ
আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।
উর্দু গজল
ইসলামী সংগীতের মধ্যে অন্যতম হচ্ছে উর্দু নাশিদ।উর্দু ইসলামী নাশিদ মানুষকে এতটাই পছন্দ করে যা বলাই বাহুল্য।ইসলাম ধর্মাবলম্বীদের প্রত্যেকেই কম-বেশি উর্দু নাশিদ শুনে থাকি।আমরা যখনই উর্দু নাশিদ শোনি তখনই আমাদের মন শীতল হয়ে যায় এবং আমরা ভাবতে থাকি যদিও আমিও ঠিক ঐভাবে উর্দু নাশিদ গাইতে পারতাম।কিন্তু উর্দু নাশিদ টি পাওয়া তো দূরের কথা,এই নাশিদের লিরিক্স পাব কোথায়?এটাই আমাদের দুর্বলতা।আমরা এই দুর্বলতাকে উপেক্ষা করে আপনাদের জন্য চমৎকার কিছু উর্দু নাশিদ এর লিঙ্ক দিয়ে দিলাম।তাছাড়া আপনাদের পছন্দের উর্দু নাশিদের লিরিএক্স নিতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তী আপডেটের তা দিয়ে দিব।ইনশাহ'আল্লাহ
Aa gaye Sarkaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah karan
Nabian de Sardaar (salla Llahu ‘alayhi wa sallam) main bismillah kara।।
Aamina da Raajdulhara aagaya
Khirr payi gulzaar main bismillah karaan।।
Ji bismillah karaan
Main bismillah karaa।।
Aa gaye Sarkaar (salla Llahu ‘alayhi wa sallam) main bismillah karan
Nabian de Sardaar main bismillah kara।।
Gowd wich leke Halima (radi Allahu ‘anha) ne keya
Aaja mere Laal main bismillah kara।।
Aa gaye Sarkaar main bismillah karan
Nabian de Sardaar main bismillah karan।।
Aakheya Rabb ne raat meraj di
Aaja Mere Yaar main bismillah kara।।
Aa gaye Sarkaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah karan
Nabian de Sardaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah kara।।
Eho dua mangda Baghdadi har wele
Khwaab wich howe nazara Aaqa da।।
Aa gaye Sarkaar (salla Llahu ‘alayhi wa sallam) main bismillah karan
Nabian de Sardaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah kara।।
Madina-e-Paak da sohna chan aa gaya
Sajiyan galliyan baazar main bismillah karan।।
Aa gaye Sarkaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah karan
Nabian de Sardaar (salla Llahu ‘alayhi wa sallam)main bismillah karan
কলরবের নতুন গজল
বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামী সংগীত গোষ্ঠী ও জাতীয় ইসমালি সংগীত গোষ্ঠীর নাম হচ্ছে কলরব ।বাংলাদেশ ইসলামী সংগীত গোষ্ঠীর জগতের মধ্যে সর্বচ্চো প্ল্যাটফর্ম জোড়ে রয়েছে কলরব।আমারতো বাংলাদেশ প্রত্যেক মানুষের কাছে কলরবের প্রতিটি সংগীত অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।প্রতিটি মানুষের কাছে কলরবের একেকটি সংগীত ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে।নিচে কিছুক্ষণ অপেক্ষা মাতকার ইসলামী সংগীত দেওয়া হলঃ
কলরব গজল
tags: ইসলামিক গান, ইসলামিক গজল 2021, নামাজকে বলোনা কাজ আছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, উর্দু গজল, কলরবের নতুন গজল