good morning sms | good morning picture | good mornung romantic message
গুড মর্নিং | গুড মর্নিং উইশ
আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমরা সবাই জানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের সামনে যাকে পায় তাকেই শুভ সকাল বলেই আমাদের সকালটা শুরু করতে হয়।তারপর এক এক করে পরিবারের সবাইকে শুভ সকাল বলে দিনের পরবর্তী কার্যক্রম শুরু করি।শুধু তাই নয় সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে যখন ডাটা অন করবে,তখন ফেসবুক,হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল যোগাযোগের মাধ্যমে আপনার বন্ধু আপনাকে শুভ সকাল বার্তা পাঠাবে যা আপনার চোখে পড়বে।আপনার বন্ধুর দেওয়া সকালের উইশ গুলো দেখে আপনার মন ভরে যাবে।অবশ্য আপনার দিনের শুরুটা খুব ভালো ভাবে শুরু হবে।আপনার মনে চাইবে তখন আপনার বন্ধুকে আপনি মনমুগ্ধকর মেসেজ দিয়ে বন্ধুর দিনটাকে সুন্দর ভাবে শুরু করাতে।তবে বন্ধুর মন জয় করার মতো মেসেজ দেওয়ার অভিজ্ঞতা আপনার পূর্বে থেকে থাকা আবশ্যক।একটা মেসেজ সুন্দরভাবে উপস্থাপন না করলে আপনার বন্ধুর মন জয় করতে পারবেন না।কিভাবে আপনার বন্ধুকে ম্যাসেজ এবং গুড মর্নিং পিকচার মাধ্যমে তার মন জয় করতে পারবেন তার সকল টিপস আমরা আজকে আমাদের এই আলোচনায় বলে দিব।সুতরাং আমাদের সম্পূর্ণ লেখাটি ভালোভাবে পড়তে হবে।
গুড মর্নিং | শুভ সকাল
সকালে ঘুম থেকেই ফোন অন করলেই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকার বন্যা। অন্তত ১০০ বার পিং পিং করে কানের কাছে ঘ্যান ঘ্যান না করলে শান্তি নেই তার। ফোন হাতে নিয়েই একগাদা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে। প্রতিটে গ্রুপে গোটা দশেক গুড মর্নিং মেসেজ তো রয়েইছে, কেউ কেউ আবার তা পাঠিয়েছেন ব্যক্তিগত উইন্ডোতেও। আর এতে শুধু যে ফোনের মেমরি স্পেসের দফারফা তাই নয়, বারোটা বাজছে ইন্টারনেট স্পিডেরও।সম্প্রতি ব্রিটেনের সংস্থা ওপেন সিগন্যালের সমীক্ষাতেও দেখা গিয়েছে তার ফল। এই মুহূর্তে ফোর জি ইন্টারনেটের সুবিধাপ্রাপ্ত বিশ্বের ৭৭টি দেশের মধ্যে ভারতেই ফোর জি স্পিড সবচেয়ে কম। কারণ ভারতীয়দের গুড মর্নিং মেসেজ পাঠানোর হিড়িক। যার ঠেলায় নাকি ফ্রিজ করে যাচ্ছে স্মার্টফোন।
গুগল জানাচ্ছে, লক্ষ লক্ষ ভারতীয় যারা প্রথম বার লগ ইন করছেন তারা সকাল ৮টার মধ্যে গুড মর্নিং মেসেজ পাঠিয়ে ব্যান্ডউইথ স্লো করে দিচ্ছেন। যার ফলে গত ৫ বছরে গুগলে ‘গুড মর্নিং ইমেজ’ সার্চও বেড়ে গিয়েছে ১০ গুণ। গুড মর্নিং কোটের বিশেষ সেকশন বানিয়েছে পিকচার শেয়ারিং সাইট পিন্টারেস্ট। তারা জানাচ্ছে, গত এক বছরে নাকি ভারতীয়দের মধ্যে এই ধরনের ছবি ডাউনলোড করার ঝোঁক ৯ গুণ বেড়ে গিয়েছে। আর তাতেই সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত বন্ধু, পরিবার, এমনকী অচেনা মানুষদের ফোনও ভরে উঠছে লক্ষ লক্ষ গুড মর্নিং মেসেজে।ভারতে ফোর জির গতি অনেকটাই কম, বলছে সমীক্ষা গত বছর স্টেটাস মেসেজ অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে এখন একসঙ্গে কন্ট্যাক্ট লিস্টে থাকা সকলকে পাঠানো যায় গুড মর্নিং মেসেজ। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারত। এখানে মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ২০ কোটি।
এই গুড মর্নিং মেসেজ প্রেরকদের দলে রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। সকাল পাঁচটায় উঠে যোগাসনের পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই গুড মর্নিং মেসেজ পাঠান নরেন্দ্র মোদী। গত বছর তাঁর মেসেজের উত্তর না দেওয়ায় একদল সাংসদ-বিধায়কদের ওপর নাকি বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।
এই ফোনগুলি কিনলে পাবেন ২২০০ টাকার ‘ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক’
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম দামি স্মার্টফোন ও সস্তা ডেটা প্ল্যানের কারণে ভারতের সব স্তরের মানুষই এখন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সামাজিক ভাবেই ভারতীয়রা কাজের ক্ষেত্র, বন্ধু বান্ধব, পরিবারের সঙ্গে দলবদ্ধ ভাবে থাকতে ভালবাসে। যার ফলে মানুষের সঙ্গে যোগাযোগ যেমন বাড়ছে, তেমনই লাভবান হচ্ছে মোবাইল প্রস্তুতকারক ও পরিষেবা সংস্থাগুলোও।
গুড মর্নিং ভিডিও
গুড মর্নিং মেসেজ যেভাবে মানুষের কাছে কাছে খুব প্রিয় হয়ে উঠেছে বর্তমানে তার চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছে গুড মর্নিং ভিডিও।কারণ আপনার বন্ধুকে সকালে আপনি একটি ম্যাসেজ লিখে দোটানা খুশি করতে পারবে তার থেকে শতভাগ খুশি হবে যদি আপনি একটি শুভ সকালের ভিডিও বার্তা দিতে পারেন।কারণ যে কোন বন্ধুর কাছে একটা মেসেজ এর চাইতে একটা ভিডিও গুরুত্ব অনেক বেশি।তবে সেই ভিডিওটি হতে হবে এ কোয়ালিফাইড ভিডিও।একটা গুড মর্নিং ভিডিও তখনই সবচেয়ে বেশী মানুষের কাছে প্রিয় হয়ে যায় যখন ভিডিওর কোয়ালিটি ভালো থাকে।আপনি কোয়ালিটি সম্পন্ন একটি ভিডিও আপনার বন্ধুকে দিলে সেই ভিডিও বার্তা দেখে তার সকালটা অনেক সুন্দর ভাবে কাটবে।বেশি ভিডিও তৈরীর ক্ষেত্রে আপনার দক্ষতা থাকতে হবে শতভাগ।গুড মর্নিং ভিডিও কম্পিটিশন যেহেতু এখন বেশি সেতু আপনি একটি কোয়ালিফাইড ভিডিও বানাতে হলে ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার দক্ষতা থাকতে হবে খুবই ভালো।গুড মর্নিং ভিডিও আপনি যখন বেশি দক্ষতার সাথে তৈরি করবেন তত বেশি আপনার বন্ধুর কাছে মনমুগ্ধকর হবে।আপনার বন্ধু বা প্রিয়জনকে খুশি করার জন্য অনেক কিছুর প্রয়োজন নাই ছোট্ট একটি গুড মর্নিং ভিডিও হলেই যথেষ্ট।আপনি প্রতিটি ছোট্ট ছোট্ট একটি গুড মর্নিং ভিডিও আপনার বন্ধুকে দিয়ে আপনার বন্ধুর দিনটি ভালো ভাবে শুরু করাতে পারেন।কিন্তু তারা শতভাগ সফলতার জন্য আপনাকে খুব দক্ষতার সাথে গুড মর্নিং ভিডিও তৈরি করতে হবে।
গুড মর্নিং মেসেজ ২০২১ | গুড মর্নিং এসএমএস ২০২১
প্রিয় বন্ধুরা প্রত্যেকে চায় তার আপনজন বা বন্ধুদেরকে গুড মর্নিং মেসেজ কিংবা এসএমএস দিতে চায়।কিন্তু অনেকে তা দিতে পারে না।কারন একটা মেসেজের মাধ্যমে মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ করতে পারে না।আসলে এসএমএস মানে হচ্ছে শট মেসেজিং সিস্টেম যার মাধ্যমে অল্প কথায় আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন।যারা খুব ভালো এসএমএস লিখতে পারেন তাদের ক্ষেত্রে যেটা হয় অনেক কথাই তারা অল্প কথায় বুঝিয়ে দিতে পারেন।এসএমএস লেখকের এটাই সবচেয়ে ভালো গুণ বলা যায়।আমাদের সাইটে কয়েকজন এসএমএস লেখকের লিখা এস এম এস আপনাদের জন্য আমাদের সাইটে দিয়ে রাখলামক,আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে সেই এসএমএসগুলো শেয়ার করতে পারেন।
১)রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই,
শুভ সকাল!
২) আয় না আবার আয় না ফিরে,
হাঁটব দুজন হাতটি ধরে ।
একলা আমি আছি বসে,
আয় না আবার চুপটি করে বসবি পাশে,
থাকবো আমি চুপ করে,
শুনবো কথা ঝিম ধরে!
-শুভ সকাল.
হাঁটব দুজন হাতটি ধরে ।
একলা আমি আছি বসে,
আয় না আবার চুপটি করে বসবি পাশে,
থাকবো আমি চুপ করে,
শুনবো কথা ঝিম ধরে!
-শুভ সকাল.
৩) মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে
আমিতো আর নাই.
শুভ সকাল.
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে
আমিতো আর নাই.
শুভ সকাল.
৪) জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
নতুন দিনের আহবান,
জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভাল,
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল.
৫) সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
৬) সূর্যের আলো ঘুম ভাঙাল,,।
ভোরের পাখি গান শুনাল।।।
দূর আকাশের ঝাপসা আলো,।
কানে কানে বলে গেল।।।
সকাল যে হয়ে এল।
তোমরা সবাই আছো ভাল??
"শুভ সকাল"
ভোরের পাখি গান শুনাল।।।
দূর আকাশের ঝাপসা আলো,।
কানে কানে বলে গেল।।।
সকাল যে হয়ে এল।
তোমরা সবাই আছো ভাল??
"শুভ সকাল"
৭) রাতে জোসনা, দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল
৮) কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় ,
"শুভ সকাল"
৯) সূর্য মামার কিরণে
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি।
সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে
সাজাও তোমার সকাল খানি।
"শুভ সকাল"
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি।
সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে
সাজাও তোমার সকাল খানি।
"শুভ সকাল"
১০) মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির,
পাখির কলতানে চারিদিক মাতআরা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।
"শুভ সকাল"
পাখির কলতানে চারিদিক মাতআরা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।
"শুভ সকাল"
গুড মর্নিং জান |গুড মর্নিং বেবি |গুড মর্নিং সোনা
কথায় বলে মর্নিং শোজ দা ডে। অর্থাৎ দিনের শুরু থেকেই বোঝা যায় আপনার সারাটা দিন কেমন যাবে। তাই দিনের শুরুটা সুন্দর হলে গোটা দিনটাই ভালো কাটবে বলে আমরা সবাই বিশ্বাস করি। এখন আপনি যাকে ভালোবাসেন, সকাল সকাল তিনি যদি ভালোবাসা (Romance) মাখা শুভেচ্ছা বার্তা (গুড মর্নিং এস এম এস) পাঠান তাহলে আপনার দিন ভালো না হয়ে যায় না। প্রেম হল এমন এক গভীর অনুভূতি যা অন্তর দিয়ে অনুভব করতে হয়। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে চায় জীবনের সব সুখ দুঃখ তার সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে। আর তাই সকাল বেলা উঠে ফোন খুলতেই যদি সেই প্রিয় ব্যক্তিটির গুড মর্নিং মেসেজ (Bengali Good Morning Messages) আসে তাহলে মন ভরে যায় আনন্দ আর খুশিতে। আপনি যাতে সকাল বেলা আপনার বয়ফ্রেন্ড (Boyfriend) বা প্রেমিককে এমনই কিছু বার্তা (Messages) দিতে পারেন তাই আমরা নিয়ে এসেছি সেরা কয়েকটি ভোরের শুভেচ্ছা বার্তা (Good Morning Messages In Bengali)। এমনই কয়েকটি মেসেজ (গুড মর্নিং এস এম এস) যেটা আপনার এবং আপনার প্রেমিকের মাঝে প্রেমের সুন্দর বন্ধনকে আ্ররোও দৃঢ় করবে ও আপনার প্রিয় মানুষটির মুখে দেখতে পাবে অনাবিল হাসি।
গুড মর্নিং রোমান্টিক এসএমএস ২০২১| গুড মর্নিং শুভেচ্ছা ২০২১| শুভ সকাল গুড মর্নিং ২০২১
গুড মর্নিং রোমান্টিক কিছু এস এম এস ও স্টেটাস নিচে দেওয়া হলঃ
১| স্বপ্নের পৃথিবী থেকে চলে এস প্রিয়তম,সকাল হয়ে গেলো, এখন উঠে পড়ো (শুভ সুপ্রভাত মেসেজ)।
২| পাখিদের কলকাকলি আর সুন্দর ফুলের সুবাস দিয়েই শুরু হল এই সকাল। শুধু তোমার মুখের মিষ্টি হাসিটাই এখন দেখতে পাচ্ছিনা। ওটা ছাড়া যে আমার দিনটা অসম্পূর্ণ হয়ে থাকবে। স্মাইল প্লিজ জান!
৩| তোমার ঠোঁটে সব সময় থাক খুশি আর চোখে থাক আনন্দের ঝর্না। যেভাবে হাসতে হাসতে তোমার দিন শুরু হয় (গুড মর্নিং মেসেজ), ঠিক সেভাবেই তুমি সারাজীবন আমার জন্য হাসিমুখে থাক।
৪| তুমি এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে প্রিয়। তাই আমি চাই তোমার প্রতিটা সকাল সুন্দর হোক।
৫| তোমার প্রতিটা সকাল হোক ঝলমলে, তোমার সব দুঃখ সব শোক যেন আনন্দে পরিবর্তিত হয়ে যায়। আর যেদিন তুমি একা বোধ করবে সেদিন যেন আমার নিঃশ্বাস তোমায় উষ্ণ করে তোলে।
৬| তাজাফুলে যেমন সুন্দর-সুবাস থাকে, সূর্যের প্রথম-আলোয় যেমন পাখিরা-গান গেয়েওঠে ঠিক ঐরকম তুমি চোখ খুললেই যেন তোমার চোখে আনন্দের ঢেউ খেলে যায় (শুভ সকালের শুভেচ্ছা)।
৭| চোখ মেলে দেখো তুমি সকাল হয়ে গেছে, আকাশের কোলে হারিয়ে গেছে চাঁদ আর তারা। একবার ফোন অন তো করো, দিন কি শুরু হবে আমার গুড মর্নিং মেসেজ ছাড়া?
৮| সূর্যের প্রথম আলো পৃথিবীতে পড়ার পরেই শুরু হল আনন্দময় আরেকটা দিন। বাতাসও জানে আমি তোমায় কত ভালোবাসি। তাই সেও তোমার কানে কানে GOOD MORNING বলতে এসেছে।
৯| রহস্যময়ী রাতের পরেই এল সুন্দর এক সকাল। আমার হৃদয় বলল, এই সকাল যেন তোমার সুন্দর মুখ দেখেই শুরু হয়। ওই দেখো তোমায় ছুঁয়ে এসে ফাগুনের বাতাস আমার কানে কানে কত কিছু বলে গেল।
১০| আজ আবার নতুন একটা দিন। সুন্দর উজ্জ্বল একটা দিন। আমি প্রার্থনা করি তোমার এই দিনটা সফল ও সুন্দর হোক প্রিয়তম।
১১| এই আর কত ঘুমবে? সকাল হয়ে গেছে? আমিও তোমায় আমার গুড মর্নিং মেসেজ পাঠিয়ে দিয়েছি। এবার আর দেরি না করে উঠে পড়। সব কাজ তাড়াতাড়ি না সেরে নিলে বিকেলে দেখা করব কীভাবে?
১২| জানোতো তুমি, কাল এ্রতো প্রশংসা করেছি তোমার চাঁদের কাছে যে,সে হিংসায় জ্বলে-পুড়ে সকালে সূর্য হয়ে গেছে (শুভ সকাল মেসেজ)।
১৩| সকালের ফুল ফুটে গেছে, পাখিরা তাদের বাসা ছেড়ে বেরিয়ে পড়েছে, সূর্য এসেছে বলে তারারাও লুকিয়ে পড়েছে, এবার তো উঠে পড় সোনা আমার।
১৪| আর দেখা হয়না তো রোজ সকালে , তাই তোমায় গিয়ে ছুঁয়ে আসছে আমার এই বার্তা,সোনাবাবু সুন্দর সকালের শুভেচ্ছা (Good Morning Messages In Bengali)।
১৫| আকাশের থেকে উঁচু যেমন কোনকিছু নেই, সাগরের থেকে গভীর যেমনঙ্কিকোনছু নেই, সবাই আমাকে ভালোবাসে কিন্তু তোমার মত ভালোবাসার আর কেউ নেই।
১৬| এক সুন্দর সকাল আমায় কানে কানে বলল, উঠে দেখ কি সুন্দর আমি। আমি তাকে বললাম দাঁড়াও, আগে আমি তাকে গুড মর্নিং মেসেজ (Bengali Good Morning Messages) পাঠাই যে এক সুন্দর সকালের চেয়েও সুন্দর।
১৭| সকাল সকাল ফোন খুলেই আমার মেসেজ দেখে বিরক্ত হয়ে যেয়ো না প্লিজ। এর মানে এটাই যে সকাল বেলা চোখ খুলেই আমি তোমার কথা প্রথম ভেবেছি।
১৮| তুমি এলেই আমার চারপাশ সুন্দর হয়ে ওঠে, পাখি ডেকে ওঠে, ফোটে হরেক রকমের ফুল। এত কী ভাবছ বল তো? তুমি বুঝতে পার না কি ,তোমার সুন্দর হাসি দেখে আমার প্রতিটা দিন শুরু হয়।
১৯| দামী সুগন্ধির বোতলের আর কোনও প্রয়োজন হয়না আমার। তুমি আমায় জড়িয়ে ধরলেই আমি এমনিতেই সুবাসিত হয়ে উঠি।
২০| আমায় তুমি এমনভাবে আশ্রয় দাও নিজের বুকে যেন একটু হাওয়াও সেখানে ঢুকতে না পারে। আর তুমিও আমার প্রেমে এতটাই নিজেকে ডুবিয়ে দাও যে নিজের মধ্যে ফিরে আসতে তোমার অনেক সময় লাগে।
গুড মর্নিং স্ট্যাটাস ২০২১
আজকাল একটা বিষয় লক্ষণীয় যে ,সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যা্প ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল একটিভিটিগুলোতে গুড মর্নিং স্ট্যাটাস ব্যবহৃত দিন দিন বেড়ে যাচ্ছে।প্রতিদিন প্রত্যেককে ঘুম থেকে উঠে #গুড মর্নিং লিকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে ফেইসবুক-হোয়াটসঅ্যা্প ।অনেকে আবার তার দেখে খুবই অনুপ্রাণিত হয়ে সেও প্রতিদিন এরকম স্ট্যাটাস দিতে চায়।কিন্তু ইচ্ছাশক্তি থাকা সত্যও প্রতিদিন গুড মর্নিং স্ট্যাটাস দেওয়া হচ্ছে না কারণ সুন্দরভাবে সেসকল স্ট্যাটাস ফুটিয়ে তুলতে পারে না।কি বন্ধুরা আমরা আমাদের সাইটে সুন্দর সুন্দর কিছু গুড মর্নিং স্ট্যাটাস দিয়ে রাখবো যেগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন আপনার সকালটা সুন্দর ভাবে শুরু করতে পারে।আমরা মনে করি আমাদের ওয়েবসাইটে দেওয়া যে সকল গুড মর্নিং স্ট্যাটাস রয়েছে তা আপনার এবং আপনার বন্ধুর জন্য খুবই প্রানবন্ত হবে।বন্ধুরা নিচের দেওয়া শব্দগুলো স্ট্যাটাস আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বিভিন্ন সোশ্যাল মাধ্যমিক ব্যবহার করতে পারেন;
গুড মর্নিং পিকচার ২০২১ | গুড মর্নিং ইমেজ ২০২১
গুড মর্নিং ফটো | গুড মর্নিং ছবি | গুড মর্নিং এর ফটো
আপনার বন্ধু বা প্রিয়জনকে মেসেজ দেওয়ার পাশাপাশি একটি ছোট্ট গুড মর্নিং পিকচার দিয়ে তার দিনটি শুরু করতে পারে।পিকচার গুলা হতে হবে খুবই আকর্ষণীয়।যত্নসহকারে গুড মর্নিং পিকচার তৈরি করতে অনেক সময় ব্যাপার সুতরাং আপনি চাইলে আমাদের সাইট থেকে পিকচার গুলো ব্যবহার করে আপনার বন্ধুকে গুড মর্নিং উইশ করতে পারেন।আমরা অত্যন্ত যত্নসহকারে পিকচার গুলা তৈরি করেছি।গুড মর্নিং পিকচার অথবা গুড মর্নিং ছবি আপনি চাইলে আমাদের সাইটের দেওয়া সবগুলো ব্যবহার করতে পারেন।
নিচে গুড মর্নিং ছবিগুলো প্রোভাইড করা হলোঃ
tags: গুড মর্নিং ফটো,গুড মর্নিং এর ছবি,গুড মর্নিং ছবি, গুড মর্নিং মেসেজ, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং এসএমএস, গুড মর্নিং এর ফটো, গুড মর্নিং সোনা, গুড মর্নিং রোমান্টিক এসএমএস, গুড মর্নিং শুভেচ্ছা, শুভ সকাল গুড মর্নিং, গুড মর্নিং এর পিকচার, গুড মর্নিং এস এম এস, গুড মর্নিং ইমেজেস, গুড মর্নিং শায়েরি, গুড মর্নিং আকাশ, গুড মর্নিং জান, গুড মর্নিং বেবি, গুড মর্নিং উইশ