Good Evening Best SMS | Good Evening Images
শুভ সন্ধ্যা শুভ | সন্ধ্যার শুভেচ্ছা
আসসালামি আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ওয়েবসাইট time of bd-এ আপনাকে স্বাগতম। আপনি কি নিজের কাছের মানুষ গুলো কে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানানোর জন্য নতুন শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং বাছাই করা সেরা কিছু কষ্টে ভরা শুভ সন্ধ্যা ছবি, Shuvo Sondha Sms ও good evening bangla images দেখতে পাবেন। আপনি এই শুভেচ্ছা বার্তা গুলোকে Whatsapp ও Facebook-এর মাধ্যমে খুব সহজেই নিজের পাশের মানুষগুলো কে পাঠাতে পারবেন।
শুভ সন্ধ্যা ছবি | শুভ সন্ধ্যা পিক
প্রিয় বন্ধুরা আমরা জানি, আপনি আপনারা বন্ধুর মন জয় করারা জন্য শুভ সন্ধ্যা বার্তা দিতে চান।কিন্তু আপনারা মন মত সেই সকল বার্তা খোজে পাচ্ছেন না।তাছড়া আপনি শুভ সন্ধ্যা বার্তা দেওয়ার পাশাপাশি শুভ সন্ধ্যা ছবিও খোজছেন।আমরা আমাদের সাইটে আপনারা জন্য অসংখ্য আকর্ষনীয় শুভ সন্ধ্যা ছবি দিয়ে রেখেছি।যেগুলা আপনার এবং আপনারা বন্ধুর মন জয় করার জন্য যথেষ্ট।
শুভ সন্ধ্যা images | শুভ সন্ধ্যা ইমেজ
শুভ সন্ধ্যা sms | শুভ সন্ধ্যা এস এম এস
“❦~শুভ সন্ধ্যা~❦
প্রদীপ শিখার মঙ্গল আলােকে,
মঙ্গলময় হয়ে উঠুক
তোমার জীবন।”
“❦~শুভ সন্ধ্যা~❦
ভালো কাটুক
সন্ধার প্রতিটি মুহূর্ত।”
“খুব ঠাণ্ডা পরেছে
তােমার জন্য গরম
চা পাঠালাম।
❦~শুভ সন্ধ্যা~❦”
“সূর্য গেলাে মামার বাড়ি
ডুবে গেলাে বেলা।
বন্ধু তুমি থেকো ভালাে
এই সন্ধ্যাবেলা।
❦~শুভ সন্ধ্যা~❦”
“মুখােরােচক টিফিন পাঠালাম,
খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦”
“দুঃখ যত আছে মাের
পবিত্র প্রদীপের শিখায়
সুখে পরিণত হােক।
❦~শুভ সন্ধ্যা~❦”
“দিনের আলাে নিভে এলাে,
হলাে যে আঁধার,
সময় হলো এবার,
তোমায় শুভ সন্ধ্যা জানাবার।
❦~শুভ সন্ধ্যা~❦”
“❦~শুভ সন্ধ্যা~❦
জীবনের প্রতিটি মুহূর্ত
খুব ভালাে কাটুক তােমার।
এই কামনা করি।”
“❦~শুভ সন্ধ্যা~❦
জীবনে বাঁচতে হলে
এই প্রদীপের মতাে হয়ে বাঁচো,
প্রদীপ রাজপ্রাসাদে
ততখানি আলাে দেয়।
যতটুকু গরিবের কুঠিরে দেয়।”
“❦~শুভ সন্ধ্যা~❦
সাঁঝের তারা আমি
পথ হারায়ে,
এসেছি ভুলে মাটির
প্রদীপ হয়ে।”
“❦~শুভ সন্ধ্যা~❦
সময় পেলে খোঁজ
নেওয়া হলাে দায়িত্ব,
আর সময় বের করে খোঁজ
নেওয়াটা হলাে ভালােবাসা।”
শুভ সন্ধ্যা কবিতা | শুভ সন্ধ্যা মেসেজ
“মন্দের কাছে
পরাজিত হয়ো না,
বরং ভালাে দিয়ে
মন্দকে জয় করাে।
❦~শুভ সন্ধ্যা~❦”
“ঈশ্বর,
এমন এক বিশ্বাস যাকে
না দেখেও বিপদের সময়,
তাকেইে প্রথম স্মরণ
করতে হয়।
❦~শুভ সন্ধ্যা~❦”
“গরম চায়ের সাথে
টিফিন পাঠালাম,
তাড়াতাড়ি খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦”
“কেউ কাঁদতে কাঁদতে
মনটাকে মানিয়ে নেয়,
আর কেউ হাঁসতে হাঁসতে
কষ্টটাকে লুকিয়ে নেয়।
❦~শুভ সন্ধ্যা~❦”
ধন্যবাদ, আসা করছি ওপরের শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
শুভ সন্ধ্যার শুভেচ্ছা | বার্তা সন্ধ্যার শুভেচ্ছা বার্তা
শুভ সন্ধ্যা এস এম এস , কবিতা বাংলা এসএমএস বা sms দিয়ে সাজানো আমাদের আজকের এই পাতা । এই পাতায় আমরা অনেক সুন্দর সুন্দর বাংলায় শুভ সন্ধ্যা নিয়ে অনেক গুলো এস এম এস আর কবিতা লিখেছি । আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের এই আয়োজন । আমরা শুধু মাত্র সুন্দর সুন্দর বাছাই করা sms আর কবিতা গুলো এখানে লিখেছি । আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে । আর ভালো লাগলে নিছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
tags: শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ছবি, শুভ সন্ধ্যা পিক, শুভ সন্ধ্যা ইমেজ, শুভ সন্ধ্যা কবিতা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা, শুভ সন্ধ্যা images, শুভ সন্ধ্যা sms, শুভ সন্ধ্যা মেসেজ, শুভ সন্ধ্যা এস এম এস, শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা, সন্ধ্যার শুভেচ্ছা বার্তা