মেষ রাশির ছেলেদের ও নারীদের বৈশিষ্ট্য আচরন এবং ভাগ্য | Characteristic behavior and destiny of Aries boys and women
মেষ রাশির বৈশিষ্ট্য | Characteristics of Aries
মেষ রাশির মাঝে ও আবার ২ রকম বৈশিষ্ট্য দেখা যায় পুরুষ ও মহিলা পার্থক্যের কারনে। আমরা জানবো সেই ২ রকমের বৈশিষ্ট্য সম্পর্কে।
মেষ রাশির ছেলেদের বৈশিষ্ট্য । মেষ রাশির ছেলেরা কেমন হয়
এই রাশির পুরুষের মাধ্যে খুব ধৈর্য কমই দেখা মিলে।একেবারে নিজস্ব জীবন হউক আর ব্যস্ত জীবন হউক।তারা যেকোন কাজের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। আর তারা যেকোন প্রতিযোগীতায় অংশগ্রহন করতে এবং বিজয়ী হতে দ্বিধাবোধ করে না। অতি নম্র,ভদ্র ভালো মানুষ করার মধ্যে তাদের কোন অবদান নেই।তাদের নিজস্ব ধ্যান ধারনা অনুযায়ী,তাদের নিজের মত করে চলতে খুব পছন্দ করেন।তাদেরকে নিয়ে একটা প্রচন্ড বিপদের আশঙ্কা করা যায়।এসকল বিষয় অনেক নারীর কাছে খুবই আকর্ষনীয়।খারাপ ছেলে ভাবাটা তাদের মধ্যে লক্ষণীয় করে তুলতে সিদ্ধহস্ত।তারা এ জন্যই ।অন্যান্য নারীর কাছে খুবই আকর্ষনীয়।
মেষ রাশির নারীদের বৈশিষ্ট্য । মেষ রাশির নারীরা কেমন হয়
মেষ রাশির নারীরা সব যায়গায় তাদেরকে লিডার ভাবতে পছন্দ করে। আসলেই তাঁদের পরিচালনা করার ক্ষমতাও থাকে। এরা খুব সকালে ঘুম থেকে ওঠে। এরা তাদের কর্মে ভীষণ কর্মচঞ্চল প্রকৃতির হয়। সেজন্য দেখা যায় মাঝে মাঝে এরা ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলে নিজের উপরে। এরা তাদের জীবনের ব্যাপারে আশাবাদী থাকে। এরা যেকোন রকমের ভালো কাজ করার সুযোগ পেলেই সেই কাজটি করে ফেলে। এরা নিজেদের লাভ নিয়ে চিন্তা করে না। সেজন্য মেষ রাশির নারীরা খুবই সফল যে অন্যরাও সেজন্য তাদের মতো হতে চায়। মেষ রাশির প্রতীক যেহেতু আগুন তাই মেষ রাশির নারীরা প্রেমেওখুব উষ্ণ হয়। মেষ রাশির নারীরা প্রেমের ক্ষেত্রে নিজেই উদ্যোগ নিয়ে নেন নিজের জন্য। মেষ রাশির নারিদের সঙ্গীকেও হতে হয় শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। মেষ রাশির নারির সঙ্গীর ব্যক্তিত্ব দুর্বল হলে খুব দ্রুত সে সম্পর্কে তাদের আগ্রহ হারিয়ে ফেলেন তাঁরা। মেষ রাশির নারীদের সঙ্গে তর্ক হলেও তেমন চিন্তিত হবেন না কারণ সেই তর্কের মাধ্যমেও হয়তো আপনার সম্পর্ক তারসাথে পাকাপোক্ত হয়ে উঠতে পারে।
মেষ রাশির নারীদের ভাগ্য । মেষ রাশির প্রকৃতি
মেষ রাশির নারীরা খুব ভাগ্যবান হয়। তারা সফল ভাবে জীবন যাপন করেন। তাদের সঙী হয় খুব শক্তিশালী । তারা বেশ তর্কে বা জগড়ায় জড়ায় না বলে সবার সমাধরে থাকে এবং সবার প্রিয় ও হয়।
মেষ রাশির ইংরেজি নাম । মেষ রাশি in english
মেষ রাশির ইংরেজি নাম হলো Aries। এটি গুগল translatore থেকে নেয়া। আপনাদের জানা অন্য কিছু থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন।